ফোন ছাড়াই SMS রিসিভ করার সেরা ৯ টি সাইট!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালো। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ কথা বলবো একটি দারুণ বিষয় নিয়ে। আর সেটা হলো কীভাবে আপনি ফোন ছাড়াই কিছু ওয়েবসাইটের মাধ্যমে  SMS গ্রহণ করতে পারবেন। তো চলুন মূল বিষয়ে যাবার আগে কিছু বিষয় জেনে নেয়া যাক। তাহলে মূল বিষয়টি বুঝতে সহজ হবে।

নিচের চিত্রটি লক্ষ করুন।

এরকম চিত্রের সাথে আপনারা খুবই পরিচিত। হ্যাঁ বন্ধুরা, এটি হলো একটি ফোন নাম্বার ভেরিফিকেশন বা যাচাইকরণের একটি উদাহরণ। এটা কী কারণে দেখাচ্ছি সেটাও বলছি।

ধরুন, আপনি কোনো ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন। এজন্য প্রথমেই দরকার একটা সচল ইমেইল অ্যাকাউন্ট। তাহলেই কেবল আপনি ঐ সাইটটি থেকে সেবা পাবেন। আবার ধরুন, কোনো ব্লগ বা ফোরামে টিউমেন্ট করবেন। সেক্ষেত্রেও আপনাকে আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করতে হবে। তারপর তা করতে পারবেন। আপনি যদি আপনার টিউমেন্টের রিপ্লাই পাবার প্রত্যাশা না করেন বা আপনার পরিচয় গোপন রাখতে চান তাহলে আপনি চাইলে একটি টেম্পোর‌্যারি বা অস্থায়ী ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।

এরকম অনেক ইমেইল অনলাইনে খুঁজলেই পাবেন। কিন্তু এতে যে সমস্যাটা আছে সেটা হলো এসকল অস্থায়ী ইমেইল ব্যবহার করলে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্যই এই অস্থায়ী ইমেইল-এ থেকে যেতে পারে। কারণ, বেশিরভাগ অস্থায়ী ইমেইল-য়েরই পাসওয়ার্ড থাকে না। তাই যে কেউ আপনার তথ্য পাবার সম্ভাবনা রাখে। এ কারণে ইমেইল ভেরিফিকেশন মোটেই কোনো নিরাপদ ব্যবস্থা না। এজন্য বেশিরভাগ ওয়েবসাইট ইমেইলের পাশাপাশি ফোন ভেরিফিকেশনের অপশন রাখে। আপনার ফোনে এলোমেলোভাবে জেনারেট হওয়া একটা কোড গেলে সেটা বসিয়ে আপনাকে ভেরিফিকেশন করতে হয়। এর মাধ্যমে ওয়েবসাইট বুঝতে পারে আপনিই প্রকৃত ইউজার, কোনো স্প্যাম বট নন।

তবে অনেকেই আছেন যারা নিরাপত্তা ও প্রাইভেসি'র কথা ভেবে অনলাইনে তাদের ব্যক্তিগত নাম্বারটা শেয়ার করতে চান না। কিন্তু বেশিরভাগ ওয়েবসাইটের সেবা পেতে গেলে আপনার ফোন নাম্বারটাও গুরুত্বপূর্ণ। তো তখন আপনি কী করবেন?

হ্যাঁ, আজ তাই আপনাদের পরিচয় করিয়ে দেবো ৯ টি ওয়েবসাইটের সাথে যেগুলোর মাধ্যমে আপনি ফোন ছাড়াই এস এম এস গ্রহণ করতে পারবেন। তো চলুন, দেখে নেয়া যাক সেই সাইটগুলো।

১. ট্যুইলিও (Twilio)

ট্যুইলিও তাদের ট্রায়াল অ্যাকাউন্টে আপনাকে ফ্রি তে প্রদান করবে একটি ব্যক্তিগত ফোন নাম্বার। তবে ভেরিফিকেশন কোড রিসিভ করার জন্য আপনাকে আপনার ফোন নাম্বারটি সেখানে প্রদান করতে হবে। মজার ব্যাপার হলো, আপনি আপনার ট্রায়াল অ্যাকাউন্টের ফোন নাম্বার দিয়েই ভেরিফিকেশন করে ট্যুইলিও অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করতে পারবেন। 🙂

মেন্যুবার থেকে NUMBERS এ ক্লিক করে আপনি আপনার ব্যক্তিগত ফোন নাম্বার দেখতে পারবেন। এছাড়াও LOGS এ গিয়ে, MESSAGES এ গিয়ে আপনি আপনার এস এম এস গুলো চেক করতে পারেন। একটা বিষয় মাথায় রাখুন, ট্যুইলিও অ্যাকাউন্ট থেকে কোনো আনভেরিফায়েড নাম্বারে আপনি এস এম এস পাঠাতে পারবেন না।

২. সেলাইট এস এম এস রিসিভার (Sellaite SMS RECEIVER)

এস্তোনিয়া থেকে পরিচালিত  সেলাইট গ্রাহকদের জন্য এভাবে এস এম এস গ্রহণের সুবিধাটি চালু করেছে। আর এটি অন্যান্য প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইটগুলো থেকে একদমই আলাদা। এই সাইটটি বেশ নির্ভরযোগ্য কারণ এদের কাজ দ্রুত। আর নিচে নির্দেশনাও পাবেন যে কীভাবে এস এম এস গ্রহণ করবেন।

৩. পিন্‌জার টেক্সট ফ্রি ওয়েব (Pinger Textfree Web)

পিন্জার ব্যবহারের জন্য আপনাকে শুধুমাত্র আমেরিকার বৈধ কোনো জিপ কোড দিতে হয় যা আপনি গুগল মামার কাছ থেকেই জেনে নিতে পারবেন। এরপর আপনাকে আমেরিকান কিছু ফোন নাম্বারের লিস্ট দেয়া হবে। সেখান থেকে আপনি যেকোনটা পছন্দ করতে পারবেন। ফোন নাম্বার মনে না রাখতে পারলেও সমস্যা নেই। অপশনে ক্লিক করলেই নিজের ফোন নাম্বারটা দেখতে পারবেন। আর ব্যবহার বিধি অ্যাপ থেকেই জেনে নিতে পারবেন।

৪. টেক্সট নাউ (TextNow)

টেক্সট নাউ বেশ নির্ভরযোগ্য একটি সাইট আর আপনাকে দেবে ফ্রি ব্যক্তিগত নাম্বার যেটা ব্যবহার করে আপনি এস এম এস গ্রহণ করতে পারবেন। ফ্রি অ্যাকউন্টের জন্য আপনাকে সাইন আপ করতে হবে। আপনাকে ইউনিক একটি নাম্বার প্রদান করা হবে। তবে সাইনআপের সময় বেশ কিছু প্রবলেম দেখা দেয়। এজন্য আমেরিকান কোনো প্রক্সি ব্যবহার করে সাইন আপ করলে ভাল হয়।

৫. রিসিভ এস এম এস অনলাইন (Receive-SMS-Online)


সাইটে ঢুকলেই ৮ টি নম্বর দেখতে পাবেন। যেকোন একটি ব্যবহার করতে পারবেন। তবে বেশ কিছু জটিলতার কারণে এটি মাঝে  মাঝেই বন্ধ থাকে বা সমস্যা দেখায় অনেক নাম্বারে। ঠিকভাবে কাজ করে না।

৬. ফ্রি অনলাইন ফোন (FreeOnlinePhone.org)


এই ওয়েবসাইটটাও ঠিক উপরেরটার মতোই। কিছু নাম্বারের লিস্ট দেয়া থাকবে। যেকোনটা ব্যবহার করে এস এম এস গ্রহণ করতে পারবেন।

৭. রিসিভ এস এম এস অনলাইন (ReceiveSMSOnline.net)

এই ওয়েবসাইটে বেশ কিছু দেশের নাম্বার পাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তবে বেশ কিছু নাম্বার কাজ করে না বলে অভিযোগ আছে।

৮. রিসিভ ফ্রি এস এম এস (ReceiveFreeSMS.com)

এটি দ্বারা বিভিন্ন দেশের প্রাইভেট নাম্বার ব্যবহার করা গেলেও অনেক ফোন নম্বর নিয়েই অভিযোগ আছে। সবগুলো সবসময় ঠিকঠাকভাবে কাজ করে না।

৯. রিসিভ এস এম এস (Receive-SMS.com)

এটিও বেশ কিছু দেশের ব্যক্তিগত ফোন নাম্বার প্রদান করে। এছাড়াও নাম্বার ক্রয় করা জন্য এর বেশ কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে।

একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যেসকল ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য থাকে সেসকল ক্ষেত্রে এসব সাইট ব্যবহার না করাই ভাল। কেবলমাত্র কিছু হালকা কাজ বা কোনো কিছু পরীক্ষা করার জন্য বা তাৎক্ষণিকভাবে কোনো কাজ করার জন্য তবেই এসকল সাইট ব্যবহার করবেন।

পরিশেষে, টেকটিউনস হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার এক সুবিশাল প্ল্যাটফর্ম। প্রতিনিয়তই থাকবেন নতুন নতুন জ্ঞানের মধ্যে। জানবেন অজানাকে। তবে হ্যাঁ। শুধু জেনেই বসে থাকবেন না। এই জ্ঞানগুলো ছড়িয়ে দিন তাদের নিকট যাদের কাছে এই টিউনগুলো পৌঁছানো সম্ভব হয় না। জ্ঞান নিজের কাছে রাখার জিনিস না। ছড়িয়ে দিন আশেপাশে যারা আছে সবার মাঝে। প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন। টেকটিউনসের সাথে থাকুন।

আজকের মতো এ পর্যন্তই। সামনে আবারও হাজির হবো নতুন কোনো তথ্য নিয়ে। আর টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। টিউন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট বক্সে প্রশ্নটি করুন। এছাড়াও ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ফেইসবুকে আমি: Mamun Mehedee

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস