এক সার্চেই খুঁজে বের করুন পৃথিবীর সব দামি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট

সালাম নিবেন, আশা রাখছি সবাই অনেক ভাল আছেন। আর আমিও অনেক ভালো আছি মহান আল্লাহর অশেষ রহমতে। আজকে কিন্ত একটি ব্যাতিক্রমি টিউন নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। টাইটেল ত দেখেছেনি কি ধাসু টাইলেট দিয়েছি ঠিক কাজ টাও কিন্ত ধাসু। আজকে আপনাদের বলে দেব কিভাবে এক সার্চেই বিভিন্ন নামি দামি সার্চ ইঞ্জিন এর সার্চ রেজাল্ট পাবেন মাত্র এক ক্লিকেই।

 সে জন্য শুধু আপনাদের আমার দেওয়া এই ইয়া বড় লিঙ্কে ক্লিক করে যেতে হবে এই সাইটে এবং সেখানে গিয়ে গুগুল এর কাস্টম সার্চ বক্সে লিখে দিতে হবে আপনার সেই কাঙ্ক্ষিত সার্চ কিওয়ার্ড। তাহলেই দেখবেন গুগুলের সার্চ চলে আআসবে এক্ষেত্রে আপনি পাবেন আরো ৩৬ টি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট পাবার সুবিধা নিচে দেখুন কয়েকটি নামি দামি সার্চ ইঞ্জিনের নাম ও ছবি এ ক্ষেত্রে আমি একটি ছবি সংযুক্ত করতে ইচ্ছুক আপনাদের দেখাতে।

তাহলে দেখে নিলেন এই চিত্রটি বুঝতেই পারছেন অনেক গুলো সার্চ ইঞ্জিন অপেক্ষা করছে মাত্র একটি পেজে আপনার জন্য শুধু যে সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট পেতে আপনি ইচ্ছুক সেখানে আলতো করে একটি ক্লিক করে দিন বাস পেয়ে যাবেন আপনার রেজাল্ট।

তাহলে বন্ধুরা কেমন লাগল আজকের এই টিউন ভালো লেগে থাকলে টিউন্টমেট করে জানাতে ভুলবেন  না কিন্ত। আর বিভিন্ন টেক রিলেটেড ভিডিও টিউন পেতে আমাকে ইউটিউবে সাবস্ক্রাউব করুন এখানে টিউটোহাট- tutohut

এবং এই সম্পর্কিত সহায়ক একটি ভিডিও টিউন সংযুক্ত করা হল।

তাহলে বন্ধুরা আজ এখানেই বিদাই নিচ্ছি খোদা হাফেজ। টিউনটি আগে আমার ব্লগ tutohut এ প্রকাশিত।

Level New

আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস