ব্লগিং করে সুখ্যাতি পেতে যা করবেন আর যা করবেন না – ব্লগিং করে যেভাবে সফল হতে পারবেন

ব্লগ শব্ধটি weblog থেকে এসেছে। ১৭ ডিসেম্বার ১৯৯৭ সালে শব্দটি প্রথম ব্যবহার করা হয়। জন বার্জান সর্বপ্রথম এটি ব্যবহার করেন। তিনি মার্কিন নাগরিক ছিলেন। পরবর্তীতে শব্দটিকে দুইভাগে ভাগ করা হয়  we blog এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায়।

যদিও কিছু দিন আগেও অনেকে ভাবতেন ব্লগিং মানে নাস্তিকতা। এখন সে অপবাদ কিছুটা হলেও কমেছে। তবে এখনো কিছু আম পাবলিক আছে যারা ব্লগিং করা নাজায়েজ বলে থাকে। তাদের সাথে আমার কোন তর্ক নাই। তাদের বুঝানোর ক্ষমতা উপরওয়ালা আমাকে দেন নাই।

যারা ব্লগিং করেন কোন একটি উদ্দেশ্য নিয়ে তাদের জন্য আমার কিছু ট্রিপস। প্রথমত দেখা উচিত ব্লগিং করার উদ্দেশ্য কি কি হতে পারে। যদিও আমরা সব উদ্দেশ্য নোট করতে পারব না তবুও কমন কিছু উদ্দেশ্য নোট করতে পারি। যেমন টাকা ইনকাম, খ্যাতি অর্জন, কোন অবস্থার পরিবর্তনে প্রতিবাদ স্বরুপ। আজকাল এই তিনটি প্রধান কারণ লক্ষ্য করা যায়। এসবের বাইরেও আরো অনেক কারণ আছে। কেউ কেউ তো নিজেই জানে না কেন ব্লগিং করছে!!! তাই তারা অন্যের লেখা কপি করে (চুরি করে) নিজের নামে চালিয়ে দেয়।

১. প্রথমে একটি টার্গেট ঠিক করুন আপনি কি বিষয়ে ব্লগিং করবেন। তা না হলে আপনি ব্লগিং করেই যাবেন অথচ কেউ উপকৃত হবে না। যখন আপনার লক্ষ্য ঠিক হয়ে যাবে তখন আপনি সে বিষয়ে সর্বোচ্ছ আপনার পাঠককে দিতে পারবেন।

২. কখনো অন্যের লেখা কপি করবেন না। এটা মারাত্নক খারাপ কাজ। এই কাজ করে আপনি কোনভাবেই লাভোবান হতে পারবেন না। আর যদি হয়ে থাকেন তবে সেটা অস্থায়ী।

৩. কখনো বিতর্কিত কিছু লিখবেন না। আর যদি লিখে থাকেন তবে সেখানে অন্য কারো বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করবেন না।

৪. কিছু লেখার আগে প্রচুর স্টাডি করুন। তাহলে পাঠক আপনার লেখা খুজে বের করে পড়বে। আপনি যেখানেই ব্লগিং করুন না কেন আপনার লেখা পড়লেই আপনাকে চিনতে পারবে। সব সময় নিজের স্বকীয়তা ধরে রাখুন।

৫. ব্লগিং করে টাকা ইনকাম যদি উদ্দেশ্য হয়ে থাকে তবে এমন কিছু নিয়ে লিখুন যা পড়ে পাঠক লাভোবান হয় এবং আগ্রহ বাড়ে। পাঠক ধরে রাখতে না পারলে ব্লগিং করে আনন্দ কোথায়? তাছাড়া যখন আপনার জন্য ভিজিটর মানেই টাকা তখন তো সাবধানী হয়ে ব্লগিং করা উচিত।

৬. লেগে থাকার মানষিকতা থাকতে হবে। ব্লগিং করে কেউই রাতারাতি সফল হয় নি। লেগে থাকলে যেকোন ক্ষেত্রেই সফল হওয়া যায় এই বিশ্বাস নিয়েই কাজ করতে হবে।

৭. ভিজিটর এট্রাক্ট করতে কখনোই এমন কোন টাইটেল দিবেন না যা আপনার ব্লগের সাথে সামঞ্জস্য নয়। ভিজিটর বাড়াতে সব সময় লেখার মানের দিকে গুরুত্ত্ব দিন।

৮. সব সময় রেফারেন্স ব্যবহার করুন। অন্যের কোন উক্তি বা ছবি ব্যবহার করার আগে জেনে নিন তা ব্যবহারে বাধ্যবাদকতা আছে কি না।

৯. উৎসাহ দিতে ভুলবেন না। আপনার পাঠককে সব সময় উৎসাহ দিন যেনো আনন্দের সহিত আপনার ব্লগ পড়তে পারে। শুধুমাত্র দ্বিধাহীন বক্তব্য দিয়ে গেলে পাঠক আপনার ব্লগের স্বাদ খুজে পাবে না।

১০. পরিপাটি ব্লগ সাজান। সৌন্দর্য সবাই বুঝে ও প্রছন্দ করে। তাই ব্লগকে পরিপাটি করে সাজান। গুছানো যেকোন কিছু দেখতেও ভালো লাগে। কথায় আছে, প্রথমে দর্শন দারী পরে গুন বিচারী।

আমার সাথে ফেইসবুকে যোগাযোগ করুন : ফেইসবুক
মোবাইল : 01671900672
আমার ওয়েবসাইট

Level 2

আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস