ঈদের ধামাকা অফার !! নিয়ে নিন ফ্রি ওয়েব হোস্টিং আজীবনের জন্য।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো অছেন। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।

যারা ইন্টারনেটে নিজের একটা ওয়েব সাইট তৈরির কথা ভাবছেন কিন্তু আর্থিক ভাবে পেরে ওঠছেন না, তাদের জন্য এই ফ্রি হোস্টিং ভালো কাজে দিবে। তবে আশা করব এটা কেউ বাজে কাজে ব্যবহার করবেন না। বিশেষ করে পর্নোগ্রাফী বা এই ধরনের নিষিদ্ধ কাজে।

ওয়েবসাইট টিতে যেতে ক্লিক করুন : ইউ ফ্রি হোস্ট

কি আছে এই ফ্রি হোস্টিং cPanel এ-

  • ১) 1GB হোস্টিং
  • ২) 5GB ব্যান্ডউইথ
  • ৩) 1 ডোমেইন হোস্টিং
  • ৪) 1 ইমেইল এড্রেস যেটা আপনার ডোমেইনকে আরো প্রফেশনাল করে তুলবে (যেমন: [email protected], [email protected] etc.)
  • ৫) ওয়েবমেইল এক্সেস
  • ৬) সফস্টাকুলাস ইনস্টল (যার মাধ্যমে আপনি এক ক্লিকেই ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপল সহ সব ধরনের ওয়েব
    এপ্লিকেশন প্যাকেজ ইনস্টল দিতে পারবেন)
  • ৭) 1 MySQL ডেটাবেজ
  • ৮) 3 সাব-ডোমেইন
  • ৯) FTP একাউন্ট
  • ১০) ফুল DNS ম্যানেজমেন্ট

সহ আরো অনেক কিছু। মোটামুটি আপনার ওয়েবসাইট তৈরির সব অফশন ইনক্লুড করা আছে। আমরা জানি ফ্রি হোস্টিং এ অনেক লিমিটেশন আছে। তারপরেও এই ফিচার গুলো একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরির জন্য যথেষ্ট।

ফ্রি হোস্টিং এর উপযুক্ত ব্যবহার-

  • ১) আপনার ব্যাবসার জন্য প্রফেশনাল ওয়েব তৈরি করতে পারবেন নিশ্চিন্তাই।
  • ২) বিগিনার বা শিক্ষানবীশ মানে যারা ডোমেইন, হোস্টিং এবং ওয়েব সাইট সম্পর্কে জানে কিন্তু এখনো
    এগুলো নিয়ে প্রাকটিস করার সুযোগ হয়নি।
  • ৩) শৌখিন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে।
  • ৪) আমাদের মধ্যে যারা অনলাইনে কাজ করেন (ইকমার্স, এফিলিয়েট, ফ্রিল্যান্স) তাদের প্রায়ই ল্যান্ডিং পেজের
    জন্য হোক কিংবা পোর্ট ফোলিও পেজের জন্য হোক ওয়েব-সাইটের প্রয়োজন পড়ে, তাদের জন্য।
  • ৫) যারা ফ্রি ওয়েবসাইট নিয়ে ইন্টারেস্টেড।

 

আরো আছে -

যারা ফ্রি ব্যবহারে অনিচ্ছুক বা আরো ভালো কিছু পেতে চান তাদের জন্য এখানে আছে  সবথেকে কম মুল্যে মাত্র 1.50 ডলারের মধ্যে আনলিমিটেড হোস্টিং। এছাড়া আপনি যে কোন সময়ই ফ্রি হোস্টিং আপগ্রেট করতে পারবনে যদি আপনার আরো কিছু প্রয়োজন হয়।

আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। ভালো ভাবে  ঈদ কাটান  এ কামনাই।

 

Level 2

আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস