ফেসবুকে চালু হলো ইমেইল সেবা সহ আরো অনেক কিছু

আগেই বলে নিচ্ছি যে লেখাটি আমার নিজস্ব প্রযুক্তি ভিত্তিক বাংলা ব্লগ টেকনোলজি.নেট.বিডি, http://technology.net.bd এখানে প্রকাশিত হয়েছিল। তাই আর কষ্ট করে না লিখে কপি/পেষ্ট করে দিলাম।

এখন থেকে ফেসবুক থেকেই যে কেউ পারবেন ইমেইল করতে অন্য যে কোন ইমেইল এ্যাড্রেসে। সম্প্রতি ফেসবুক তাদের ম্যাসেজ অপশনটি আপগ্রেড করেছে। এই সাথে আরো যুক্ত করা হয়েছে অনেক নতুন সুবিধা।

যেমন ধরেন, আপনি আগে ফেসবুকে শুধু আপনার বন্ধুদের সাথে ম্যাসেজ আদান-প্রদান করতে পারতেন। কিন্তু এখন থেকে শুধু আর ফেসবুকের বন্ধুদের নয় বরং তার চেয়েও বেশী কিছু। আপনি চাইলে এখন থেকে আপনি অন্য যে কোন ইমেইল এ্যাড্রেসে ইমেইল সহ আরো অনেক কিছু পাঠাতে পারবেন।

মানে হলো ফেসবুক এখন তাদের ইমেইল ব্যবস্থা চালু করলো। ফেসবুকের ডেভেলপারদের মাথায় আসলেই মাল আছে। কারন,  যে সকল ব্যক্তি ফেসবুক ব্যবহার করতো না তারাও এখন থেকে ফেসবুক ব্যবহার করবে।

তারা এখন থেকে একের ভেতরে দুটোই পাবে। ইমেইল ও করতে পারবে, বন্ধু-বান্ধব ও আত্নীয়-স্বজন্দের সাথে যোগাযোগ ও হবেও এবং তাদের সম্পর্কে অনেক কিছু জানতেও পারবে। আর ফেসবুকের তো চ্যাট সুবিধা তো আছেই।

ফেসবুকের চ্যাট সিস্টেমেও এখন থেকে নতুন অনেক সুবিধা যুক্ত করা হয়েছে। আগে আপনি ফেসবুকে আপনিস যার সংগে চ্যাট করতেন তখন শুধু আপনি চ্যাট হিষ্টোরী দেখতে পেতেন এবং পরবর্তী সময়ে আর দেখা যেত না। কিন্তু এখন থেকে আপনি আপনার চ্যাট হিষ্টোরী সংরক্ষণ করতে পারবেন এবং ফেসবুক আপনার চ্যাট হিষ্টোরী নিজ দ্বায়িত্তে সংরক্ষণ করবে।

ফেসবুকের ইমেইল সুবিধা আপনি চাইলে মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনি ইচ্ছা করলে এখন থেকে আপনার যদি কোন ইমেইল আসে তাহলে সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে ম্যাসেজ এবং নোটিফিকেশন।

আবার আপনি এখন থেকে আরো দ্রুত গতিতে যে কোন ফাইল ফরমেট সহ আপলোড করে এ্যাটাচমেন্ট ইমেইল ও পাঠাতে পারবেন। আগে শুধু ছবি, লিংক, ভিডিও এগুলো ফরমেটের ফাইল আপলোড করা যেত। এখন থেকে সবকিছুই আপলোড করতে পারবেন এবং ইমেইল ও করতে পারবেন।

আপনার ফেসবুক এ্যাকাউন্ট এ লগ-ইন করার পরে নিচের দেওয়া লিংকটিতে ক্লিক করুন এবং আপগ্রেড করুন। তাহলে আপনার ম্যাসেজ, ইমেইল এবং চ্যাট অপশন গুলো আপগ্রেড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে।

অন্যান্য ইমেইল এ এ্যাকাউন্ট খুললে আপনার ইমেইল ঠিকানা থাকে, যেমন ধরেনঃ [email protected] এটা হলো আমার জিমেইল এর ইমেইল ঠিকানা ঠিক তেমনি আপনিও কিন্তু ফেসবুকের ইমেইল ঠিকানা পেয়ে যাবেন। আমার ফেসবুক ইমেইল ঠিকানা হলোঃ [email protected]

আপনার ফেসবুক ইমেইল ঠিকানা হবে আপনার ফেসবুক এ্যাকাউন্ট এর ব্যবহারকারী নাম এর উপর ভিত্তি করে বা ইউজার নেম এর উপর ভিত্তি করে। আপনার যদি ফেসবুক ইউজার নাম বা ব্যবহারকারী নাম আগে থেকে ঠিক না করা থাকে তাহলে এখনই ঠিক করে নিন।

ফেসবুক ইউজার নেম বা ব্যবহারকারী নাম ঠিক করার জন্য আপনার এ্যাকাউন্ট অপশন থেকে এ্যাকাউন্ট সেটিংশ অপশন এ ক্লিক করুন এবং তারপর আপনার পছন্দের ইউজার নেম লিখুন। যদি আপনার পছন্দের ইউজারনেমটি অন্য কোথাও ব্যবহার না হয়ে থাকে তাহলে কনফার্মেশন হয়ে যাবে আর যদি আগে থেকেই অন্য কোথাও বা অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে ফেসবুক আপনাকে কিছু সাজেশন দেখাবে। ওখান থেকে আপনার পছন্দের ইউজারনেম বা ব্যবহারকারী নামটি নির্বাচিত করুন। ব্যস্‌, কাজ শেষ।

আমার মনে হয় যে, ফেসবুক এখন গুগোল, ইয়াহু, এওএল বা অন্য আরো যে সব ইমেইল সেবাদানকারী ওয়েবসাইটগুলো আছে তাদের ভাত মারার জন্য উঠে পরে লেগেছে। তা না হলে কি কেউ সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটে এ ধরণের সুবিধা দেয়? আপনিই বলুন তো?

দেখা যাক যে প্রতিযোগিতার অনলাইনের বাজারে কে টিকে থাকে?

আপগ্রেড করার জন্য এখানে ক্লিক করুন।

Level 0

আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

josssssss aga jantam na …..j FB ekhon email er bebosta korsa FB to other Email ID………… 😛 😀

Kono change dekhlam na,ager motoi roye gese

ভাই FB থেকে মেইল পাঠাব কি করে।

    আপনার প্রোফাইল পিকচারের নিচে যেখানে messages লেখা আছে সেখানে ক্লিক করলে ডান পাশে উপরে search message & new message নামে দুই্টা অপসন আসবে । নিউ মেসেজ এর মাধ্যমে নতুন মেসেজ পাঠাতে পারবেন ।

কাজ হচ্ছে না।

ফাউল. কোনো কামের না… মাইনাচ

‘আমার মনে হয় যে, ফেসবুক এখন গুগোল, ইয়াহু, এওএল বা অন্য আরো যে সব ইমেইল সেবাদানকারী ওয়েবসাইটগুলো আছে তাদের ভাত মারার জন্য উঠে পরে লেগেছে। তা না হলে কি কেউ সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটে এ ধরণের সুবিধা দেয়? আপনিই বলুন তো?’
ঠিক বলছেন ভাই…। এই ফেইসবুকের জন্যই অন্য সাইটগুলোর ব্যান্ডউইথ এ জম ধরছে।

কোনো কাজ হলো না…

ধন্যবাদ
ফ্রেন্ড লিস্টে নেই এমন কাউকে মনে হয় মেইল পাঠান যাবে না?
আমি পারছি না

Level 2

সব ই-মেইল ঠিকানায়ই মেইল পাঠানো যায়। আমি ট্রাই করে দেখেছি। ১০০% সঠিক।