আমরা যারা জিমেইল ইয়াহু বা আউটলুক ইউজ করি তারা হয়ত জানেন না এগুলো আপনি এক্সটার্নাল বা বাইরে থেকেও
একাউন্ট লগইন করতে পারেন। অর্থাত ইমেল একাউন্টে এক্সেস করার জন্য আপনাকে জিমেইল বা ইয়াহু বা এওএল
যেতে হবে তা নয়। বিভিন্ন ইমেইল এপসে আপনি নির্ভয়ে এক্সেস করতে পারেন। ফ্রি ইমেল প্রভাইডার গুলো কিন্তু
আপনাকে সে সুবিধা দিয়ে রেখেছে।
আপনি চাইলে এসব এপ যেমন পিসির জন্য-মজিলা থন্ডারবার্ড, অফিস আউটলুক, কিংবা আপনার এন্ড্রয়েডের হাজারো ইমেইল এপে নির্দিধাই ইমেলে এক্সেস করতে পারেন। এগুলো বলা হয় ইমেইল ক্লায়েন্ট।এসব এপের মাধ্যমে আপনি ইমেইল রিসিভ, সেন্ড, ডিলি্ট ইত্যাদি করতে পারবেন। তবে এগুলো দিয়ে আপনি আপনার ইমেলের নাম, পাসওয়ার্ড চেঞ্জ বা সিকিওরিটির কোন কিছু চেঞ্জ করতে পারবেন না। আর আছে ইউনিভার্সাল ওয়েবমেল যার মাধ্যমেও আপনি যেকোন ইমেলে যেকোন জায়গা থেকে এক্সেস করতে পারবেন। আজকের টিউন শুধু ইউনিভার্সাল ওয়েবমেল নিয়ে।
ইন্টারনেটে অনেক ওয়েবমেল আছে যেখানে আপনি চাইলেই জিমেল, ইয়াহু, আউটলুক, এওএল, মেইল ডটকম, জিএমএক্স
সহ সব ধরনের ইমেলে এক্সেস করতে পারেন। এদের কে বলে ইউনিভার্সাল ওয়েবমেল।
১) দুনিয়ার সব ধরনের ইমেলে যেকোন যায়গায় যেকোন সময় এক্সেস করতে পারবেন।
২) একটা সাইটেই আপনি আপনার সব ইমেইল চেক করতে পারবেন।বার বার প্রতিটা ইমেলে লগইন করার জন্য
বিভিন্ন সাইটে দৌড়াদৌড়ি করা লাগবেনা।
৩) প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন। ইমেল সেন্ড, রিসিভ, ডিলিট ইত্যাদি। কিন্তু আপনার একাউন্টের সিকিউরিটি
অক্ষুন্ন থাকবে।
৪) সব থেকে বড় সুবিধা যারা অনলাইনে কাজ করে। তাদের বিভিন্ন কাজের জন্য যখন আইপি এড্রেস চেঞ্জ করতে
হয় তখন ইমেলে বিশেষ করে জিমেল ইয়াহুতে ঢোকা মুশকিল হয়ে পড়ে কিন্তু আপনি ইউনিভার্সাল ওয়েবমেলে অনায়েসে
ঢুকে যেতে পারবেন।
১) একাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না।
২) জিমেল ইয়াহুতে ঢোকার আগে আপনাকে এক্সটার্নাল এক্সেস অন করতে হবে।
৩) যেসব ইমেল প্রভাইডার এক্সটার্নাল এক্সেস করতে দেয়না সেসব একাউন্টে লগইন করতে পারবেন না।
এরকম একটা ইউনিভার্সাল ওয়েবমেলের নাম বসমেইল।
বসমেইল ইমেল লগইন পেজে যান। এখানে।
বসমেইল মেন পেজে যান। এখানে।
১) হাইলি সিকিউর এবং সব ধরনের ইমেইল এড্রেসে ঢুকতে পাবরেন।
২) আপনার সব ইমেল একাউন্ট এক জায়গাতেই চেক করতে পারবেন।
৩) এড্রোয়েড উপযোগী ঝামেলাবিহীন সুন্দর ইন্টারফেস।
৪) এক একাউন্টে অনেকেগুলো ইমেল এড্রেস যোগ করতে পারবেন। জিমেলের মত এড একাউন্টের সুবিধা আছে।
৫) যতখুশি তত ইমেল এড্রেস (জিমেল, ইয়াহু, আউটলুক ইত্যাদি) আপনি একসাথে চালাতে পারবেন।
৬) নির্ভেজাল লগইন এবং লগআউট ব্যাবস্থা যেটা ইমেল ক্লায়েন্টে নেই।
৭) এপ ইনেস্টলের মত বাড়তি ঝামেলা নাই। যখন খুশি তখন ইন্টারনেটে ঢুকে মেইল দেখে আসতে পারবেন।
এড ডোমেইন- যারা হোস্টিং নিয়েছেন এবং যেসব হোস্টিং আপনাকে ইমেইল এড্রেস, IMAP এবং SMTP পোর্ট সহ সার্ভাস এক্সেস করার সুবিধা দিয়েছে তারা এখানে ডোমেইন এড করে এখান থেকে ইমেইল এক্সেস করতে পারবেন। এর জন্য এড
ডোমইন এ গিয়ে আপনাকে নির্ধারিত ফর্ম পুরোন করে পাঠাতে হবে।
gmail.com, yahoo.com, outlook.com, hotmail.com, aol.com, zoho.com,
yandex.com, mail.com(premium only), gmx.com, mail.ru সহ আরো বহু ইমেলে
এক্সেস করতে পারবেন।
কিছু ইমেলে প্রবেশ করার আগে আপনাকে এক্সটার্নাল এক্সেস ON করতে হবে। নিম্মে সেগুলো দেওয়া হলো
Gmail.com>>account>>Sign-in & security>>Connected apps & sites>>Allow less secure apps>>ON Yahoo.com>>sign in>>Accoun security settings>>Allow apps that use less secure sign in>>Turn ON GMX.com/Mail.com>>Email settings>>POP3 & IMAP>>Send and receive emails via external program>>Tick It and Save
এবার আপনি যেখানে যখন খুশি আপনার ইমেলে এক্সেস করতে পাবরেন কোন রকম ঝামেলা ছাড়া।
আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।