আর.এস.এস. (RSS) কি?
আর.এস.এস. (RSS - Really Simple Syndication) কে বাংলায় বলতে হলে , কোন কিছু সহজে পুনর্নিদেশন করা ।
আর.এস.এস. এক্সএমএলে (XML) এর একটি বিশেষ ফরম্যাট, যেটি ওয়েব ভিতরের উপাদানের সঙ্গে হেডার একত্র করতে প্রথম ব্যবহার করা হয়েছিল । আসলে,এক্সএমএল(XML) ফাইলে আর.এস.এস.ফীড(feed) আর.এস.এস. সুনির্দিষ্ট বিবরণ অনুসারে কিছু ডেটা ধারণ করে , এবং কোন ওয়েবসাইটের সাম্প্রতিকতম তথ্য সংযোজন করে সাধারণত অবস্থান নির্ণয় করে।
একটি আর.এস.এস. ফীড হিসেবে যখনি ইন্টারনেটে আসে ইন্টারনেটে সংযুক্ত যেকোন কম্পিউটার এর আর.এস.এস ঐটি উপলব্ধি করতে পারে । তখন কম্পিউটার ব্যবহারকারী এই আর.এস.এস. feed ব্যবহার করতে পারে,আর এই আর.এস.এস. feed ব্যবহার করার জন্য বিশেষ সফটওয়্যার এর প্রয়োজন হয় ।
যেমন - RSS Reader (Google Reader , My Yahoo!) বা Aggregators । অথবা আপনি আপনার ব্রাউজারের RSS Reader ব্যবহার করতে পারেন । বর্তমানে প্রায় সব ওয়েব ব্রাউজারে RSS Reader দেয়য়া থাকে ,যাকে আমরা অনেকে Live Bookmarks হিসেবেও চিনি ।
ধরুন, আপনি প্রতিদিন আপনার প্রিয় ওয়েব সাইট গুলোতে ভিসিট করেন নতুন কোন তথ্য বা ইঃ সংযোজন হোল কিনা ।
এর বদলে এই সব ওয়েব সাইটের এর আর.এস.এস. feed দেখেই আপনি বুঝতে পারছেন কোন ওয়েব সাইটে নতুন তথ্য বা ইঃ সংযোজন হোল , এভাবে আপনার অনেক মূল্যবান সময় বাচাবে । এছাড়া আর.এস.এস. ফাইল গুলো ছোট হয়াতে আপনার নেটওয়ার্ক ট্রাফিক ও বাচবে ।
আপনি যদি কোন ওয়েব সাইটের বা ব্লগ এর মালিক হন তাহলে গুনগতমানের আর.এস.এস. আপনার সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে সাহায্য করবে । কখনও কখনও তো ওয়েবসাইট জনপ্রিয় হয়ে উঠে একটি ভাল আর.এস.এস. feed এর জন্য ।
একটি আর.এস.এস. feed কোড লিখে তৈরি করা খুবই কষ্টসাধ বেপার বরং তার জন্য বর্তমানে WYSIWYG মোড এর অনেক প্রোগ্রাম আছে যা ব্যবহার করা খুবই সহজ । এই প্রোগ্রাম গুলো ব্যবহার করতে এক্সএমএল(XML) অথবা আর.এস.এস.(RSS) জ্ঞান প্রয়োজন হয় না ।
আর.এস.এস.(RSS) সমন্ধে এতটুক বলেই শেষ করা যাবে না, আর.এস.এস.(RSS) প্রযুক্তিকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত করার জন্য বিভিন্ন ভাবে বিকশিত করা হচ্ছে । ভবিষ্যৎ এ একটি আর.এস.এস. feed ব্যতীত একটি সফল ওয়েবসাইট তৈরি করা সম্ভব হবে না ।
আমি আলফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂