অনেক দিন পর টেকটিউনে আসলাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আজ নিজে থেকেই মনের ইচ্ছায় টিউন লেখা শুরু করছি।
আশা করি এখন থেকে আপনাদের ভালো ভালো টিউন উপহার দিতে পারব।
আজ আমি Jaha bolibo Sotto bolibo "ABC" রেডিও এর দুইটি গল্প নিয়ে এসেছি। এই গল্প দুইটি ইন্টারনেটকে নিয়ে জড়িত,
আশা করি অনেকেই গল্প গুলো শুনলে যারা খারাপ পথে আছেন কিছুটা হলেও এই ইন্টারনেট কে ভালো কাজে ব্যবহার করবেন।
তো বন্ধুরা শুরু করি আজকের মূল টিউন
প্রথম ব্যক্তির নাম Jibon
জীবন তার অপ্রিয় সত্য ঘটনা বলেছেন,
তার জীবনে ইন্টারনেট কে ঘিরে এক বিশাল সমস্যায় পরতে হয়েছে।
আমরা অনেকেই জানি, এখন যে ক্রিকেট খেলা হয় যেমন: IPL, BPL, one day, T20 এসব খেলায় অনেকেই এক বাজির আসর বসিয়ে দিয়েছে।
বিশেষ করে বলতে গেলে আমার ঠাকুরগাঁও অঞ্চলেও এর প্রকোপ অনেক বেশি।
কিন্তু দেখেন, এই বসে বসে টিভি দেখতে আর কয়জনে পছন্দ করে। এই ডিজিটাল যুগে ডিজিটাল চিন্তাভাবনার মতো মানুষ বেছে নিচ্ছেন mobilebet360 এর মতো কোন ওয়েব সাইট।
কিন্তু আসলেই কি এসব পথ আমাদের সামাজিক জীবনে একটি ভালো পথ হতে পারে ? নিশ্চুই নয়।
ইন্টারনেট কে ঘিড়ে মানুষ যে সপ্ন দেখে তা কি আসলেই উপকারে আসবে না অপকারে আসবে ?
আমার অভিঙ্গতা থেকে বলতে গেলে,
ইন্টারনেট এ বিভিন্ন রকম সিস্টেম তৈরি হয়েছে যা সাধারণত জুয়ায় বলা চলে যেমন: mobilebet360 একটি ওয়েবসাইট এবং এর মধ্যে বিভিন্ন রকম বিটকোয়েন ইনভেস্টমেন্ট সাইটগুলোও বলা যায়।
যেমন আপনি ফেইসবুকে বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট সাইট খুঁজলেও অনেক পাবেন যা সীমাহীন।
আসলে এই আইটি যুগে ভালো আর মন্দ বিচার করা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার হয়ে উঠেছে।
জীবন নামের ব্যক্তির কথায় বলি,
তিনি তার সব কিছু হারিয়েছেন শুধু মাত্র কিছু লোভের আশায়।
তিনি চাইতেন, জুয়া খেলেই বড় কিছু একটা হতে। কিন্তু এটা কি সম্ভব বন্ধুরা?
🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶
তার জীবনের গল্প আপনারাই শুনে বিচার করবেন। এবং আশা করি আপনারাও ভালো পথে এবং এই ইন্টারনেট থেকে আয়ের সপ্ন দেখলে সৎ পথে আয় করার চেষ্টা করবেন।
কারণ সৎ পথে যা আয় হয় তা দীর্ঘস্থায়ী এবং অসৎ পথ সর্বদায় ক্ষণস্থায়ী হয়ে থাকে বন্ধুরা।
জীবনের JBSB তে গল্পটি এখান থেকে ডাউনলোড করে শুনতে পারেন।
🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐤🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣🐣
নাম তার Ovi আমিও তার গল্পটি JBSB তে শুনেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি।
🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇
আমরা ফেইসবুকে ফেইক একাউন্ট বিষয়ে মোটামোটি অনেকেই জানি।
তার জীবনের গল্পটি ফেইসবুকে ফেইক একাউন্ট নিয়ে।
তিনি কোন এক মেয়ের নামে ফেইসবুকে ফেইক একাউন্ট খুলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
বেশির ভাগ বিদেশে বসবাসরত প্রবাসীদের কাছ থেকে ovi নামের ব্যক্তিটি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।
তিনি এই অর্থ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা করে ফুর্তি করে এবং এক সময় একটি বাইকও কিনে ফেলে এরকমটাই তার গল্পে শুনা যায়। 🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍝🍝🍝🍝🍝
আরও বিস্তারিত জানার জন্য তার গল্পটি ডাউনলোড করে শুনতে পারেন।
এখান থেকে Ovi এর JBSB গল্পটি ডাউনলোড করে শুনতে পারেন।
⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡
তো বন্ধুরা,
আজকে বেশি কিছু লিখছি না, অনেক দিন পর ট্রিকবিডিতে টিউন করলাম। পরবর্তীতে ভালো কিছু নিয়ে আসতে পারব আশা করি।
সবাই ভালো থাকিয়েন এবং তথ্য প্রযুক্তিকে সৎ পথে ব্যবহার করিয়েন।
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
ধন্যবাদ সবাইকে
আমি Nikhil Roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
And a friend to my know my biographical info. I am the son of an extraordinary being. And the nature of juice into the mother's love is very sweet. Sometimes my mind up that beautiful love touches all things are possible. Lord Sri Krishna told my knowledge, love, like, five...