গত কয়েকটি টিউনে আপনাদের আমি ফ্রি হোস্টিং এর কথা বলেছে। যেখানে আপনি আনলিমিটেড স্পেস
এবং ব্যান্ডউইথ পাবেন (প্রকৃত পক্ষে আনলিমিটেড না)। কিন্তু সেখানে এমন অনেক সেকশন আছে যেটা
পেইড হোস্টিং ছাড়া পাবেন না। যেমন এক্সটার্নাল ওয়েবমেল এক্সেস। অর্থাত বাইরে থেকে আপনি
আপনার ওয়েবমেল এ লগিন করতে পারবেন না। ইমেল এলাইস নাই। ডাটা ব্যাক আপ সিস্টেম নাই।
লিমিটেড FTP একাউন্ট। ইনকমপ্লিট সিনেম রেকর্ড। আর সবথেকে বড় ব্যাপার একাউন্ট সাসপেনশন
। এসব থেকে রেহাই পেতে আমরা পেইড হোস্টিং ব্যবহার করি। কিন্তু পেইড হোস্টিং এর সব থেকে
বড় সমস্যা এর অতিরিক্ত দাম। সে আপনি যে হোস্টিং সাইটে যান না কেন। আপনি শুনলে অবাক
হবেন সকল হোস্টিং সাইট তাদের কোম্পানির প্রচারের জন্য যে কম মুল্যে হোস্টিং প্রদান করে তার মেয়াদ
মাত্র ১ বছর।এগুলো আসলে সব প্রমোশনাল অফার। তার মানে এক বছর পর থেকে হোস্টিং এর আসল
রুপ আপনার সামনে উঠে আসবে।
যেমন bluehost.com ব্যাসিক প্রমোশনাল অফারে তারা প্রথম বছর আপনাকে
3.95$/month হিসাবে হোস্টিং বিক্রি করবে তারপর ফিবছর রিনিউ করার ক্ষেত্রে রেগুলার রেটে
($8.99/month) হোস্টিং বিল পরিশোধ করতে হবে।
তাদের Hosting help পেজে উপরেই স্পষ্ট বলা আছে
"Bluehost often offers promotions and special
offers to customers during their initial term. Please note that
special offers are limited-time promotional prices that are
available to new customers and are valid for the Initial Term
only, and not for successive or renewal periods."
আরো কয়েকটি উদাহরন দিলে বুঝতে পারবেন।
হোস্টিং সাইট প্রমো অফার (প্রথম বছর) রিনিউ(পরের বছর থেকে)
1and1.com $0.99/mo $7.99/mo
godaddy.com £1.00/mo £5.99/mo
hostgator.com $3.48/mo $6.95/mo
inmotionhosting.com $3.49/mo $7.99/mo
ehost.com $2.75/month $13.98/mo
ipage.com $3.25/mo $11.95/mo
hostmonster.com $4.95/mo $9.49/mo
ideahost.com $2 99/mo $3.98/mo
hostclear.com $2.99/mo $5.98/mo
এগুলো কিন্তু সব মাসিক বিল। তাহলে বুঝুন বছরে কত টাকা করে দিতে হবে। উপরের বিল গুলো
প্রতি মাসের জন্য প্রযোয্য হবে তখনই যখন আপনি অন্তত ৩ বছরের জন্য হোস্টিং নিবেন। মানে কেউ
যদি,ধরুন, হোস্টগেটরে প্রমো অফার হোস্টিং নেয় তাহলে মাসিক 3.48$ হারে তাকে প্রথম বছরে 41.76$
(৩৩৪০টাকা)পরিশোধ করতে হবে।পরবর্তিতে তাকে উপরে উল্লেখিত মাসিক $6.95 টাকা কাটবে যদি সে
তিন বছরের হোস্টিং একেবারে রিনিউ করে। তার মানে তাকে পরবর্তি রিনিউতে ৩ বছরে $250.20
(২০,০১৬টাকা) টাকা দিতে হবে। তাহলে বুঝুন শুধু ব্যাসিক হোস্টিং এ তাদেরকে কত টাকা আপনাকে
দিতে হচ্ছে। এটা গেলো নরমাল হিসাব। এখন এদের কাছে থেকে যারা রিটেইলার হিসাবে হোস্টিং বিক্রি
করবে তাদের কে আপনাকে আরো বেশি টাকা পরিশোধ করতে হবে। এত সব টাকার হিসাবে আসলে
আমরা একটা পেইড হোস্টিং এর আশা ছেড়েই দিই। এটাই সত্য। কিন্তু হাল ছেড়ে দিলে আর কখনো
আপনার ইচ্ছাটা পুরন হলো না। আমি গত টিউনে বলেছি ইন্টারনেটে যে জিনিসটি আপনি টাকা দিয়ে
কিনছেন সেই একই জিনিস আপনাকে কেউ হয়ত ফ্রি দিচ্ছে। তারাই রেস ধরে আপনাদের আমি খুবই
সাশ্রয়ী মুল্যে পেইড হোস্টিং এর একটি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব।
নাম=ufreehost.ml সাইটে যেতে ক্লিক করুন
প্রমো অফার= নাই
রেগুলার দাম= $1.50/month
বছরে আসে = $18/year (সব সময়) বা 1440Taka
কি আছে কি নাই সেটা আর বললাম না।আপনারা কষ্ট করে তুলনা করলেই বুঝতে পারবেন। সবই
আছে, আনলিমিটেড হোস্টিং, আনলিমিটেড ব্যান্ডউইথ, ১০০ ইমেইল এবং ১০০ ইমেইল এলাইস। ২
FTP একাউন্ট। মোটামুটি একটা ব্যাসিক ওয়েব সাইটের জন্য সব কিছুই আছে।ওয়েব সাইটে আরেকটা
ফিচার আছে। সেটা হলো ফ্রি হোস্টিং। এটাও ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন
। কোন জটিলতাই অবশ্যই টিউমেন্টে জানাবেন। ধন্যবাদ।
আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।