আনলিমিটেড Email তৈরি করুন আপনার কম্পানি বা নিজের নামে ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং ব্যবহার করে।

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই ভালো আছি। এখন অনলাইনে অনেকেই মার্কেটিং করে। এজন্য এক বা একাধিক ইমেইল লাগে।সেজন্য Gmail কিংবা Yahoo এর মত সার্ভার ব্যবহার করে থাকে সবাই। কিন্তু এক-একটা ইমেইল খুলতে বর্তমানে এখন প্রত্যেক ইমেইল এর জন্য নাম্বার ভেরিফিকেশন করার লাগে। যা অনেকটা বিরক্তিকর !অনেকেরই এখন ১০-২০ ইমেইল লাগে।যা একটা একটা করে নাম্বার ভেরিফিকেশন করা সম্ভব না। সমস্যা আরো আছে যারা ফেসবুকে ফেইক আইডি বানান তারা ইদানিং সমস্যায় পড়তাছেন।তাদেরে এই সমস্যা দূর হবে আজকের এই টিউনে।অহ হ্যা যার ফেসবুক ভেরিভিকেশনে আপনার মূল্যবান আইডিটি পড়ে আছে তারা আমার এই টিউনটি দেখতে পারেন।

Facebook ভেরিফিকেশন ২০১৭ সাথে ফেক ন্যাশনাল আইডি তৈরি করে যেভাবে সাবমিট করে ফেসবুক ভেরিফিকেশন করবেন তার a to z বাংলা টিউটোরিয়াল।

 

আজকের টিউটোরিয়ালটা যদি মনযোগ দিয়ে follow করেন তাহলে আপনার আজকের পর থিকে ১-১০০০০০০০০০০ ফেসবুক আইডিও তৈরি করতে কোন সমস্যা হবে না। কেননা আপনার তো আর ইমেইল এর সমস্যা নিজে ইমেইল সার্ভার তৈরি করবেন ফ্রি ডোমেইন এবং ফ্রি হোষ্টিং দিয়ে।

 

আজকের টিউটোরিয়াকে যা যা থাকছে

  • নিজের ইমেইল সার্ভার ব্যবহার করে আনলিমিটেড ফেসবুক আকাউন্ট খুলতে পারবেন।
  • ফ্রি ডোমেইন কিভাবে নিতে হবে তা শিখাবো।তাই আপনার কোন খরচ যাচ্ছে না এক্ষেত্রে এক্সট্রা ডোমেইন কিনার জন্য।
  • নিজের ইচ্ছা মত ফ্রি ইমেইল তৈরি করতে পারবেন তাই আর কষ্ট করে কোন yahoo কিংবা gmail কম্পানির হেলপ নিতে হবে না।যেমন ডেমো হিসেবে বলতে পারি আপনার নাম যদি হয় Rahim কম্পানির নাম যদি হয় Karim তাহলে আপনি এরকম মেইল তৈরি করতে পারবেন [email protected] .এবং এই মেইল দিয়েই ফেসবুক থিকে শুরু করে সবকিছু জন্য কাজ করতে পারবেন।
  • এজন্য আপনার কোন ওয়েব ডেভলভমেন্ট কিংবা ওয়েব ডিজাইন কিছুই জানার প্রয়োজন নেই।আপনি আজকে প্রথম ইন্টারনেট চালালেও এই কাজ টি করতে পারবেন।এজন্য এই কথা বলছি যে কাজটি অনেক সহজভাবে আপনাদের মাঝে আমি তুলে ধরব।
  • ফ্রি হোষ্টিং সার্ভার ব্যবহার করেই আপনি এই কাজটি করতে পারবেন।তাই কোন পেইড হোষ্টিং প্যানেল প্রয়োজন নেই।
  • আপনি নিচের পিকচার টা ভালো করে দেখেন।দেখবেন আপনার ইমেইল সার্ভার তৈরি হবে এরকম এবং এই inbox এর মাধ্যমেই ইমেইল এর সব কাজ করতে পারবেন।

আশা করি Inbox এর পিকচার দেখে বুঝে গেছেন।কিভাবে আপনার মেইল সার্ভার এর ইমেইল চেক করবেন।আপনার যদি সবকিছু ভালো লাগে তাহলে কাজে চলে যায়।

 

কাজের পদ্বতি

 

  • আপনার hosting হিসেবে ehost.usa.cc কিংবা 000webhost.com ব্যবহার করতে।পারেন তবে আমি ভালো সার্ভিস পেয়েছি ehost.usa.cc থিকে তাই আপনারা এটা ব্যবহার করতে পারেন সমস্যা।নাই।যাদের টিউন বুঝতে সমস্যা হচ্ছে তাদের বলব দেখে যান একটু পর সব বুঝবেন।
  • ফ্রি ডোমেন এর জন্য ব্যবহার করেছি  freenom.com আপনারা এটাই ব্যবহার করবেন আশা করি।

এই সিস্টেমটা আমার অনেল সাহায্য করেছে। আমি মনে করি আপনার ও অনেক সাহায্য করবে।তাই এই টিউন টা স্পষ্টভাবে বুঝতে ভিডিও টা দেখে নিন।যারা এড়িয়ে যাবেন।তাদের বলব ভাইয়া এই সব কাজেই অনেকে আমি দেখছি পেইড টিউটোরিয়াল হিসেবে বিক্রি করতে। সেটা আর আমি করব না আপনারা ফ্রিতেই শিখে নিন।টাকা হাতাই নেওয়ার অভ্যাস আমাদের নেই।এটা যদি শিখেন কোন কারনে ইমেল এর জন্য আর কাজ অফ থাকবে না।ইচ্ছা মত নিজের নাম দিয়ে ইমেইল তৈরি করবেন যতখুশি তত।অনেক কথা বললাম যায়হক ভিডিও টা দেখে নিন

 

সবশেষে যা বলব:

 

 

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস