র‌্যানসমওয়্যার ভাইরাস এর আঘাতে অকেজো হয়েছে প্রায় ১০০টি দেশের কম্পিউটার

১২ মে, শুক্রবার  সন্ধ্যায় ৭ টি দেশে হ্যাকারকের তৈরী করা ভাইরাস র‌্যানসমওয়্যার  প্রথম হামলা শুরু করে। ক্রমে তা ছিড়িয়ে পরে সারা বিশ্বে। হাসপাতাল,সরকারি অফিস সহঅনেক দেশের শেয়ার বাজার এর কাজ বন্ধ হয়ে পরে। এদিকে হাসপাতাল গুলতে জরুরি অপারেশনের রোগীদের ভীর বাড়তে থাকে।

রোগীদের প্রয়োজনীয় সকল তথ্য হ্যাকারদের র‌্যানসমওয়্যার ইনক্রিপ্ট করে ফেলেছে। সিকিউরিটি প্রদান কারী কোম্পানি গুলোও এর জন্য কোন ব্যাবস্থা করতে পারছে না।

র‌্যানসমওয়্যার কি?

র‌্যানসমওয়্যার একটি ক্ষতিকারক সফ্টওয়্যার। যা কোন কম্পিউটার কিংবা স্মার্টফোন ওপেন করলে আপনার সকল ফাইল লক করে ফেলবে।যে ফাইলেই প্রবেশ করুন না কেন সব লকড।

যা নতুন করে ফাইলের শেষে নতুন এক্সটেনশন লাগাবে। এবং সকল ফাইল ইনক্রিপ্ট করে ফেলবে। এখন সকল ফাইল যদি কেউ ডিক্রিপ্ট করতে চায় তার জন্য ই-মেইল দেয়া হ্যাকারের দাবিকৃত অর্থের পরিমাণ bitcoin এর মাধ্যমে প্রদান করতে হবে। তারপর হ্যাকাররা আপনাকে তাদের পাসওয়ার্ড দিলে আপনি আপনার ফাইল ফেরত পাবেন। আবার এর জন্য নির্ধারিত সময় বেধে দিয়েছে হ্যাকাররা।

সময় সীমা শেষ হলে অর্থের পরিমাণ দিগুন হইয়ে যাবে। একমাত্র অর্থ পরিশোধ করেই আপনার সব ডাটা উদ্ধার করার উপায় রেয়েছে।

যেভাবে ছড়িয়ে পড়ছে র‌্যানসমওয়্যার :

মূলত ই-মেইল ও মেসেজ পাঠানো স্প্যাম লিংকের মাধ্যমে ঢুকে পড়ছে র‌্যানসমওয়্যার। এছাড়া জনপ্রিয় অ্যাপের ছদ্মাবরণেও ডিভাইসে ঢুকে পড়ছে এটি।

শুধু তাই নয়, অন্যান্য ভাইরাসের মতো ফিশিং বা স্প্যাম ই-মেইলসহ ভুয়া সফটওয়্যার আপডেটের প্রলোভনেও ছাড়াচ্ছে ক্ষতিকর এ ভাইরাস।

র‌্যানসমওয়্যারে হাত থেকে বাঁচার উপায় :

  • কম্পিউটারের সকল প্রয়োজনীয় ডাটার বেকাপ রাখুন।
  • স্প্যাম বা সন্দেহজনক মেইল থেকে কখনোই ডাউনলোড বা ক্লিক করবেন না।
  • কোন ফাইল ডাউনলোড করার আগে অনলাইনে ওপেন করে দেখে নিবেন। এমন অনেক সাইট আছে যারা এই সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে একটি (https://www.virustotal.com)
  • অপরিচিত অ্যাপস,সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন।

Level 0

আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Virustotal দিয়ে কোন মেইলে ভাইরাস আছে কিনা কিভাবে চেক করবো?

    জি চেক করবে। মেইলে কোন ফাইল আসলে সেইটা অনলাইনে এ কোন ড্রাইভে সেভ করে সেয়ার লিঙ্ক নিবেন। তারপর VirusTotal এ গিয়ে URL option এ লিঙ্ক সাবমিট করেবন। এবং চেক করেবেন। ধন্যবাদ

টেকহাবস থেকে আগেই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত পড়েছি। তারপরও শেয়ার করার জন্য ধন্যবাদ।

Level 0

vai ata virus na. ata k anti virus pabe na. ata malware . ke o a site javen na. তরিকুল ইসলাম atar malik

    আপনার মত দয়ালু মানুষ এত বড় সাইটের মালিক আমাকে বানায় দিল ভাল লাগল। এই সাইটের মালিক হলে আমি তো কোটি পতি হতাম ভাই। ভাই জ্ঞান কম আছে জ্ঞান সংগ্রহ করেন। না জেনে বুঝে কমেন্ট করেন কেন? কমেন্ট করার আগে ভেবে নিবেন কি লিখছেন। https://www.virustotal.com/ হল world মধ্যে এক নাম্বার জনপ্রিয় সাইট যারা অনলাইনে ফাইল স্কেন করার ফ্রী সুবিধা দিয়ে থাকে।

Level 0

vai ami sorry. ami neser tune comment korte cayce, bule apnar tune a hoy gese.sorry

https://www.techtunes.io/help-ask/tune-id/492439#comment-700631

Level 0

vai tune ta dekun. ki vabe amader brain wash kore techtune a virus or malwar desse. sorry
tune ta holo
https://www.techtunes.io/help-ask/tune-id/492439

প্রিয় তরিকুল ইসলাম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।