১২ মে, শুক্রবার সন্ধ্যায় ৭ টি দেশে হ্যাকারকের তৈরী করা ভাইরাস র্যানসমওয়্যার প্রথম হামলা শুরু করে। ক্রমে তা ছিড়িয়ে পরে সারা বিশ্বে। হাসপাতাল,সরকারি অফিস সহঅনেক দেশের শেয়ার বাজার এর কাজ বন্ধ হয়ে পরে। এদিকে হাসপাতাল গুলতে জরুরি অপারেশনের রোগীদের ভীর বাড়তে থাকে।
রোগীদের প্রয়োজনীয় সকল তথ্য হ্যাকারদের র্যানসমওয়্যার ইনক্রিপ্ট করে ফেলেছে। সিকিউরিটি প্রদান কারী কোম্পানি গুলোও এর জন্য কোন ব্যাবস্থা করতে পারছে না।
র্যানসমওয়্যার একটি ক্ষতিকারক সফ্টওয়্যার। যা কোন কম্পিউটার কিংবা স্মার্টফোন ওপেন করলে আপনার সকল ফাইল লক করে ফেলবে।যে ফাইলেই প্রবেশ করুন না কেন সব লকড।
যা নতুন করে ফাইলের শেষে নতুন এক্সটেনশন লাগাবে। এবং সকল ফাইল ইনক্রিপ্ট করে ফেলবে। এখন সকল ফাইল যদি কেউ ডিক্রিপ্ট করতে চায় তার জন্য ই-মেইল দেয়া হ্যাকারের দাবিকৃত অর্থের পরিমাণ bitcoin এর মাধ্যমে প্রদান করতে হবে। তারপর হ্যাকাররা আপনাকে তাদের পাসওয়ার্ড দিলে আপনি আপনার ফাইল ফেরত পাবেন। আবার এর জন্য নির্ধারিত সময় বেধে দিয়েছে হ্যাকাররা।
সময় সীমা শেষ হলে অর্থের পরিমাণ দিগুন হইয়ে যাবে। একমাত্র অর্থ পরিশোধ করেই আপনার সব ডাটা উদ্ধার করার উপায় রেয়েছে।
যেভাবে ছড়িয়ে পড়ছে র্যানসমওয়্যার :
মূলত ই-মেইল ও মেসেজ পাঠানো স্প্যাম লিংকের মাধ্যমে ঢুকে পড়ছে র্যানসমওয়্যার। এছাড়া জনপ্রিয় অ্যাপের ছদ্মাবরণেও ডিভাইসে ঢুকে পড়ছে এটি।
শুধু তাই নয়, অন্যান্য ভাইরাসের মতো ফিশিং বা স্প্যাম ই-মেইলসহ ভুয়া সফটওয়্যার আপডেটের প্রলোভনেও ছাড়াচ্ছে ক্ষতিকর এ ভাইরাস।
আমি তরিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
" ক্ষুধার্ত থেকো বোকা থেকো " স্টিভ জবস আমি বোকা মানুষ জ্ঞান আরোহণ করে বেড়াই।
Virustotal দিয়ে কোন মেইলে ভাইরাস আছে কিনা কিভাবে চেক করবো?