বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, বিশ্বের অন্তত ৭৪ টি দেশের কম্পিউটার ব্যবস্থায় হানা দিয়েছে।গতকাল শুক্রবার হ্যাকিংয়ের শিকার দেশগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন, ইতালি ও তাইওয়ানের মতো উন্নত প্রযুক্তির রাষ্ট্রও।
সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, ” সাইবার হামলায় আক্রান্ত দেশগুলোর পুরো তালিকা প্রকাশিত হয়নি। তবে নিরাপত্তাবিষয়ক ওয়েবসাইটগুলোয় প্রকাশিত যে ম্যাপ দেখাচ্ছে, সেখানে বাংলাদেশ আক্রান্ত হওয়ার বিষয়টিও দেখা যাচ্ছে। আজ ও আগামীকাল বিষয়টি অনেকেটাই বেঁচে গেছি। শুক্রবার
আমাদের দেশে ছুটি হওয়ায় বেশির ভাগ অফিস বা কম্পিউটার সিস্টেম বন্ধ থাকে। তবে উইন্ডোজচালিত পিসি সিস্টেম যাঁদের চালু ছিল, তাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে।
তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ বলেন, র্যানসমওয়্যারের এ ধরনের আক্রমন হলে সবাই অভ্যন্তরীণভাবে তা সমাধানের চেষ্ঠা করেন। অনেকে স্বীকার করতে চান না। জানাজানি হলে সুনাম নষ্ট হবে বলে অনেকে ভয়ে থাকেন। গতকাল শুক্রুবার থাকায় অনেকে হয়তো বিষয়টি টের পাননি। তবে যদি ব[ ধরনের কোনো আক্রমণের ঘটনা ঘটে থাকে আজ-কালের মধ্যে বের হবে। উল্লেখ্য, হ্যাকারদের ছড়িয়ে দেওয়া এক সফটওয়্যারের দৃশ্যতে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো স্থানের কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে্। হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট অচল করে দিয়ে বিনিময়ে ৩০০ মার্কিন ডলার দাবি করে, যা বিটকয়েনের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়। বিশেষজ্ঞরা জানান, র্যানসমওয়্যঅর হচ্ছে পরিচিত ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম। কম্পিউটার বা মুঠোফোনের মতো যন্ত্রের মধ্যে এই সফটওয়্যার ঢুকিয়ে দিতে পারলে যন্ত্রটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যায়। এ কাজ করে তা থেকে মুক্তির জন্য অর্থ দাবি করে হ্যাকরার। এ সাইবার হামলার শিকার হয় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগও। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ইউরোপের অন্যান্য স্থানে এর শিকার হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্পেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এশিয়ার কয়েকটি দেশেও এ আক্রমণ হয়েছে।
তথ্য প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটস বলেছে, যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নিরাপত্তব্যবস্থার দুর্বলতার কারণে এ আক্রমণ ঘটেছে, তাই মাইক্রোসফট এ নিয়ে বিবৃতি দিয়েছে। মাইক্রোসফট বলেছে, Ransom : win32. wanacrpt নামের ম্যালওয়্যারটি শনাক্ত করা এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন মাইক্রোসফটের প্রকৌশীরা। তাই কোনো করপোএট নেটওয়ার্ক আক্রমণের ঝুঁকিতে থাকলে তাতে লগইন করার আগে হালনাগাদ অ্যান্টিভাইরাস বা উইন্ডোজ ডিফেন্ডার চালু করে নিন।
যা জানা যায়নি
১. এ আক্রমণের দায় স্বীকার করেনি কেউ।
২. কেউ অর্থ পরিশোধ করেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত।
যেভাবে নিরাপদ থাকবেন
আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি বিষয় জরুরি মনে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সুমন আহমেদ সাবির বলেন, এ ধরনের আক্রমণ থেকে রক্ষা পেতে হালনাগাদ সফটওয়্যার ব্যবহার করতে হবে। পাইরেটেড সফটওয়্যার এড়াতে হবে। দ্রুত সিকিউরিটি প্যাচ হালনাগাদ করে নিতে হবে। অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।
ওয়্যারড অনলাইনে প্রকাশিত নিরাপত্তা পরামর্শ
মাইক্রোসফট MS 17-010 নামের একটি নিরাপত্তা প্যাচ গত মার্চ মাসে উন্মুক্ত করেছিল। অনেক প্রতিষ্ঠান তা হালনাগাদ করেনি। বর্তমানে ওয়ানাক্রাইয়ের দ্বিতীয় প্রজন্ম চলছে। এটি আরও কয়েক প্রকার হতে পারে। এটি ২৭টি ভাষা সমর্থন করে। এটি একটি নেটওয়ার্কে ঢুকে অন্য কম্পিউটারে দ্রুত ছড়াতে পারে। তাই যত দ্রুত সম্ভব সার্ভারের প্যাচ হালনাগাদ করতে হবে। তা না হলে র্যানসমওয়্যারের ঝুঁকি থেকে যাবে।
অাপনার মতামত জানাতে চাইলে অবশ্যই টিউমেন্ট করুন। কেননা অাপনাদের মতামতের উপর নির্ভর করে পরবর্তী টিউন টপিকগুলো নিবার্চন করা হয়।
আমি IT CARE WORLD। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
IT CARE WORLD এরপক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। অাইটি কেয়ার ওয়াল্ড একটি তথ্য প্রযুক্তি এবং টেকনোলজি সর্ম্পকিত কমিউনিটি ব্লগ সাইট। এই সাইটের মাধ্যমে অাইটি বিষয়ক অাপডেট, অাইটি শিক্ষা, টিপস এন্ড টিক্স, টিউটোরিয়াল, টেকনোলজি ডিভাইস পরিচিতি ও তার ব্যবহার, অাইটি পন্যের বাজার-দর, অাইটি জবস, ফ্রিল্যান্সিং এন্ড অাউডর্সোসিং, জেলা ভিত্তিক অাইটি নিউজসহ বিভিন্ন...
প্রিয় আইটিকেয়ার ওয়ার্ল্ড,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।