ফ্রিতে জানুন কিভাবে Facebook Post Boost করতে হয়

আজকাল দেশে যেমন বাড়ছে মানুষ তেমন বাড়ছে চাহিদা। সারা বিশ্ব এখন প্রযুক্তি প্রেমিক/প্রেমিকার ভরপুর। বিশ্ব এখন যানজটে ভরা। আপনি আপনার ব্যবসার পণ্য সামগ্রী আপনার অফিস বা প্রতিষ্ঠান থেকে সারা দেশে প্রচার করতে পারেন। আর বর্তমানে ফেসবুক হলো মার্কেটিং জগতের শেরা মাধ্যম। কিন্তু অনেকে আছে যারা ফেসবুকে প্রচার করেও তাদের পন্য সেল করতে পারছেন না। আসলে আপনার র্টাগেটে কোন ভুল আছে বলে আপনি সঠিক ক্রেতা বা গ্রাহক পাচ্ছেন না। আজ আমি আপনাদেরকে এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচিত করে দিব যেটা আপনার র্টাগেট সেটা ফিলাপ হবে।

  • ১। আপনার পেইজে প্রবেশ করে আপনি যে টিউনা বোষ্ট করতে চান ? সেটার নিতে Boost Post লেখা দেখবেন।
  • ২। ক্লিক Boost Post নিচের ন্যায় এমন চিত্র দেখাবে।

  • ৩। আপনার পেইজের ক্যাটগরি অনুযায়ী যে হয় এমন একটি বাটন যুক্ত করুন।

  • ৪। Edit অপশনে ক্লিক করুন নিচের ন্যায় একটি চিত্র আসবে।  আপনার বোষ্ট টিউনটি মহিলা বা পুরুষ মানুষকে দেখাতে চান ? তা নির্বাচন করে দিন। সেই সাথে বয়স নির্বাচন করুন। আপনি কত থেকে কত বয়সের মানুষকে আপনার টিউনটি দেখাতে চান ? তা নির্বাচন করে দিন।তারপর ইন্টারেষ্ট অপশন থেকে নির্বাচন করুন যে আপনি কোন শ্রেণির মানুষকে আপনার বিজ্ঞাপন দেখাতে চান।

  • ৫।  তারপর বাজেট নামে অপশন থেকে দৈনিক কত টাকা বা ডলারের  বোষ্ট করতে চান তা নির্বাচন করে দিন।

৬।

৭। এবং সব শেষে Boost অপশনটিতে ক্লিক করুন।

যদি ভাললাগে অবশ্যেই টিউমেন্ট করে জানাবেন। না বুঝে থাকলে আমাকে জানাবেন।

https://web.facebook.com/FBadvertising-617813131632842/  Facebook

Level 0

আমি Soudia Computer Center। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হচ্ছে না

vai free na. taka lagbe

প্রিয় Soudia Computer Center,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

APNAKE DEI K?