Gmail yahoo বাদ দেন। এখন ফ্রিতে নিজেই তৈরি করুন নিজের ইমেল এড্রেস আর কাজে লাগান শত শত ফেসবুক টুইটার বা যেকোন একাউন্ট খুলতে।

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

জিমেইল বা ইয়াহু বা আউটলুক যাই খুলতে যাননা কেন প্রথমে চাইবে আপনার মোবাইল নম্বর। তারপরে তো একাউন্ট খুলতে কত কিছুই না লিখতে হবে। নাম ঠিকানা। আবার আপনার ইচ্ছে মত নামও নিতে পারবেন না। কারন কেউ না
কেউ আগে থেকে সে নাম নিয়ে বসে আছে। পরবর্তীতে আসলো ডিসপজেবল ইমের এড্রেস। কিন্তু সেখানেও ঝামেলা। একেতো
এটা ওপেন। অর্থাত্ যে কেউ আপনার একাউন্টে ঢুকতে পারবে তারপর আবার "ডিসজেবল"- মানে একবার হারালে আর ফিরে পাবেন না।

এভাবে তো আর পারা সম্ভব নই। বিশেষ করে যারা অনলাইনে মার্কেটিং বা বিজনেজ বা এফিলিয়েট এ জড়িত তাদের বিভিন্ন একাউন্ট তৈরি করতে অজস্র ইমেইল একাউন্ট থাকা লাগে। যতক্ষন না সেটা ব্লক হয়। কিন্তু জিমেল ইয়াহু দিয়ে অজস্র একাউন্ট খোলা কঠিন ব্যাপার আর ডিসপজেবল ইমেলের তো কোন ব্যাংক ব্যালেন্স। এটা হ্যাকও করা লাগেনা। ইমেল যে পাবে একাউন্ট তার। আমি ডিসপজেবল ইমেল ব্যবহার করে আমার অনেক গুলো ফেবু একাউন্ট হারিয়েছি। এটা কেবল ওয়ানটাইম ইউজের জন্য ভালো।

কিভাবে ইমেইল একাউন্ট পেতে পারি:

এবার আসি আসল কথাই। ইমেল এড্রেস আমরা ২ ভাবে পেতে পারি।

  • ১) ফ্রি ইমেইল প্রভাইডার (যেমন: gmail, yahoo, outlook, aol)
  • ২) নিজেস্ব ইমেইল এড্রেস

নিজেস্ব ইমেল একাউন্ট তৈরির পদ্ধতি:

এই নিজেস্ব ইমেইল এড্রেস আমরা পেতে পারি ৩ ভাবে

  • ১) ওয়েব হোস্টিং সাইট থেকে (ছোট বিজনেস এবং মার্কেটিং এর জন্য)
  • ২) ইমেইল হোস্টিং সাইট থেকে (বড় বিজনেস এবং মার্কেটিং এর জন্য)
  • ৩) নিজেস্ব ইমেইল সার্ভার [vps অথবা dedicated hosting থাকা
    লাগবে] তৈরি করে (ইমেইল প্রভাইডারদের ক্ষেত্রে)

নিচের দুটো খুবই সময় সাপেক্ষ এবং ব্যায় বহুল। বিশেষ করে কেউ যদি VPS (Virtual Private server) দিয়ে নিজের ইমেইল সার্ভার তৈরি করতে চান বা ইমেইল প্রভাইডার হওয়ার সখ জাগে সেক্ষেত্রে আপনাকে বেশ সময় এবং টাকা নিয়ে নামতে হবে।

ইমেইল হোস্টিং এর ক্ষেত্রে আপনাকে বেশি সময় দিতে হবে না বরং আপনার কম্পানি আপনার জন্য সব ঠিক করে রেথেছে আপনি শুধু আপনার টাকা এবং ডোমেইন দিবেন আর ইচ্ছে মত ইমেইল এড্রেস তৈরি করবেন। আর ওয়েবহোস্টিং গুলো আপনাকে সল্প পরিসরে কিছু ইমেইল এড্রেস দিবে। এবং সেটা দিয়ে আপনার ছোট খাটো বিজনেস বা অনলাইন মার্কেটিং ভালো ভাবে হয়ে যাবে। বিশেষ করে যারা ফ্রি নিজেস্ব ইমেইল এড্রেস চান। আজকের টিউটরিয়ার শুধু তাদের জন্য।

টিউটরিয়ালের জন্য আমাদের ফ্রি হোস্টিং সাইট লাগবে যেটা আমরা ঈহোস্ট থেকে নিব। এবং একটা ডোমেইন লাগবে। যেটা আমরা ফ্রিনোম থেকে নিব। এবং সেগুলো কে কানেক্ট করলেই কাজ শেষ। বাকি টুকু শিখব ভিডিতে। এক্ষেত্রে আপনার ইমেইল এড্রেস হবে [email protected] কিংবা [email protected] ইত্যাদি। আপনি ইচ্ছে করলেই আপনার ইমেল
এড্রেস তাত্ক্ষনিক ভাবে ডিলিট করতে পারবেন কিংবা সাথে সাথেই নতুন একটা  তৈরি করতে পারবেন  । যত খুশি তত ইমেইল এড্রেস তৈরি করতে থাাকেন।

Level 2

আমি অভিনব অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।