নতুন কোনো পেপেল একাউন্ট খুলার পর সেটাকে ভেরিফাইড করতে অনেক ঝামেলা হয়।তাই আমরা বেশীরভাগই আনভেরিফাইড পেপেল একাউন্ট নিয়ে সন্তুষ্ট থাকি।তবে আনভেরিফাইড পেপেল এর টাকা খুব সহজেই মোবাইলে আনা যায় (ফ্লেক্সি-লোড).চলুন দেখি কিভাবে:
দুটি সাইট আছে মোবাইলে রিচার্জ এর জন্য:
আমি ফ্লেক্সি-লোড.কম থেকে কিভাবে করে সেটা দেখাচ্ছি:-
প্রথমে সাইট টিতে যান।এবার ডান পাশে Categories থেকে নিজের পছন্দসই ক্যাটাগরি টি সিলেক্ট করুন
ধরলাম আপনি সিলেক্ট করেছেন গ্রামীনফোন।এবার যে পেইজটি আসবে সেখানে কত টাকা রিচার্জ করতে চান সেটা সিলেক্ট করুন।ফ্লেক্সি-লোড.কম এ রিচার্জ করা যায়:
৫০ টাকা
১০০ টাকা
২০০ টাকা
৩০০ টাকা
৫০০ টাকা
যত টাকা রিচার্জ করতে চান সেটা চয়েস করে তার নিচে দেখবেন 'বাই নাও' নামে একটি বাটন আছে।সেটিতে ক্লিক করবেন:
এবারের পেইজে আপনার পেপেল ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।লগিন করার পর যে পেইজ টি আসবে সেটার নিজে দেখবেন 'Pay Now' নামে একটি বাটন আছে।ক্লিক করুন সেটাতে।হুম আপাতত আপনার কার্ড কিনা শেষ 🙂
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
এবার আপনার ইমেইন চেক করুন।দেখবেন পর পর দুটি মেইল এসেছে
প্রথম মেইলটা না আপনি সিলেক্ট করবেন দ্বিতীয়টা।
এ মেইল টা ফোরওয়ার্ড করুন এই ঠিকানায় [email protected]
এবার কিছুক্ষন অপেক্ষা করুন দেখবেন আপনার Junk এ একটা মেইল এসেছে।সেটা অপেন করলেই পেয়ে যাবেন কার্ড নম্বর
কিছু না পারলে অবশ্যই বলবেন 🙂
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রাফসান এখানে ১টা বেপার আছে।৫০ টাকা ভরতে ১.২৫ ডলার লাগে। এতে খরচ অনেক বেশি পরে।