বর্তমান সময়ের অনলাইন ব্যাংক হিসাবে বাংলাদেশে ডাচ্ বাংলা ব্যাংক এর জনপ্রিয়তা আশাকরি সবারই জানা আছে। এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য ব্যাংকটি সবসময় সময়ের সেরা সুবিধা গুলি আমাদেরকে দিয়ে এসেছে।
ডাচ্ বাংলা ব্যাংক এবার চালু করল অনলাইন মোবাইল রিচার্জ। PayOnex ও DBBL যৌথভাবে সুবিধাটি দিচ্ছে । এটি ডেভেলপ করেছে বাংলাদেশের সেরা ই-কমার্স সফট্ওয়ার ডেভেরপমেন্ট টিম "SSL" । এই পদ্ধতির মাধ্যমে আপনি বিশ্বের যে কোন স্থানে বসে আপনার বাংলাদেশি মোবাইল সিমে টাকা রিচার্জ করতে পারবেন । এবং বিশ্ব কাপের আগে এই পদ্ধতিতে রিচার্জ করে জিতে নিতে পারেন উদ্বোধনি অনুস্ঠানের টিকেট ।
পদ্ধতিটির ছোট বিবরন :
প্রতি রিচার্জ-এ চার্জ কাটা হবে - ০.০২৬% । ১০ টাকায় ০.২৬ পয়সা ।
কার্ড সাপোর্ট করে - ডিবিবিএল নিক্সাস এবং মাস্টার কার্ড ।
সর্বনিম্ন রিচার্জর পরিমান - ১০ টাকা ।
সাপোর্ট অপারেটর - বাংলালিংক, এয়ারটেল, রবি, গ্রামীন ফোন ও টেলিটক ।
সিম টাইপ - প্রিপেইড / পোস্টপেইড ।
এবার আসি নিরাপত্তা প্রসঙ্গে :
এই সিস্টেমটি ১০০% নিরাপদ । কারন আপনার কার্ড ইনফরমেশন যে সাইটে দিবেন সেটি DBBL এর নিজস্ব সাইট । প্রথেমে Amarbill or Easy এর যে সাইটটি আসবে সেখানে শুধু আপনার মোবাইল নাম্বার এবং রিচার্জর পরিমান লিখতে হবে ।
কিভাবে করবেন :
১. এইখানে or এইখানে ক্লিক করে চলে যান http://www.payto.mobi or http://www.easy.com.bd এর সাইটে ।
২. নেটওয়ার্ক অপারেটর, মোবাইল নাম্বার, রিচার্জর পরিমান, সিম টাইপ ও আপনার ইমেইল আইডি দিয়ে ফর্মটি পূরন করে continue ক্লিক করুন ।
৩. এবার দেখুন আপনার দেওয়া ইনফরমেশনগুলি পুনরায় দেখাচ্ছে ।
৪. সবকিছু ঠিক থাকলে “Submit or Next” দিয়ে চলে যান DBBL এর সাইটে । দেখুন নিচের ছবির মত খালি ফর্ম চলে এসেছে । এখানে আপনার কার্ড-এ দেওয়া নাম, কার্ড টাইপ, কার্ড নাম্বার এবং পিন কোড দিয়ে "subnit" বাটনে ক্লিক করুন ।
৫. কয়েক সেকেন্ডের মধ্যে operator recharge number (eg. 492) থেকে আপনার মোবাইলে মেসেজ পাবেন ।
৬. হয়ে গেল আপনার মোবাইল রিচার্জ !
পোস্টটি ভালো লাগলে বা কোন পরামর্শ থাকলে মন্তব্য করবেন ! আর ঘুরে আসতে পারেন আমার ব্লগ !
আমি রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jottil…