প্রিয় টেকটিঊনার ভাই গন, আপনারা হয়তো অনেকে এই টিঊনটি পড়ে থাকবেন যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট,ওয়াল পোষ্ট,মেসেজ ও পকে। আর না পরে থাকলে এখুনি পড়ে নিন। যেভাবে মাত্র ১ ক্লিকেই ফেসবুকে পাঠাবেন হাজার হাজার অটোমেটিক ফ্রেন্ড রিকুয়েস্ট
যাক ভাই যতেষ্ট হয়েছে।
আমার কোন ইচ্ছা নাই কাওকে ছোট করা, আমাদের এই হত দরিদ্র দেশের জন্যে ইন্টারনেট এ আয় একটি নতুন দিগন্ত খুলে দিয়েছে, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, নতুন দের কে সাধ্যমত সাহায্য করতে হবে, যেভাবে সাহায্য করছেন জাকারিয়া ভাই(freelancerstory.blogspot.com)
জান্নাতুল ভাই(bn.jinnatulhasan.com/blog)
রিয়া আপু(bn.ria8.me.uk)
জানি তাদের মত আমাদের সাম্যর্থ নাই, তারপরো যেন কেও আমাদের দ্বারা আর্থিক বা মানসিক কোন ভাবে ক্ষতিগ্রস্থ না হয়। টাকা-পয়সা সময়ের ব্যাপার মাত্র। আজকে নাই কাল অবশ্যি আসবে, তাই বলে কি যেন-তেন ভাবে টাকা উপার্জন করতে হবে ?
আর যারা নানা ধরনের অসংগতি ভাবে নতুন দের কাছ থাকে টাকা উপার্জন করার ধান্দা করছে তাদের রুখতে হবে আমাদেরই।
যারা বিভিন্ন যুক্তি ও মন্তব্য বা ক্ষোভ এর মাধ্যমে সমর্থন জানিয়েছেন তাদের কে অসংখ্য ধন্যবাদ।
অনেকে হয়ত বলতে পারেন নিজেকে হিরো বানানো একটা ভাল ফন্দি করেছিলাম, তাদের জন্য বলি এসব হিরো-টিরোর কোন ভাবনা আমি ভাবি না, আর এই নামে কোন দিন দেখবেন না আমাকে আপনাদের প্রিয় টেকটিঊনে। সকলে ভাল থাকবেন, যদি কোন ভুল করে থাকি আমি হাত জোর করে ক্ষমা চাই।
আমি micro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মানুষের জন্য কাজ করতে চাই
একটা কথা হইলো ভাই বাংলাদেশে যারা ওয়েব সাইট এর ব্যবসা করেন সবাই বাটপার। কি রেগে গেলেন ? https://www.techtunes.io/internet/tune-id/43139 এই পোস্ট টা পড়েন। এটা কিছুদিন আগে দেশ সেরা এক বাটপার কে নিয়ে লেখা। মানুষ যে কত বড় বাটপার না পড়লে বুঝবেন না। আর একটি কথা, বাংলাদেশে যারা ডোমাইন এবং হোস্টিং এর ব্যবসার সাথে জড়িত তারা কি ভাবে বাটপারি করে জানেন তো ? না জানলে একটু অপেক্ষা করেন আমি এই সব বাটপার দের চেহারা আপনাদের সামনে তুলে ধরবো আমার আগামী টিউনসে। ভালো থাকবেন সবাই।
ভাই কমেন্টস না করে থাকতে পারলাম না।
লোকটার সাথে তথা বললাম, উনি কুমিল্লাতে থাকে, ওয়েব ডেভলপিং সম্পর্কে খুব একটা ভাল ধারনা আছে বলে মনে হয়না। আমার কোন প্রশ্নের উত্তরই দিতে পারে নাই। সবচেয়ে বড় কথা উনি নাকি ২৫০০ টাকায় ডোমেইন+হোস্টিং+ওয়েবপেজ মেকিং (ডিজাইনিং)+৬ বার আপডেট ও দেবে।
তো এত সুন্দর অফার আমি আগে কখনো দেখি নাই। যারা আগ্রহী তারা এই ভয়ঙ্কর ভদ্রলোকের কাছ থেকে নিতে পারেন।
তার নিজের ওয়েব পেজের ই হালত খারাব মনে হয় ৫-৬ শ্রেণীতে পড়ুয়া কোন বাচ্চার কাজ বিশ্বাস না হলে একবার গিয়ে দেখে আসতে পারেন।
আরে এরে এহনো চিনেন নাই!!!!! এ আমাগো এক মাত্র বাক স স সাইটের গর্ভবতী মালিক আলমগীর বাছুর………. হা হা হা http://www.অজানাবিড়ি. com
এই কথাটি আমার আগেই বলা উচিত ছিল। যে উল্লেখিত সাইট টির সাথে আমার কোন শত্রুতা নাই। শুধু আমার কাছে ব্যাপার টি খারাপ লাগছে তাই সবাই কে জানার জন্যে এই টিঊন টি করা, এবং টিঊন টি প্রকাশ করার আগে চিন্তা করছিলাম যে ঠিক হবে কি না ? কিন্তু একটা ব্যাপার লক্ষ্যনীয় আমাদের এই দেশে কিছু অসাধু-হিনমন্য টেকি নানা ধরনের লোভনীয় অফার,ডলার আয় এর প্রশিক্ষন দিয়ে মানুষ কে প্রতারিত করার প্রানপন চেষ্টা চলাচ্ছে। এগুলোর হাত থেকে আমাদের নতুন প্রজন্ম কে বাচাতে নিজেদের কেই এগিয়ে আসতে হবে।
যেকোন অসংগতি ধরা পড়লেই সবাই কে জানিয়ে দিতে হবে…… আশা করি আমাকে বুঝতে পারছেন।
নুর হাসান ভাইকে বলছি,আমি যদি এই বাটপারের মত হতাম, ১০০% গ্যারান্টি এতো দিনে আমি কোটিপতি হয়ে যেতাম।একটা উদাহরণ দিয়ে বলি,”Facebook Blaster Pro” এই সফটয়্যারের key generator (নতুন ভার্সন এর লিংক আর সিরিয়াল কি ঐ টিউনের কমেন্ট সেকশনে পাবেন,উনি অলরেডি টিউন করেছেন এত কষ্ট করে তাই আমি আর নতুন করে টিউন করি নাই।)আছে আমার কাছে এবং এটি এই আগের সব ভার্সনের জন্যেও কাজ করতো,বর্তমান ভার্সন 7.20 এর জন্যেও জান করে এবং আমার বিশ্বাস আগামী ভার্সনগুলোতেও কাজ করবে।তো আমি ঐ সফটয়্যারের অথোরাইজড্ রিসেলার বলে বিক্রি করা শুরু করি তাহলে কারো ধরার চান্স ও থাকবেনা,কারণ আমি আনলিমিটেড কি জেনারেট করে দিতে পারব।যাই হোক আমি তথ্য বিক্রির চেয়ে শেয়ারে বেশি বিশ্বাস করি,তাই এইসব গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখি।আর আমার ধারণা ঐ বেটাও কোনভাবে কি জেনারেটর যোগার করেছে,এবং ফ্রি জিনিস মানুষের কাছে বিক্রি করার ধান্ধা করছে।আমি বুঝি না মানুষ এত নিচু কিভাবে হতে পারে।যাক আপনার সাথে একাত্ম ঘোষনা করার জন্যে এইখানে এসে কমেন্ট করলাম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে…
***kisui korte hobe na just hat tulben are mail id likhben tahole 700 tk damer ato gurutto purno soft ti chole jabe apnar mail id te wit keygen shaho****
jotto shob dhanddabajer adda shala ke juta mara uchit
(jai hok ai soft war dea 100 tar ba tar besi friend req pathale apnar facebook id ta block kore dite pare ja amar belai hoisilo.).
সবাইকে বলব আসুন আমরা টেকটিউন্সে আসি এবং এখান থেকে ফ্রি সফট নেই তাহা হইলে কোন সমস্যা হবে না।
আর যিনি এই সফটটা দিয়ে ব্যবসা করছেন তিনি কোথায় থেকে সফটটা নিয়েছেন তাতো জানা নাই উনিত কিণতেও পারেন তাই না?
আর যারা টেকটিউন্সের সাথে জড়িত আছেন তাদের সাথে উনি কোন ব্যাবসা করতে পারবেননা কারন উনারাতো টেকটিউন্স থেকে মাগনাই পাইতেছেন সজিব ভাইইয়ের কল্যাণে।
যাহোক তারপরেও কিন্তু আমি সব সময় একটা কথা বলি ‘আসুন আমরা সবাই খারাপকে না বলি,।
ধন্যবাদ………………………………।
ভাই আপনারা সবাই কমেন্ট করেছেন ভাল ।কিন্তু কেউ তো আমাকে প্রশ্ন করলেন না আমি কি সফট টি কিনেছি নাকি টেকটিউন থেকে নিয়েছি ।আর আমি পোষ্ট ডিলেট দিব না তো কি করব ,কারন টেকটিউনে অনেক ছাগল পাগলের জায়গা হয়ে গেছে ।আর আমার কাছে যদি প্রমান চাওয়া হয় তাহলে টেক টিউনের সম্মানিত এডমিন কে বলব ,যে আপনার যদি প্রমান লাগে তাহলে প্রমান টা দেব ।আমি প্রমান টা এই খানেও দিতে পারতাম দিলে সবাই বলত যে এটা আমি বানিয়েছি ।তাই শুধু দেখলাম সবার কি অবস্থা , টেকটিউনে অনেক এন্টিভাইরাসে র কি ফ্রি দেওয়া হয় কিন্তু ইন্টারনেটে হাজার হাজার সাইট আছে তারা লাইসেন্স কি সহ বিক্রি করে তাহলে তারা কি ধান্দা বাজ ? এই পোষ্ট টি করে মান হানির চেষ্টা চলছে এটা ই হচ্ছে আসল কাজ । কারো ব্যাক্তিগত ব্যাপার নিয়া নাক গলানো এতটা ঠিক না ।আমি আ্ইডিবি থেকে এই সফট টি কিনেছিলাম ।তাই প্রথমে আমি ঢাকায় কথা বলেছি আজকের মধ্যে যদি এই পোস্টটি ডিলেট করা না হয় তা হলে আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব ।আর তখন ই আমি আমার কিনা (আইডিবি ভবনের যে দোকান থেকে কিনা তা দিয়ে প্রমান করে দিব ) ।আশা করি এই ব্যাপারটি টেক টিউনের এডমিন ভাই ভেবে দেখবেন ।
নির্লজ্জ্বতার একটা সীমা থাকা প্রয়োজন আলমগীর সাহেব। আপনি প্রতি ক্ষেত্রেই সীমা লংঘন করেছেন। আপনার সাইটে আপনি গুগল এডসেন্স নিয়ে কি বাজে মন্তব্য লিখেছেন ! ২ ঘন্টায় কিভাবে এডসেন্স এপ্রোভ করবেন ? এডসেন্স টীমে কি আপনার দুলাভাই অথবা মামা চাকুরী করেন ? আবার ৫০০ টাকা হাকাইছেন। কারো যদি এডসেন্স একাউন্ট লাগে আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েন ফ্রী করে দেব। আমি প্রতি সপ্তাহে দুদিন ঢাকা থাকি বুঝলেন। http://gsmsolutionforum.blogspot.com/p/admin.html এখানে যোগাযোগ করুন আমার সাথে, আমি আছি টিউনার দের পাশে সবসময়। এই পোস্ট টা পড়েননি আপনি ? https://www.techtunes.io/internet/tune-id/43139 এটাও ছিলো এডসেন্স নিয়ে। আশা করি শুধরাবেন।
ALAMGER ভাইকে বলছি,আপনি শুধু যুক্তি দেখালেই চলতো যে আপনি সেটা কিনেছেন,কিন্তু আপনি হুমকি দমকি দিচ্ছেন কাকে।আপনার হুমকির কারনেই বলব এই টিউনটি যেন ডিলেট করা না হয়।
আপনিতো ভাই দেখছি আমাদের দেশের মন্ত্রীদের মতন আচরণ করলেন,কিছুই বলা যাবেনা বললেই এই কেইস সেই কেইস দিয়ে দমানোর চেষ্টা।এইটা ঠিক না আমরা কেন আরো সহনশীল হতে পারিনা বলেনতো?
*আপনি হয়তো বলবেন টিউনার আপনার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে,কিন্তু উনি বলেছেনও যদি প্রমান দিতে পারেন উনি টিউন ডিলেট করে দিবেন এবং আপনার সেইটাই করা উচিত ছিল।
পরিশেষে নতুন পন্ডিত ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলব,
যদি আপনি রেসেলের অনুমতি সহ কিনে থেকে বিক্রি করছেন তাহলে কিছুই বলার নেই আর যদি ব্যাক্তিগত ইউজের জন্য কিনে এই ভাবে বিক্রি করে থাকেন তবে উনার টিউনটা কিন্তু একেবারেই বেঠিক নয়।
ধন্যবাদ আপনেক।
প্রিন্স says:
২২ জানুয়ারি, ২০১১ at 10:26 পুর্বাহ্ন
Mr.ALAMGER
“টেকটিউনে অনেক এন্টিভাইরাসে র কি ফ্রি দেওয়া হয় কিন্তু ইন্টারনেটে হাজার হাজার সাইট আছে তারা লাইসেন্স কি সহ বিক্রি করে তাহলে তারা কি ধান্দা বাজ ?”
প্রশ্নঃ কারা ধান্দা বাজ ?
১. যারা এন্টিভাইরাসে র কি ফ্রি দেওয়া তার না
২. যারা লাইসেন্স কি সহ বিক্রি করে তারা ?
সহমত@প্রিন্স
সবাই শুধু ফ্রি খাওয়ার ধান্দায় থাকে কেন??? :-/
Mr.ALAMGER,যদি ধান্ধাবাজি আপনি না করেন,তাহলে আইডিবি আপনার সাথে করেছে,কারণ এই সফটয়্যারের “Single License” এর মুল্য $39.95 আমি বুঝি না ৭০০ টাকায় আপনি কিভাবে বিক্রি করছেন?তার মানে আইডিবি আপনার কাছে আরো কমে বিক্রি করেছে,কারণ আপনি তো আর লাভ ছাড়া বিক্রি করবেন না?২৮০০ টাকার চেয়েও বেশি মুল্যের একটা সফটয়্যার আপনার কাছে ৭০০ টাকার কমে কিভাবে বিক্রি করে আপনি বলেন?আর মানলাম আইডিবির যে দোকান থেকে আপনি কিনেছেন হয়তো এরা অথোরাইজড্ রিসেলার তাই তারা অনেক লাইসেন্স একসাথে কিনছে বলে অনেক কমে পাচ্ছেন,কিন্তু তারপরেও তো এতে কম হওয়ার কথা না।
একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করছি,IDM এর আসল মুল্য $29.95 মানে ২১০০ টাকার কিছু বেশি এই সফটয়্যার বাংলাদেশের অথোরাইজড্ রিসেলার systemicsoft বিক্রি করছে ১৪৫০ টাকায়।একটা জিনিস খেয়াল করুন আপনার কাছে বিক্রি করেছে ২৮০০ টাকা দামের সফটয়্যার ৭০০ টাকার চেয়েও কম দামে ৪ ভাগের এক ভাগের ও কম,আর এইখানে ২১০০ টাকা মুল্যের সফটয়্যার বিক্রি করছে ১৪৫০ টাকা দামে (ওদের কেনা আরো কম ১২০০ টাকাই ধরলাম)তাও তো অর্ধেক ও হলো না।এইবার আপনি চিন্তা করে জানান।
আমি সবেমাত্র টিউনটি পড়া শেষ করেছিলাম।কিন্তু আমি প্রথমে কিছুই বুঝে উঠতে পারি নাই।এর জন্য আমার মধ্যে একটা নেগেটিভ ধারনার চলে এসেছিল।আমি ভাবছিলাম হয়তো আমাকে নিয়েই এত সব কথা হচ্ছে।অথচ বুঝেই পেলাম না যে আমি ফ্রি সফট টা দিয়ে কি ক্ষতি করলাম!এর জন্য আমাকে ধান্দাবাজ বলা হচ্ছে।পুরো মাথায় আর কোন কাজ করছিলো না ।
আর করবোই না কেন? কারণ আমি যখন টিউনটি পড়ি ততোখনে নুর হাসান ভাই টিউনটি আপডেট করেছেন।আগের লেখাগুলো তিনি ডিলেট করে নতুন করে টিউন করেছেন।আর আমি এসে কেবল পড়েছি আমার টিউনের শিরোনাম দেয়া আছে আর নিচে “যাক ভাই যতেষ্ট হয়েছে” এখান থেকে বাকিটুকু রয়েছে।ভাবলাম আমার টিউনে এমন কি ছিল যার জন্য এমন একটি টিউন আমাকে দেখতে হলো?
আর সময় না বাড়িয়ে কমেন্টস গুলো পড়তে শুরু করলাম।সেখানেও দেখি বর্তমান টিউনের সাথে অসম্পূর্ণ সব মন্তব্য।তখন ভাবলাম নিশ্চই টিউনটি আপডেট করা হয়েছে।তাই টিউনের লিংকটা গুগলে সার্চ করে এই টিউনের গুগল সার্ভার থেকে Cached পেজটা পড়লাম।আর তখনই বুঝতে পারলাম আসল বিষয়টা।
এতখন আমি আমার সাময়িক অবস্থার কথাটা জানালাম।আর টিউনটা করে আপনি যে সচেতনতার কথাটি তুলে ধরেছেন তাকে আমি সাধুবাদ জানাই।আর আলমগীর ভাইকে বলি নিতান্তই যদি আপনার কোনো সফট বিক্রিকরতে হয় তাহলে সেখানে আপনি এটা নিজের জন্য কিনে তারপর বিক্রি করছেন এমন কথটি উল্লেখ করে দিবেন।আর আপনি যদি ফ্রি পেয়ে তা বিক্রি করে থাকেন তবে সেটা অবশ্যই ধান্দাবাজির আওতায় পড়বে।(যদি আমি জানিনা আপনি অদ্যও কিনেছেন কিনা)
পরিশেষে একটি কথা বলতে চাই।মানুষের কাছ থেকে নিয়ে নয় মানুষকে দিয়েই আসল শান্তি বা নিজের মনকে তৃপ্ত করা যায়।
anek anek comments porlam valoi laglo ,anel shocheton o holam.but jei soft nea ato hoichoi shesi softwar free te pawa jai .ektu khuja khuji korle.jara khujte paren na tara tader comment a tader email id likhben ami dea debo
ekke bareeee freeeeeeeeeeeeeeeeeeeeee.
no dhanda bazi no chitari ai bangladesh a
are jodi kew korar chesta koren taile koilam kobor kharap ase.
amader maje kew ki asen j ama bloger ria er email id dete paren.are jodi ria nije ai comment pore thaken tahole please amar [email protected] a ekta mail deben.apnar shathe amar kotha bola khub joruri.pleaseeeeeeeeee
ভাই এই ওয়েব সাইটের মালিক নং ১ ধান্দা বাজ একে যদি বাস না দেওয়া হয় তাহরে দোষটা আমাদেরই