সালাম সবাইকে 🙂
শিরোনাম দেখেই বুঝে গেছেন নিশ্চয় কি নিয়ে লিখছি ! হ্যাঁ, খুবই ছোট কিন্তু কাজের একটা টিউন (আমার মনে হয় :p )ধরা যাক কোন ওয়েবসাইটে ঢুকে কোন ফিচার ইউজ করতে যাবেন, সেই সময় বলে বসে Log in First ! টাইপের কথাবার্তা।একাউন্ট নাই। নাহয় খুলেই নিলাম। কিন্তু প্রব্লেম হল, যখন একাউন্ট খুলতে টাকা লাগে >_< সামান্য একটা ফটো এডিট করবেন, এজন্য $10 দিয়ে ইউজার হতে হবে ! ম্যাক্সিমাম সময় আমরা এগুলা সাইটে ঢুকে কিছু সময় নষ্ট করে, কাজ না সেরে বের হয়ে পড়ি 🙁
তো, আজকে থেকে টুকটাক log in একাউন্ট ছাড়াই পারবেন।
প্রথমে BugMeNot এ ঢুকুন। এরপর আপনি যেই ওয়েবসাইটে log in করতে চান ওইটার লিঙ্ক ইন্সার্ট করুন।
ব্যস। কাজ শেষ 🙂
আপনাকে অনেক ইউজারনেইম-পাসওয়ার্ড সাজেশন দেওয়া হবে। সেই সাথে ওইটার সাক্সেস রেটও পাবেন 🙂 বলে রাখি, সচরাচর ইউজ করা সব সাইটই মোটামুটি পাবেন। ১০০% তো পাওয়া সম্ভব না 🙂
Add-on:: এটা ব্যবহার করে দেখতে পারেন। ডিরেক্ট লগিন করতে পারবেন। আমাকে পেতে পারেনঃ http://www.facebook.com/Galib.Shahriar.Mallik
আল্লাহ হাফেজ 🙂
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
sundor post. Tnx 4 shear.