আসসালামু-আলাইকুম,
ভাল আছেন আশাকরি। অনেকদিন পর আবার টিউন করতে ইচ্ছা হল। এবার নিয়ে আসলাম কিছু টিপস যা দিয়ে আরেকটু ইজি হবে আপনার ওয়েব ব্রাউজিং 🙂
ধরুন কোন একটা সাইট ভিজিট করছেন। ছোট্ট একটা ক্লিকে বন্ধ হয়ে গেল ট্যাবটা। এদিকে ভুলেও গেছেন কোন সাইটে ছিলেন :3
এই বিরক্তিকর সিচুয়েশন আমার প্রায় প্রতিদিনই হয় :p
যাই হোক, Ctrl + Shift + T প্রেস করলে আপনি হারানো ট্যাবটি ফিরে পাবেন 🙂
এটা কি সেই ইতিহাস এখন থাক। শুধু এটুকুই বলি, ক্যাশি ক্লিয়ার করলে আপনি আরেকটু ফাস্ট ব্রাউজিং করতে পারবেন। সময় সময় ব্রাউজার ল্যাগ করে। সেটাও কমে যাবে 🙂
ক্লিয়ার করতেঃ Ctrl + Shift + R চাপুন।
ধরুন URL কপি করবেন কিংবা অন্য কিছু। কি করেন তখন ? মাউস দিয়ে চেপে টেনে ধরে হাইলাইট করেন, এইতো ? :3
Ctrl + L প্রেস করে দেখতে পারেন 🙂
বারবার .com দেওয়া আমার কাছে ঝামেলা মনে হয়। কাজটা Ctrl + Enter চেপেও করা যায়।
যেমনঃ facebook লিখে Ctrl + Enter দিলে http://www.facebook.com এ ডিরেক্ট চলে যাবে 🙂
Ctrl + Tab চেপে দেখুন কি হয় ! :p
হ্যাঁ, ব্রাউজারকে নোটপ্যাড হিসেবে কাজ করতে চাইলে URL বক্সে এটা লিখে এন্টার করুন
data:text/html, <html contenteditable>
গুগল চালাতে গেলে বারবার google.com.bd চলে আসে ?
আপনি যদি এতে বিরক্ত হয়ে থাকেন, ট্রিকস টা হল google.com/ncr এ চলুন 🙂
যেই ওয়েবপেজটা ভিজিট করবেন, সেটা Dead দেখায় ?
okay !
https://archive.org/ এ চলুন এবং এখানে ওই সাইটের URL দিন। এরা ওয়েবপেজগুলা সেভ রাখে 🙂
আজ এই পর্যন্তই। আমাকে পেতে পারেনঃ facebook.com/Galib.Shahriar.Mallik -এ 🙂
আল্লাহ হাফেজ 🙂
আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
Thanks