সাবটাইটেল ডাউনলোডের সবচেয়ে সহজ​, দ্রুততম এবং পেইনলেস প্রসেস (EasySub) (New Version Released)

এর আগে আমার তৈরী EasySub নিয়ে একটি টিউন লিখেছিলাম। আজকে আরো একটি ফিচার যুক্ত করে আবার আপলোড দিলাম। যাদের দরকার তারা ডাউনলোড করে নিবেন।

নতুন ফিচারঃ Download the Subtitle with maxium rating

যারা আগের টিউনটি দেখেননি, তাদের জন্যঃ EasySub একটি ছোট্ট টুল যার সাহায্যে আপনি আপনার মুভির জন্য ইংরেজী সাবটাইটেল দ্রুত (মাত্র ২-৩ ক্লিকে) এবং অনায়াসে ডাউনলোড করতে পারবেন। কোন ওয়েবসাইট ভিজিটের দরকার হবে না, বা এটাও জানার দরকার হবে না যে আপনার মুভির নাম কী!! সাবটাইটেল রান করার জন্য যা যা করা লাগে তা এই টুলস সব স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। এর সুবিধাগুলি হলঃ

১। EasySub নাম ধরে না, বরং ফাইল আইডেন্টিফাই করে সাবটাইটেল সার্চ করে। কাজেই ফাইলের নামের জায়গায় যদি আপনার নাম লেখা থাকে, তবুও আপনাকে সঠিক সাবটাইটেলই এনে দেবে।

২। প্রাপ্ত সাবটাইটেলের মধ্যে যেটার rating সবচেয়ে বেশি, সেই সাবটাইটেল টি ডাউনলোড করে, ফলে কোয়ালিটি নিশ্চিত হয়। (নতুন ফিচার)

৩। আপনার মুভিটি Blu Ray Rip, নাকি WebRip, নাকি TC Rip তা জানার কোন দরকার নাই। পাশাপাশি মুভিটি YIFY, ETRG নাকি 720p, 1080p এর এসবও জানার দরকার নাই।

৪। সাবটাইটেল ডাউনলোড হয়ে অটোমেটিক মুভি ফোল্ডারে চলে যাবে এবং প্রয়োজনমতো রিনেম হবে। যাতে যেকোন প্লেয়ারেই সাবটাইটেল ফাইলকে সঠিকভাবে চিনতে পারে।

৫। একসাথে একাধিক মুভির সাবটাইটেল ডাউনলোড করতে পারবেন। আমি Game of Thrones সিরিজের ২০ পর্বের সাবটাইটেল মাত্র ১ মিনিটে ডাউনলোড করেছি। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রচুর সময় বাচবে আপনার।

৬। খুবই ইউজার ফ্রেন্ডলি আচরন, কোন জটিলতা নেই।

যেভাবে ব্যবহার করবেনঃ

১। প্রথমে নিচের দেয়া লিঙ্ক হতে ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন আপনার পছন্দমত জায়গায়।

২। http://www.opensubtitles.org/en/newuser লিঙ্কে গিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এটি গুরুত্বপূর্ণ ধাপ। একাউন্ট ছাড়াও কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে সবসময় কাজ করবে না, কারন একটা লিমিট থাকবে।

৩। এবার এক্সট্রাক্ট করা ফোল্ডারে Login.txt ফাইল খুলে প্রাপ্ত username ও password দিয়ে সেভ করে বেরিয়ে আসুন। যদি একাউন্ট না খুলেন তাহলে এটি করার কোন দরকার নেই। যা আছে তা-ই থাকবে। মনে রাখবেন, একাউণ্ট খোলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

৪। এরপর EasySub.exe ফাইল খুললে আপনার মুভি ফাইল লোকেশন চাওয়া হবে, জাস্ট লোকেশন দেখিয়ে দিন, ব্যাস কাজ শেষ।

ডাউনলোড লিঙ্কঃ Google Drive (5 MB)

কেমন লাগল জানাবেন। ধন্যবাদ।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাদমান ভাই আপনি বাংলা সাব ব্যবহার সম্পর্কে এই লাইনগুলিতে (মুভি দেখে না এমন মানুষের সংখ্যা খুব কম, আর সাবটাইটেল যে একটি অপরিহার্য বিষয় সেটি সবারই জানা। বিভিন্ন ওয়েবসাইট যেমন subscene, opensubtitle থেকে সাবটাইটেল ডাউনলোড করা যায়। কিন্তু প্রথমে সঠিক ফাইলটি পছন্দ করা লাগে, তারপর আনজিপ করা লাগে, এরপর মুভি ফোল্ডারে নিয়ে গিয়ে সাবটাইটেল রিনেম করে মুভির সাথে মিলানো লাগে, তারপর টেস্ট করে যদি দেখা যায় যে সাবটাইটেল মিলে গেছে, তাহলে কেল্লা ফতে, আর না হলে আবার সেই কষ্ট।) যা বলেছেন তা সম্পুর্ণ নিজের ভাষায় এই কথা উল্লেখ করতে ভুলে গেছেন। + আপনার টিউন ১০০% সঠিক না। যেকোনো সাইট থেকে যেভাবেই মুভি ডাউনলোড করা হোউক না কেনো { সায়মন এলেক্স } ভাই-এর মত সাব রিলিজ করলে তা সব পিসিতে সাপোর্ট করবে সব মুভিতে সাব মিলবে। আর নতুন কিছু সাব মেকারদের কারনে যারা HDRIP,HDCAMRIP এর সাব বানায় বা হিন্দি মুভি দেখে ডাব করে সাব করে HDRIP আর মুভির লিংক দেয় ব্লু-রে রিপ-এর তাদের সাব দেখতে গেলেই আপনার কথা সত্যি হবে তা না হলে আপনার কথা সম্পূর্ণ ভুল। তো এসব কথা আপনি বাদ দিয়ে কেনো পোস্ট করেছেন জাতির প্রশ্ন আপনার কাছে কেননা আমার জানা সত্তে আপনিও একজন ভালো সাব নির্মাতা। উত্তরের অপেক্ষায় রইলাম।

    প্রথমত, আমি সাব টাইটেল বানাই না, আমার খায়ে দায়ে আরো অনেক কাম আছে, তাই সাবটাইটেল বানানোর সময় নাই। কি বিষয়ে পোস্ট করছি সেইটা দেখে কথা বলবেন।
    দ্বিতীয়ত, সাবটাইটেল সম্পর্কে আরো ভাল জ্ঞান অর্জন করে কথা বলতে আসবেন সেই আশা করি। একটি সাবটাইটেল যদি সব মুভিতে সাপোর্ট করত তাহলে সাবটাইটেল ডাউনলোডের ওয়েবসাইতে YIFY, ETRG এর জন্য আলাদা সাবটাইটেল থাকত না।

    সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সাবটাইটেল ম্যাচিং যদি একটা পেইনলেস প্রসেস হত তাহলে Movie File Hash Checking API থাকত না, আপনার সায়মন এলেক্স ভাই সব একাই করে ফেলত। আমি প্রোগ্রামিং করে একটা সফটওয়্যার বানাইছি, কাজেই আপনার কাছ থেকে জ্ঞান নেয়ার দরকার নাই আশা করি। সর্বশেষ, কোন জাতিই আমার উত্তরের অপেক্ষা করতিছে না (আপনি ছাড়া), কারন আমি জানি টেকটিউনসে জ্ঞানী মানুষের সংখ্যা বেশি।

আপনার কি মনে হয় আপনি অনেক জ্ঞানী? যদি তাই হয় টিম ভিউ বা আপনার FB ID দেন আমি আপনার এই কথারঃ ( একটি সাবটাইটেল যদি সব মুভিতে সাপোর্ট করত তাহলে সাবটাইটেল ডাউনলোডের ওয়েবসাইতে YIFY, ETRG এর জন্য আলাদা সাবটাইটেল থাকত না।) প্রমাণ দিয়ে দেই আপনি রং।ভিডিও সহ কেমনে সব সাব যেকোনো মুভিতে সাপোর্ট করাতে হয়। তার পর কথা বলবেন।

তিনি একটা জিনিস বানাইছেন তার জন্য তাকে ধন্যবাদ এবং উৎসাহ দেন । অযথা বিতর্কে যাওয়ার দরকার কি ?

    জ্যামি ভাই আমি এইবার আপনার সাথে ১মত যে সাদমান ভাই ১টা সফট বানিয়েছেন যেটা অনেক ভালো কাজ। কিন্তু পোস্ট-এ উনি যেইভাবে মুভির সাথে সাব মিলানোর কথা উপস্থাপনা করেছেন তা ১০০% সঠিক না। আমি শুধু উনার কথাটাকে নিয়ে কমেন্ট করেছি। তবে উনার কাজ সম্পর্কে আমি উনাকে সন্মান জানাই। সাদমান ভাই বলেছেন ( একটি সাবটাইটেল যদি সব মুভিতে সাপোর্ট করত তাহলে সাবটাইটেল ডাউনলোডের ওয়েবসাইতে YIFY, ETRG এর জন্য আলাদা সাবটাইটেল থাকত না। ) কিন্তু আমি প্রুফ দেওয়ার জন্য লিংক দিলাম { Suicide Squad 2016 এর সাব-এর লিঙ্কঃ https://subscene.com/subtitles/suicide-squad/english/1454958 } এখানে সাব ক্রিয়েটর প্রুফ দিয়েছে কোন কোন ওয়েব সাইটের মুভি প্রিন্ট-এর সাথে তার তৈরি করা সাবটি সাব মিলবে। (Suicide.Squad.2016.EXTENDED.720p.BRRip.x264.AAC-ETRG
    Suicide.Squad.2016.EXTENDED.720p.BluRay.x264-SPARKS
    Suicide.Squad.2016.EXTENDED.1080p.BluRay.x264-SPARKS
    Suicide.Squad.2016.EXTENDED.720p.BluRay.H264.AAC-RARBG
    Suicide.Squad.2016.EXTENDED.1080p.BluRay.H264.AAC-RARBG
    Suicide.Squad.2016.EXTENDED.720p.BluRay.x264.ShAaNiG
    Suicide.Squad.2016.EXTENDED.720p.BRRip.x264-MkvCage
    Suicide.Squad.2016.EXTENDED.BluRay.720p.x264.Ganool
    Suicide.Squad.2016.EXTENDED.BRRip.XViD-ETRG + EVO
    Suicide.Squad.2016.EXTENDED.BDRip.x264-SPARKS + YTS.AG) এখন কথা হল তার (সাদমান ভাইয়ের) কথা যদি মেনে নেই তাহলে সাব ক্রিয়েটর কিভাবে এমন সাব বানালো যে, সেই সাব এই সমস্ত সাইটের মুভির সাথেই মিলবে?

      (পুরো কমেন্ট মনোযোগ সহকারে দুইবার পড়ুন)
      হ্যাঁ একটী সাব অনেক রিলিজেই সাপোর্ট করে, এবং আপনি নিজেই তার একটা লিস্ট দিয়ে দিছেন যে, কোন কোন রিলিজে উক্ত সাবটি সাপোর্ট করবে। অথচ আপনি বলেছেন, সাব সঠিকভাবে বানালে নাকি সব মুভিতেই সাপোর্ট করে। এখন আপনি নিজের কাছে প্রশ্ন করেন, যদি আপনার উদাহরনের সাবটি সব মুভিতেএই কাজ করত তাহলে ওখানে শুধু BRRIP আর BDRIP এর লিস্ট দেয়া কেন? আর এঙ্কোডারের মধ্যে শুধু Ganool, SPARKS, RARBG এর লিস্ট কেন? এঙ্কোডার তো আরো অনেক আছে। যদি আপনার ফাইলটি BRRIP বা BDRIP না হয়ে WEBRIP হয় এবং Extended version না হয় তখন কি করবেন? আর আপনার মুভি ফাইলে যদি Suicide.Squad.720p.EXTENDED.RARBG.mkv না লিখে যদি জাস্ট Suicide Squad.mkv লেখা থাকে তখন ক্যামনে বুঝবেন এইটা BRRIP কিনা, Extended কিনা, Censored/Uncensored কিনা, RARBG নাকি ETRG
      আপনি যদি অযথা বিতর্ক সৃষ্টী না করে আমার সফট ইউজ করতেন, তাহলে বুঝতেন আপনাকে নূন্যতম পরিশ্রমও করতে হত না, জাস্ট ফাইল দেখায় দিলে সফটটী একাই সব কাজ করত। এখন আপনি যদি নিজের জীবনকে সহজ করা বাদ দিয়ে কঠিন করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।

      সর্বশেষ বলে রাখি, আপনি যেহেতু সাবটাইটেল বিশেষজ্ঞ সেহেতু opensubtitles.org এর নাম শুনেছেন নিশ্চয়ই। এরা সাবটাইটেল ডাউনলোড সহজ করার জন্য hash check api বের করে, যার মাধ্যমে যে কোন প্রোগ্রামার চাইলেই সফটওয়্যার বানাইতে পারে। api সম্পর্কে না জানলে গুগল করেন। এই api এর কাজ হচ্ছে ফাইল আইডেন্টীফাই করে সাবটাইটেল খোজা, আমি সেটাই এখানে ইউজ করেছি। এরকম আরো কয়েকটা সফটওয়্যার আছে, আমার জানামতে। তবে সেগুলা ফ্রি না বা আমারটার মত এতটা সহজ না। এখন আমি না হয় কিছুই বুঝি না, গাধার বাচ্চা। কিন্তু আপনি তো অন্তত এটা বিশ্বাস করবেন, opensubtitles database এর যারা মালিক তারা প্রয়োজনের কারনেই এই api বানাইছে। ধন্যবাদ…
      আপনি আমার সফট ইউজ করিয়েন না ভাই, কোন দরকার নাই। আমি তো কিছুই বুঝি না। আমার সফট কেন ইউজ করবেন?

        সাদমান ভাই আমি আপনার পোস্ট ভালো করে পড়েছি। আপনি আমার ১ম কমেন্ট পড়ুন। আমি আপনার একটি লাইনের জন্য মন্তব্য জানিয়েছি তার মানে এই নয় আমি আপনার পোস্ট-এর বিরুদ্ধে কিছু বলেছি। ১ম কমেন্ট-এ আমি আপনার এই কথাটির ( প্রথমে সঠিক ফাইলটি পছন্দ করা লাগে, তারপর আনজিপ করা লাগে, এরপর মুভি ফোল্ডারে নিয়ে গিয়ে সাবটাইটেল রিনেম করে মুভির সাথে মিলানো লাগে, তারপর টেস্ট করে যদি দেখা যায় যে সাবটাইটেল মিলে গেছে, তাহলে কেল্লা ফতে, আর না হলে আবার সেই কষ্ট ) জন্য আপনাকে বলেছি আপনার কথাটি ১০০% সত্যি না। আপনার পোস্ট নতুনদের জন্য (যারা মুভি জগতে নতুন) তাদের জন্য ওকে বাট যারা মুভি দেখে অভ্যস্ত তাদের ব্যপারে রং। সেই জন্য আপনার উচিত ছিল আপনার (মন্তব্যটি নিজের ভাষায় প্রকাশ করলাম) এই কথাটি উপস্থাপন করা। আর আপনি গালাগাল দিলে আমাকে দেন সমস্যা নেই কেননা আমি আপনার পোস্ট-এ মন্তব্য করেছি তাই বলে আমি আপনাকে বলব না + বলার অধিকার নেই আপনাকে গাল দেয়া।

          আপনি কমেন্ট-এ আরো বলেছেন ( একটি সাবটাইটেল যদি সব মুভিতে সাপোর্ট করত তাহলে সাবটাইটেল ডাউনলোডের ওয়েবসাইতে YIFY, ETRG এর জন্য আলাদা সাবটাইটেল থাকত না। ) এখনে আমি আপনার কথাটির কতটুকু যুক্তি আছে তার প্রুফ দিয়েছি সে যেঁই প্রিন্ট-এর সাব হোউক না কেনো। কিন্তু আপনার পরের কমেন্ট-এ আপনি যা বলেছেন ( যদি আপনার ফাইলটি BRRIP বা BDRIP না হয়ে WEBRIP হয় এবং Extended version না হয় তখন কি করবেন? ) তা আমি আমার ১ম কমেন্ট-এ উল্লেখ করে দিয়েছি জাস্ট আমার ১ম কমেন্ট আপনি মনোযোগ দিয়ে না পরায় আমার উত্তরই আমাকে ফেরত দিলেন? o.O o.O

          আপনার ভাষ্যমতে, যারা মুভি দেখে অভ্যস্ত তাদের ক্ষেত্রে নাকি আমি ভুল। সেক্ষেত্রর আবার পুনরাবৃত্তি করব, নিজের জীবন সহজ না কঠিন করবেন সেটা আপনার ব্যাপার। মোবাইলের যুগে চিঠি পাঠায়ে যোগাযোগ করতে চাইলে সেটা আপনার ব্যাপার। যদি তাই হত, তাহলে আমার হাজারো পরিচিত যেসব মুভিখোর আছে কারোরই এই সফট ভাল লাগত না। অথচ এই সফট পেয়ে তারা সবাই খুশি।
          ভাল না লাগলে গঠনমূলক সমালোচনা করবেন, “আপনি ভুল, আপনি অমুক” এসব কথা বলবেন না। পোস্ট সফট নিয়ে, সেইটা কেমন লাগছে তা জানালেই হবে, বাক্য নিয়ে গবেষনা করার দরকার নাই। সফট নিয়ে কিছু বলার থাকলে বলতে পারেন রিপ্লাই পাবেন, নঅঅতুবা এখানেই শেষ

Level New

আমি “জাকির হোসাইন” ভাই এর সাথে ১০০% একমত।

আপনার এবারের কমেন্ট সঠিক সেটা আমি আগেও বলেছি যে, আপনার তৈরি করা সফট অনেক কাজের। যাই হোউক আপনার রিপ্লাই পেয়েও আমার ভালো লেগেছে আর আমিও আপনাকে অনেক হার্ট করে ফেলেছি যা আমার উচিত হয় নি। (যারা মুভি দেখে অভ্যস্ত তাদের ক্ষেত্রে নাকি আমি ভুল) আমি তা বুঝতে চাই নি তাও আপনি যেহেতু তাই ভেবেছেন সেক্ষেত্রেও আমি সরি জানাচ্ছি। আর আপনার মত আমিও মনে করছি এ বিষয় নিয়ে আর সামনে এগোনো ভালো কিছু ফল হবে না।

“File Not Found” on Google Drive.
দয়া করে New version টা আবার upload দিন।