এর আগে আমার তৈরী EasySub নিয়ে একটি টিউন লিখেছিলাম। আজকে আরো একটি ফিচার যুক্ত করে আবার আপলোড দিলাম। যাদের দরকার তারা ডাউনলোড করে নিবেন।
নতুন ফিচারঃ Download the Subtitle with maxium rating
যারা আগের টিউনটি দেখেননি, তাদের জন্যঃ EasySub একটি ছোট্ট টুল যার সাহায্যে আপনি আপনার মুভির জন্য ইংরেজী সাবটাইটেল দ্রুত (মাত্র ২-৩ ক্লিকে) এবং অনায়াসে ডাউনলোড করতে পারবেন। কোন ওয়েবসাইট ভিজিটের দরকার হবে না, বা এটাও জানার দরকার হবে না যে আপনার মুভির নাম কী!! সাবটাইটেল রান করার জন্য যা যা করা লাগে তা এই টুলস সব স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। এর সুবিধাগুলি হলঃ
১। EasySub নাম ধরে না, বরং ফাইল আইডেন্টিফাই করে সাবটাইটেল সার্চ করে। কাজেই ফাইলের নামের জায়গায় যদি আপনার নাম লেখা থাকে, তবুও আপনাকে সঠিক সাবটাইটেলই এনে দেবে।
২। প্রাপ্ত সাবটাইটেলের মধ্যে যেটার rating সবচেয়ে বেশি, সেই সাবটাইটেল টি ডাউনলোড করে, ফলে কোয়ালিটি নিশ্চিত হয়। (নতুন ফিচার)
৩। আপনার মুভিটি Blu Ray Rip, নাকি WebRip, নাকি TC Rip তা জানার কোন দরকার নাই। পাশাপাশি মুভিটি YIFY, ETRG নাকি 720p, 1080p এর এসবও জানার দরকার নাই।
৪। সাবটাইটেল ডাউনলোড হয়ে অটোমেটিক মুভি ফোল্ডারে চলে যাবে এবং প্রয়োজনমতো রিনেম হবে। যাতে যেকোন প্লেয়ারেই সাবটাইটেল ফাইলকে সঠিকভাবে চিনতে পারে।
৫। একসাথে একাধিক মুভির সাবটাইটেল ডাউনলোড করতে পারবেন। আমি Game of Thrones সিরিজের ২০ পর্বের সাবটাইটেল মাত্র ১ মিনিটে ডাউনলোড করেছি। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রচুর সময় বাচবে আপনার।
৬। খুবই ইউজার ফ্রেন্ডলি আচরন, কোন জটিলতা নেই।
যেভাবে ব্যবহার করবেনঃ
১। প্রথমে নিচের দেয়া লিঙ্ক হতে ফাইলটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন আপনার পছন্দমত জায়গায়।
২। http://www.opensubtitles.org/en/newuser লিঙ্কে গিয়ে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এটি গুরুত্বপূর্ণ ধাপ। একাউন্ট ছাড়াও কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে সবসময় কাজ করবে না, কারন একটা লিমিট থাকবে।
৩। এবার এক্সট্রাক্ট করা ফোল্ডারে Login.txt ফাইল খুলে প্রাপ্ত username ও password দিয়ে সেভ করে বেরিয়ে আসুন। যদি একাউন্ট না খুলেন তাহলে এটি করার কোন দরকার নেই। যা আছে তা-ই থাকবে। মনে রাখবেন, একাউণ্ট খোলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
৪। এরপর EasySub.exe ফাইল খুললে আপনার মুভি ফাইল লোকেশন চাওয়া হবে, জাস্ট লোকেশন দেখিয়ে দিন, ব্যাস কাজ শেষ।
ডাউনলোড লিঙ্কঃ Google Drive (5 MB)
কেমন লাগল জানাবেন। ধন্যবাদ।
আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাদমান ভাই আপনি বাংলা সাব ব্যবহার সম্পর্কে এই লাইনগুলিতে (মুভি দেখে না এমন মানুষের সংখ্যা খুব কম, আর সাবটাইটেল যে একটি অপরিহার্য বিষয় সেটি সবারই জানা। বিভিন্ন ওয়েবসাইট যেমন subscene, opensubtitle থেকে সাবটাইটেল ডাউনলোড করা যায়। কিন্তু প্রথমে সঠিক ফাইলটি পছন্দ করা লাগে, তারপর আনজিপ করা লাগে, এরপর মুভি ফোল্ডারে নিয়ে গিয়ে সাবটাইটেল রিনেম করে মুভির সাথে মিলানো লাগে, তারপর টেস্ট করে যদি দেখা যায় যে সাবটাইটেল মিলে গেছে, তাহলে কেল্লা ফতে, আর না হলে আবার সেই কষ্ট।) যা বলেছেন তা সম্পুর্ণ নিজের ভাষায় এই কথা উল্লেখ করতে ভুলে গেছেন। + আপনার টিউন ১০০% সঠিক না। যেকোনো সাইট থেকে যেভাবেই মুভি ডাউনলোড করা হোউক না কেনো { সায়মন এলেক্স } ভাই-এর মত সাব রিলিজ করলে তা সব পিসিতে সাপোর্ট করবে সব মুভিতে সাব মিলবে। আর নতুন কিছু সাব মেকারদের কারনে যারা HDRIP,HDCAMRIP এর সাব বানায় বা হিন্দি মুভি দেখে ডাব করে সাব করে HDRIP আর মুভির লিংক দেয় ব্লু-রে রিপ-এর তাদের সাব দেখতে গেলেই আপনার কথা সত্যি হবে তা না হলে আপনার কথা সম্পূর্ণ ভুল। তো এসব কথা আপনি বাদ দিয়ে কেনো পোস্ট করেছেন জাতির প্রশ্ন আপনার কাছে কেননা আমার জানা সত্তে আপনিও একজন ভালো সাব নির্মাতা। উত্তরের অপেক্ষায় রইলাম।