মোবাইল ২ মোবাইল ভয়েস/ ভিডিও কল করুন একদম ফ্রী যে কোন দেশে

এই টিউন টি যারা জানেন তাদের জন্য নয় । যারা জানেনা তাদের জন্য । আর এই টিউনে জা বলব তার কিছুই আমার নিজের থেকে নয় সব টুকুই আমি পেয়েছি এই techtuner ই একজন টিউনার FEROJ ALAM ভাইয়ের কাছ থেকে সুতরাং সব কৃতিত্ব তার।

আমরা সবাই কম বেশি কম্পিউটার ২ কম্পিউটার ফোন করে থাকি SKYPE কিংবা yahoo messenger ব্যবহার করে ।

কিন্তু সব সময় তোঁ আর কম্পিউটার এর সামনে বসে থাকা যায় না কিংবা ধরেন বিদেশে আপনার পরিবারের কোন সদস্য থাকে তার সাথে আপনি ইচ্ছা করলেই যখন তখন কল করতে পারবেন না । কারন বাংলাদেশ থেকে ফোন করতে গেলে কয়েকটা দেশ বাদে সব দেশেই অনেক বেশি টাকা কাটে বিশেষ করে আমাদের দেশ থেকে বেশির ভাগ লুকই থাকে মদ্ধপ্রাচ্ছে আর মদ্ধপ্রাচ্ছের কোন দেশে কথা বলতে গেলেই কমপক্ষে ২০ টাকা মিনিটে গুনতে হয় কিন্তু আপনি একসাথে কিছু টাকা খরছ করলেই অনেক কম মুল্যে হাজার মিনিট  কথা বলতে পারবেন প্রতি মাসে ।

আমি এতক্ষণ যে জিনিসটার কথা বলতে চাইতেছি তা হল মোবাইলের ১টি application যার নাম FRING  এই দারা কল করলে এত ক্লিয়ার হয় যে তা গ্রামীন ফোন কেও হার মানিয়ে যাবে । আর সবচেয়ে আনন্দের বিষয় হল ইন্টারনেট স্পীড অনেক কম থাকলেও এটি দিয়ে কল করা যায় আপনার ইন্টারনেট স্পীড মাত্র ৫ Kbps থাকলেই আপনি কথা বলতে পারবেন জা কিনা অন্য কোন software দারা সম্ভব নয় । আর সবচেয়ে মজার বেপার হল এটি দিয়ে কল করলে bandwith অনেক কম খরছ হয় ১ মেগাবাইট হলে আপনি প্রায় ৫/৬ মিনিট কথা বলতে পারবেন অর্থাৎ প্রতি ঘণ্টায় আপনার খরচ হবে মাত্র ১০ মেগাবাইট আর যদি আপনি ১ জিবি প্যাকেজ নেন তাহলে মাসে আপনি প্রায় ৫/৬ হাজার মিনিট ভয়েস কল করতে পারবেন । তাহলে একবার ভাবুন এত কম মুল্যে আপনাকে এত কথা বলার সুজুগ কে দিবে । আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে সবাইকে অনুরুধ করব মাত্র একবার ট্রাই করে দেখেন । তখন আপনি নিজেই অবাক হয়ে জাবেন । আমি নিজে এর ভুক্তভুগি তাই আমি এটা আপনাদের মাঝে শেয়ার করলাম । আর ভিডিও কলের কথা আমি বললাম না কারন আমি ভিডিও কল করি নাই কারন আমার সেট দিয়ে ভিডিও কল করা যায়না । তোঁ এখনি রেডি হয়ে যান ফ্রী কল করার জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে যার যার সেটের উপজুগি ভার্সন তা DOWNLOAD করে ইন্সটল করে নিন । তারপর একটি ID বানিয়ে নিন ।

সফটওয়্যার টি simbian s60 সিরিজ সেটের জন্য যেমন নকিয়া n73/6120/ all E series .

LINK FOR DOWNLOAD

কল করার জন্য জা করতে হবে প্রথমে আপনার সেটে ফ্রিং চালু করুন এরপর net কানেকশন চাইবে নেট কানেকশন দিন এরপর ID password দিয়ে লগিন করুন সেখানে আপনার মোবাইল সেটের contact দেখতে পাবেন আপনি কারো ফ্রিং আই ডি add করার জন্য option এ যান নিচে Manage buddies  নামে ১ টি option পাবেন সেখানে ok করুন এবং দেখবেন আপনার সেটের ফোন contact দেখাচ্ছে এখানে মোবাইলের ডান দিকের নিচের কোনায় দেখবেন other লেখা আছে other সিলেক্ট করুন এবং সেখানে আপনার কাঙ্খিত ফ্রিং Id লেখুন এরপর add করুন দেখবেন আপনার কাঙ্খিত

Id টা add হয়ে গেছে সে যদি অনলাইনে থাকে তাহলে তার আই ডির ফ্রিং লোগো টা সবুজ দেখাবে তাকে কল করার জন্য তার নামের উপর এনে Send বাটন চাপুন দেখবেন কল হচ্ছে এবং আপনার মোবাইল এ টুট টুট সব্দ হচ্ছে ।

তাছাড়া এই ফ্রিং দারা yahoo/Msn live/ICQ/SIP Google talk/AIM/ Twitter ইত্যাদি চ্যাঁট করতে পারবেন এবং ইয়াহু ও google talk এ কল করতে পারবেন । এবং মোবাইল থেকে কম্পিউটার এ ইয়াহু কল করতে পারবেন।

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

video call bangladesh theke kora jayna.karon video call 2g network diye kora jayna.

    উনিতো নেটের মাধ্যমে কল করার কথা বলেছেন, তাই নেটওয়ার্ক কোন জেনারেশনের তার ওপর নির্ভর করে না

amar mone hoy apni internet notun ta na hole emon kotha bolten na karon skype diye ami ghontar por ghonta kotha bolechi jodi bangladesh e video call kora na jeto tahole ami korlam ki vabe.

৬ মাস ধরে ব্যবহার করছি। ভালো এপলিকেশন।

    apni vai manush beshi valo na etodin dhore eka eka moja lutsen amader bolen nai

    কি করুম ভাই, লেখালেখির চেয়ে অলসতা আমার ভেতর বেশি কাজ করে।

ফ্রিঞ্জে ভিডিও কল করতে কোন থ্রিজি লাগে না। তবে সমস্যা হল ইয়াহু বা স্কাইপের ইউজারের ধারে কাছেও এর ইউজার সংখ্যা নেই।

    are vai ki bolbo manush to valo vabe janei na fring er bepare ar manusher kotha ki bolbo ami nijei jenesi matro 15 din hobe. Ar sobai jodi nijeder blog e fring niye post kore tahole er grahok hote beshi din lagbe na

আমার ছোট বেলার সব বন্ধুরা এই software টা ব্যবহার করে । ইচ্ছা করলেই ওদের সাথে কথা বলতে পারি। খুব কাজের একটা সফটওয়্যার। thanks

{mobile post }Prothomo ja bollbo ta holo tumi ektu bariye bolco.ja sikhco tomar agroho theke sikhco.r tomar ektu vul ace seta hol yahoo dia call kora jai na sudu chat kora jay.gtalk dia pc theke mobile call kora jai.er maddome bd thekeo video call kora jay ami nije korci.tobe bd 2g 2.5g dia call kora jai na.tobe jader mobile wlan ace tara wifi dia connect kore video kora jay.

আপনাকে অনেক ধন্যবাদ, আমি কি এটি পিসি তে ইউচ করতে পারব?

    na vaiya eta PC te use korar moto kuno version nei

Level 0

Eta ekta khub e bhalo software. ami 4 months eta use korsi karon ami desher baire aasi. Bashay ekta Nokia E75 set a GP 1gb er connection neya aase r daily 1 hr kotha bolar por o month seshe 300 mb er beshi khoros hoy na. Darun ekta software. Thanks 4 the post.

Level 0

prio te rakhlam.aro valo valo comment korben asa kori.

Level 0

Hi bro. Apni ki amake bolte paren j kono vabe pc theke Bangladesh ar kono mobile a free call kora jai kina?

apnar kotha ami thik bojlam na apni kontar kotha bolsen computar theke sorasori mobile number e naki kono mesenger use kore .
Tarporeo ami 2 ta upay bole dei prothom ta holo apni jodi direct cmputar theke 017xxx018xxxx ittadi number e phone korte chan tahole ta somvob na kinto ekta upay ase holo apni facebook e giye sonephohe theke 2/3 call korte parben othoba http://www.evaphone.com e registar kore apni protidin 1 min call korte parben.

Eta gelo prothom upay ap 2 no. Upay holo apni nimbuzz use kore PC THEKE mobile e yahoo call korte parben ei jonno mobile e nimbuz setup diye nite hobe .ar computar e nimbuz na thakle o hobe sudhu yahoo mesenger open thaklei hobe.asha kori bujte peresen.

ভাই জাভা মোবাইলের জন্য কি কোন Software আছে।

Level New

প্রথমেই ধন্যবাদ! অত:পর নেট পাগল সপন ভাইয়ের কাছ থেকে নেটের অজানা পৃথিবী সম্পর্কে আরো তথ্যের অপেক্ষায় রইলাম। আবার ধন্যবাদ শেয়ার করার জন্য।

via amar nokia 2700 classic kaj korbe kena janaben?

Level 0

ভাই নোকিয়া 3110c সেটে কি ব্যবহার করা যাবে ?

Level 0

আমার Nokia 6300 তে কি কাজ করবে ? জানালে খুশি হতাম ।