অনলাইন থেকে আয়, আমি সফল আপনিও হবেন ইনশাল্লাহ পর্ব-৪ (বিষয়-ইয়াহু এ্যান্সার)

অনেক দিন পর আবারো ফিরে এলাম আপনাদের মাঝে মাইক্রোওয়ারর্কাস এর আরেকটি টিউন নিয়ে। সবাই ভাল আছেন নিশ্চয়ই। তো আর দেরি না করে ঝটপট পড়ে ফেলুন নিচের টিউনটি।

আমরা যারা মাইক্রোওয়ার্কারস এ কাজ করার উদ্দেশ্যে প্রবেশ করেছি তারা নিশ্চয়ই Yahoo answer শব্দটির সাথে পরিচিত। এই কাজটি সফলভাবে করতে পারলে আপনি পাবেন ২০-২৫ সেন্ট। তবে কাজের সঠিক প্রসেসিং জানা থাকলে কাজটি অত্যন্ত সহজে এবং অল্প সময়ে করতে সক্ষম হবেন। তবে অবশ্যই ইমপ্লোয়ারের চাহিদাকে পূরনের চেষ্টা করতে হবে সবসময়।

এবার আসুন কি চায় একজন ইমপ্লোয়ার?

এ ধরনের কাজে বেশিরভাগ ক্ষেত্রে একজন ইমপ্লোয়ার বলে যে, যিনি Yahoo answer এর কাজটি করবেন অবশ্যই তার একটি লেবেল টু সমৃদ্ধ আইডি থাকতে হবে। কেননা  Level 2 যুক্ত আইডি না হলে আপনি কখনই Dofollow লিংক ব্যবহার করতে পারেবেন না। এখানে ইমপ্লোয়ারের মূল উদ্দেশ্যই হচ্ছে Dofollow লিংক ব্যবহারের মাধ্যমে তার কোন সাইটের প্রচারনা চালানো। দ্বিতীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যেকোন বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দিতে হবে যেটি আপনি Yahoo answer এ গিয়ে সার্চ করলেই পাবেন। তৃতীয় যেটি চাইতে পারে সেটি হচ্ছে উত্তরটি অবশ্যই ২০-৩০ শব্দ কিংবা বায়ারের ইচ্ছানুযায়ী হতে পারে। তবে এটি খুব সহজেই একাউন্ট করতে পারবেন এমএস ওয়ার্ড সফটওয়্যার এর মাধ্যমে।

কিভাবে হবে Level 2?

Yahoo answer এর মধ্যে বেশ কিছু ভাগ আছে যার একেক ভাগের সুযোগ সুবিধা একেক রকম। এখানে যেহেতু Level 2 সম্পর্কে বলা হয়েছে আমরা সেটিই বোঝার চেষ্টা করব। এটি অনেকটা ছোট গেমসের মত। আপনি যখন এখানে কাজ শুরু করবেন অর্থাৎ প্রশ্নের উত্তর দেয়া শুরু করবেন তখন আপনাকে দেয়া হবে ১০০ পয়েন্ট আর প্রতিটি উত্তরে পাবেন ২ পয়েন্ট তবে প্রতিদিন উত্তর দিতে পারবেন সর্বোচ্চ ২০ টি। পাশাপাশি আপনি যদি কোন প্রশ্ন করেন তবে আপনার মোট পয়েন্ট থেকে কাটা যাবে ৫ পয়েন্ট। এখানে আমরা যেহেতু Level 2 করার চেষ্টা করব সেহেতু প্রথমে কোন প্রশ্ন করব না। কেননা মাত্র কয়েকদিন যদি এখানে প্রশ্নের উত্তর দেই তবেই আমাদের পয়েন্ট ২৫০ ওভার করবে এবং আমরা পাব আমাদের কাঙ্খিত সেই স্থান Level 2। ও হ্যাঁ, আরকটি কথা তো বলাই হয়নি কখনো যদি আপনার কোন উত্তর Best answer হিসেবে গ্রহনযোগ্য হয় তবে আপনি পাবেন বোনাস ১০ পয়েন্ট। এবার নিজেই ভাবুন লেবেল টু করা খুব বেশি কষ্টকর হবে কিনা।

Level 2 সমৃদ্ধ একটি একাউন্ট থাকলে খুব সহজেই আপনি উপার্জন করতে পারেন প্রতিনিয়ত কিছু অর্থ পাশাপাশি আপনার নিজের সাইটের জন্যও মার্কেটিং করতে পারেন একইভাবে। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন প্রশ্নের উত্তর অপ্রাসঙ্গিক কিংবা ঘন ঘন Dofollow লিংকের ব্যবহার না ঘটে। তা হলে গাইড লাইন অমান্য করার দায়ে আপনার একাউন্টটি হয়তো চিরদিনের জন্য বন্ধ করে দিবে Yahoo কতৃপক্ষ। যতটুকু জানি বলার চেষ্টা করেছি মাত্র এটুকু সঠিকভাবে অনুসরন করলে আপনিও মাইক্রোওয়ার্কারস থেকে আয় করতে পারবেন ইনশাল্লাহ।

মাইক্রোওয়ার্কারস সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

Level 0

আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আল-আমিন ভাই, মনে মনে এই রকম পোস্ট খুজছিলাম, যাক পেয়েই গেলাম, আপনাকেও ধন্যবাদ,

আরা যারা microworkers.com একেবারে নতুন যোগ দিয়েছেন তাদের জন্যে এই ব্লগে আছে ১২ টি পোস্ট, সময়-সুযোগ থাকলে, একবার ডু মারেন
http://earnerblogs.blogspot.com/2010/12/microworkerscom-operation-3-find-job.html

সাথে আরও দুইটি মাইক্র জব সাওটের আলোচনা।

    কি জন্য খুঁজছিলেন অনুমান করছি, জানি না সঠিক কিনা। যাই হোক কমেন্ট করার জন্য ধন্যবাদ।

    Level 0

    না না ভাই আপনার অনুমান ভুল, আমি আসলে এই পোস্টটি(Yahoo answer) খুজছিলাম অনেক দিন ধরে।

    microworkers valo kintu onek competition.ami microworkers er moto ekta site a kaj kori kom competition…http://u.bb/6dn

Level 0

গুড চালিয়ে যান।
আমি আর একটু যোগ করে দেই। একটি একাউন্ট দিয়ে প্রতিদিন লিংক দিয়ে এ্যান্সার দিলে একাউন্ট সাসপেন্ড হয়ে যায়। তাই ১০ টি একাউন্ট তৈরী করে রাখতে হয়। আর ক্লিকেবল লিংক সাবমিট করতে হলে আপনার একাউন্টের কমক্ষে ২৫০ পয়েন্ট থাকতে হবে। নতুন একাউন্টে পয়েন্ট থাকবে ১০০ বাকি ১৫০ পয়েন্ট প্রতিদিন ২৫টি করে ভোট দিতে হবে। ১ ভোটে ১ পয়েন্ট তহলে ৭ দিন পর ২৫০ পয়েন্ট হবে। তা্হলেই ক্লিকেবল লিংক সহ এ্যান্সার করা যাবে।
এখন শুধু এ্যান্সার করার পালা। এক্ষেত্রে ১ টি একাউন্ট দিয়ে প্রতিদিন ২টির বেশি এ্যান্সার করা যাবে না আর হ্যাঁ এ্যান্সার করার সময় অবশ্যই রিলেটেড এ্যান্সার হতে হবে। তা না হলে একাউন্ট সাসপেন্ড। আমার কতগুলো একাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তার হিসেবই নেই।
ধন্যবাদ, কিপ ইট আপ।

    বুলবুল ভাই আপনার কেন্টটি পেয়ে ভাল লাগছে। যদিও আপনার পোষ্টগুলোও বেশ সমৃদ্ধশালী। আপনার কমেন্ট আমার পোষ্টটিকে আরও বেশি গ্রহনযোগ্য করেছে। ধন্যবাদ।

    Level 0

    এই জিনিস টা আমার অজানা ছিল, অনেক ধন্যবাদ >> আল-আমিন এবং M H BULBUL

আমার লেবেল ২।আগে ৩ লেভেলওয়ালা একটা সাসপেন্ড হয়ে গেসে।

    ধন্যবাদ ভাই আপনাকে। সাসপেন্ড হয়েছে তো কি হয়েছে বুলবুল ভাইয়ের পরামর্শ অনুসরন করুন।

Level 0

অনলাইন আয় বিষয়ক বাংলা ব্লগ http://earnnews24.com

Level 0

Amar level 1.Ami jakhon kono link dai ta clickable hoy na.Oi link a click kora joy na.Ami ki korbo?

Level 0

Alertpay / paypal এর টাকা যদি কেউ ভাঙাতে চান অথবা অনলাইন আয় এর জন্য যোগাযোগ করবেন yahoo messanger [email protected]

ইয়াহু এ্যান্সার এর কিছু বিষয় আগে থেকেই জানাছিল । এখান থেকে আরো নতুন কিছু বিষয় জানলাম ধন্যবাদ লেখক কে।
আর নয় অপেক্ষা ৫ মিনিটে অনলাইন থেকে $ ইনকাম। সাইনআপ করুন এখান থেকে বিস্তারিত পাবেন এখানে