بسم الله الرحمن الرحيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি টেকটিউনস পরিবারের সকল সদস্য ভালো আছেন।আমি অনেক অসুস্থ্য ছিলাম এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি।
টেকটিউনসের সাথে অনেকদিন থেকেই আছি কিন্তু কখনো টিউন করা হয়নি। আজ প্রথম টিউন করছি।
আমি সঠিক জানিনা এই বিষয়ে আমার নিয়মে আগে কোন টিউন হইছে কিনা ? সার্স করে পেলাম না। অনেকে টিউন করেছে ব্লু স্ট্যাক হাবিজাবি এপ্স ইউজ করে কিন্তু আমি এখানে কোন এক্সট্রা সফটওয়্যার ইউজ করছিনা।যদি এই বিষয়ে টিউন হয়ে থাকে তাহলে যারা জানেনা তার অন্তত জানতে পারবে। আর যারা জানেন তারাতো জানেনই
যাইহোক কাজে চলে যাই।
ইন্টারনেট ডট অর্গ(ফ্রি ব্যাসিক) বাই ফেসবুক পৃথিবী ব্যাপী ফ্রি ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে বিশেষ করে দরিদ্র দেশ গুলুতে ফ্রি ইন্টারনেট সেবা পৌছানোই তাদের লক্ষ। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও ফ্রি ব্যাসিকের সেবাটি পৌছায়। ইতিমধ্যে রবি এবং গ্রামীণ গ্রাহকরা ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে প্রায় ৫০০ (পাঁচশ) টির ও বেশি ওয়েবসাইট ফ্রি ব্রাউজ করতে পারছেন। যদিও ফ্রি ব্যাসিকে অনেক আজেবাজে সাইট যোগ হয়েছে তারপরও এখানে রয়েছে অনেক প্রয়োজনিয় ওয়েব সাইট যা আমাদের নিত্য প্রয়োজন।
কিন্তু ফ্রি ব্যাসিক শুধু মাত্র মোবাইল বা ট্যাব থেকেই একসেস করা যায়। এখন আমরা জানব কিভাবে পিসি থেকে একসেস করব।
পিসিতে ফ্রি ব্যাসিক চালাতে আপনার যা কিছু প্রয়োজন
আমি ক্রোম ইউজার তাই সম্পুর্ন প্রক্রিয়াটি ক্রোমেই দেখালাম
এখন 0.internet.org ব্রাউজ করুন।
এখন আপনার ক্রোম ব্রাউজারটি হয়েগেছে এন্ড্রয়েড কিটক্যাট।আপনি এটাকে আইফোন বা উন্ডোজ ফোন ও বানাতে পারেন 😉
আগের অবস্থায় ফিরে যেতে চাইলে আবার User-Agent Switche এক্সটেনশনের আইকোনের উপর ক্লিক করুন >ক্রোমে ক্লিক করুন এরপর ডিফল্ট এ ক্লিক করুন ওকে আপনি পূর্বের অবস্থায় ফিরে আসেছেন।
টিউনে কোন ভুল থাকলে ধরিয়ে দিয়া সাহায্য করবেরন আর আবশ্যয় আপনার ভালোলাগা বা মন্দলাগা টিউনমেন্ট করবেরন।
টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি রাসেল আহম্মেদ রেজা। Founder, Aspirant IT, Joypurhat, Kalai। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি আসক্ত
সুন্দর পোস্ট করেছেন।