পিসি থেকে ইন্টারনেট ডট অর্গ(ফ্রি ব্যাসিক) চালান আপনার প্রিয় ব্রাউজার ক্রোম বা ফায়ার ফক্স থেকেই

                                                                                    بسم الله الرحمن الرحيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 

আশা করি টেকটিউনস পরিবারের সকল সদস্য ভালো আছেন।আমি অনেক অসুস্থ্য ছিলাম এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি।

টেকটিউনসের সাথে অনেকদিন থেকেই আছি কিন্তু কখনো টিউন করা হয়নি। আজ প্রথম টিউন করছি।

আমি সঠিক জানিনা এই বিষয়ে আমার নিয়মে আগে কোন টিউন হইছে কিনা ? সার্স করে পেলাম না। অনেকে টিউন করেছে ব্লু স্ট্যাক হাবিজাবি এপ্স ইউজ করে কিন্তু আমি এখানে কোন এক্সট্রা সফটওয়্যার ইউজ করছিনা।যদি এই বিষয়ে টিউন হয়ে থাকে তাহলে যারা জানেনা তার অন্তত জানতে পারবে। আর যারা জানেন তারাতো জানেনই

 

যাইহোক কাজে চলে যাই। 

ইন্টারনেট ডট অর্গ(ফ্রি ব্যাসিক) বাই ফেসবুক পৃথিবী ব্যাপী ফ্রি ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে বিশেষ করে দরিদ্র দেশ গুলুতে ফ্রি ইন্টারনেট সেবা পৌছানোই তাদের লক্ষ। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও ফ্রি ব্যাসিকের সেবাটি পৌছায়। ইতিমধ্যে রবি এবং গ্রামীণ গ্রাহকরা ইন্টারনেট ডট অর্গের মাধ্যমে প্রায় ৫০০ (পাঁচশ) টির ও বেশি ওয়েবসাইট ফ্রি ব্রাউজ করতে পারছেন। যদিও ফ্রি ব্যাসিকে অনেক আজেবাজে সাইট যোগ হয়েছে তারপরও এখানে রয়েছে অনেক প্রয়োজনিয় ওয়েব সাইট যা আমাদের নিত্য প্রয়োজন।

কিন্তু ফ্রি ব্যাসিক শুধু মাত্র মোবাইল বা ট্যাব থেকেই একসেস করা যায়। এখন আমরা জানব কিভাবে পিসি থেকে একসেস করব।

  • পিসিতে ইন্টারনেট ডট অর্গ যাদের প্রয়োজন
  • ১। যারা আমার মতো ডায়েল আপ কানেকশন এ লিমিটেড ইন্টারনেট ইউজ করে।
  • ২। যারা নিজের লিমিটেড ইন্টারনেটের বাচাতে চায়।
  • ৩।বেশির ভাগ সময় যাদের পিসিতে কাটাতে হয়।
  • ৪।এম বি না থাকা যাদের নিত্য সমস্যা।
  • ৫।যাদের নেট ইউজ করার জন্য ভালো ফোন নেই।
  • ইত্যাদি কারনে আপনি পিসিতে ফ্রি ব্যাসিক চালাতে পারেন

পিসিতে ফ্রি ব্যাসিক চালাতে আপনার যা কিছু প্রয়োজন

  • ১।ক্রোম বা ফায়ার ফক্স ব্রাউজার (লেটেস্ট হলে ভালো)
  • ২।জিপি বা রবি সিম কার্ড দ্বারা ইন্টারনেট কানেকশন
  • ৩।এবং একটি বাউজার এক্সটেনশ

আমি ক্রোম ইউজার তাই সম্পুর্ন প্রক্রিয়াটি ক্রোমেই দেখালাম 

  1. ক্রোম ব্রাউজার ওপেন করে সেটিংস>এক্সটেনশন>গেট মোর এক্সটেনশন এ যান অথবা এই এড্রেসে যান https://chrome.google.com/webstore/category/extensions?hl=en-US
  2. উপরের চিত্রের মতো সার্চ বারে User-Agent Switcher লিখে সার্চ করুন এবং User-Agent Switcher for chrome এক্সটেনশনটি ব্রাউজারে এড করুন এবং এনাবল করুন।
  3. এক্সটেনশনটি এনাবল করার পর আপনার ব্রাউজারের এড্রেস বারের ডান কোনায় এইটি চশমার মতো আইকোন দেখতে পাবেন এটাই User-Agent Switche এক্সটেনশন। আইকোনের উপর ক্লিক করুন তারপর ios/android বা windows phone সিলেক্ট করে দিন। আমি এন্ড্রয়েড সিলেক্ট করছি।আপনি যদি এন্ড্রয়েড সিলেক্ট করে থাকেন তাহলে এর পর android kitkat সিলেক্ট করুন।ওকে আপনি সফলভাবে এক্সটেনশনটা এনাবল করেছেন।

 

এখন 0.internet.org ব্রাউজ করুন।

 

এখন আপনার ক্রোম ব্রাউজারটি হয়েগেছে এন্ড্রয়েড কিটক্যাট।আপনি এটাকে আইফোন বা উন্ডোজ ফোন ও বানাতে পারেন  😉

আগের অবস্থায় ফিরে যেতে চাইলে আবার User-Agent Switche এক্সটেনশনের আইকোনের উপর ক্লিক করুন >ক্রোমে ক্লিক করুন এরপর ডিফল্ট এ ক্লিক করুন ওকে আপনি পূর্বের অবস্থায় ফিরে আসেছেন।

 

টিউনে কোন ভুল থাকলে ধরিয়ে দিয়া সাহায্য করবেরন আর আবশ্যয় আপনার ভালোলাগা বা মন্দলাগা টিউনমেন্ট করবেরন।

 

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 

 

Level 0

আমি রাসেল আহম্মেদ রেজা। Founder, Aspirant IT, Joypurhat, Kalai। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি আসক্ত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট করেছেন।

    আমার প্রথম টিউনে প্রথম টিউনমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ @এম কে সাহা

ধন্যবাদ আপনাকেও।

Level New

টিউনটা সুনদর হয়েছে।এরকম টিউন আরও চায়।ধন্যবাদ

    জেনে ভালো লাগল যে টিউনটা আপনার ভালো লেগেছে। পাশে থাকুন অবশ্যয় ভালো কিছু জানানোর চেষ্টা করব ।আপনাকেও ধন্যবাদ
    @tomiz

fb এর ছবি দেখা যাবে ? নাকি ওর জন্য আলাদা ডাটা চার্জ দিতে হবে ??

যোগাযোগ করুন +8801626-58-43-40
যুক্ত হওয়ার জন্য।