সত্যি অনেক দিন পর techtunes আমাদের মাঝে ফিরে আসোলো । আমি techtunes এ নতুন তবুও যেন একদিন বন্ধুদের সাথে কিছু সিয়ার না করলে ভালই লাগে না । যায়হোক আগেই আমি কিছু পোষ্ট করেছি এটা একটু দেখুন ,না দেখলে এখন যে পোষ্ট করব এটা বুঝতে পারবেন না । দয়াকরে এটা একবার দেখুন । https://www.techtunes.io/open-source/tune-id/46456/
দেখেছেন তো।
এখন মূল আলোচনায় আসি । আমি neobux থেকে আবার ও পেআউট করেছি এ
অনেকে বলে Neobux এ ক্লিক পাওয়া যায় না , এটা সম্পূর্ণ ভূল , আমরা অনেকে জানি সকল কাজে বুদ্ধি খাটাতে হয় , বুদ্ধি ছারা কোন কাজে সফলতা অসে না । এখানেও বুদ্ধি দরকার তাহলে আপনি ভাল earn করতে পারবেন । কারণ অমি নিজে Neobu থেকে প্রতি মাসে $75 up payout করি ।
দেখুন আমি একটা কথা বলি , ফালতু আর ভূয়া লিংক দিয়ে গ্রাহকদের প্রতারিত করবেন না । আসলে নিজের কথা নিজে বলতে হয় না তাও বলি , আমি এ পি.টি.সি (Paid To Click) থেকে আমি $৮0 ডলার এর বেশি ইনকাম করি । অগে আমি অনেক ভূয়া পি.টি.সি (Paid To Click) করে ধরা খায়ছি কিন্তু অশা ছারিছিলাম না । এখন আমি বুঝতে পারি কোনটা ঠিক আর কোনটা ভূয়া । আমার পি.টি.সি (Paid To Click) এর ভেতর প্রধান ইনকাম হল neobux এ আমি golden member । আপনাদের একটা সাধারণ উপায় বলি
আপনি stander হিসেবে ৪ টা করে ads পাবে প্রতি দিন =$ 0.০4
১০ জন রেফার ৪ টা করে ads পাবে প্রতি দিন(১০ x ৪=৩২ads )আপনি পাবেন =$ 0.20
আপনি stander হিসেবে প্রতি দিন আয় = $0.24
আপনি stander হিসেবে প্রতি সপ্তাহে আয় =$1.6৪
আপনি stander হিসেবে প্রতি মাসে আয় =$ 6.72 = ৪৭০টাকা
এতে আপনার সময় দিতে হবে প্রতি দিন ৫ মিনিট ।
যদি golden member হন তাহলে আরও ১০ গুন আয় হবে , তবে একটু বুদ্ধি করে করতে হবে ।
যায় হোক অনেক কথা বললাম ।
কিছু সাইট আছে যারা ইমেল , নতুন ভাবে প্রবেশ ইত্যাদি কারনে হাজার হাজার ডলার ,পাউন্ড , ইরো দেয়ার প্রতিস্রুতি করে। এটা আছলে হাস্য কর , সাইট গুলো সবই ভুয়া, এরা এর পেয়মেন্ট কখন দেয়না। এ রকম হাজার সাইট আছে। আর আপনি হয় ত এ সাইট গুলোতে হাজার হাজার ডলার , পাউন্ড ইনকামের নেশেয় আপনার মুল্যবান সময় নস্ট করছেন এটা থেকে সাবধান থাকুন ।
আমি সবুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি আমার Neobux accountওপেন করে এ্যাড এ ক্লিক করলে এই লেখা দেখায়: Another user using your IP address already
viewed this advertisement in the last 24 hours… সমাধান কি?