আপনাদের জন্য Real একটি Free VPN দিলাম। For PC

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রিয় বন্ধুরা। কেমন আছেন? আসা করি ভাল আছেন।

আমি আর নিয়মিত টিউন করিনা এর জন্য। আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি যে সব টিউন করি আমার মতে আপনাদের কাজে প্রয়োজনীয় বিষয় নিয়েই করি। ফালতু টিউন করার কোন ইচ্ছা বা প্রয়োজন নেই।

সুতরাং আমি আজ আপনাদের যে বিষয় নিয়ে কথা বোলব তা হল VPN . আমরা প্রায় সবাই জানি VPN কি এবং এটা কি কাজে লাগে। আর এটাও জানি যে ফ্রিতে পাওয়া যায় না। আর জেগুল পাওয়া যায় সেগুল সত্যি হয় না। মানে আপনার Real IP Hide করতে সক্ষম হয় না।

কিন্তু অনেক খোঁজা খুঁজির পর আপনাদের সামনে একটি সত্যি VPN  নিয়ে আসলাম যে শুধু যে আপনার IP Hide করবে তা না Virtual অন্যান্য দেশের IP দিবে। এটা হয়ত আপনারা জানেন;

 

তাহলে চলুন এই VPN এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।

VPN টির নাম CyberGhost, এবং এর Version: 5.5.1.3, আপনারা জানেন যে এই VPN ফ্রিতে ব্যবহার করা যায় না। এটিকে কিনে ব্যবহার করতে হয়। কিন্তু আমরা এটাকে ফ্রি ভাবে ব্যবহার করবো।

 

তাহলে চলুন কিভাবে Install & Use করবেন তা দেখেনেইঃ

 

প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার দুইটি ডাউনলোড করে নিনঃ

>>>>>>>>>>>>>>>>> CyberGhost <<<<<<<<<<<<<<<<<<<<<<

>>>>>>>>>>>>>>>>>>>>>> Chatengine  <<<<<<<<<<<<<<<<<

 

১, এখন Chatengine  টি Install করুন সাধারন নিয়মে;

২, ওপেন করে মিনিমাইজ করে রাখেনঃ

 

তারপর CyberGhost টি Install করার জন্য ক্লিক করুনঃ

(নোটঃ কখন CyberGhost Update দিবেন না)

Install শেষ হলে এবার কিভাবে ব্যবহার করবেন সেটা দেখুনঃ

প্রথমে আপনার CyberGhost ওপেন করুনঃ

তারপর Update No করুনঃ

তারপর Simulated Country তে ক্লিক করুনঃ

এখানে যেকোনো দেশ সিলেক্ট করুনঃ

তারপর OK ক্লিক করুনঃ

 

তারপর Click Hare To Start Protection এ ক্লিক করুনঃ

ক্লিক করার পর আপনার সামনে এমন একটি Window ওপেন হবে এখন আপনি Chatengine ওপেন করুনঃ

তারপর Picture এর মত করে কাজ করুনঃ

দেখুন আপনার VPN কাজ করছে।

যদি এখানে বুঝতে না পারেন তাহলে আমার Youtube এ এর অপর বাংলা টিউটোরিয়াল দেখতে পারেনঃ

 

আসা করি আপনাদের কাজে আসবে।

 

আমি আপনাদের যে সকল টিউন দেই আপনাদের উপকারে আসে কি না জানিনা কিন্তু কোন ক্ষতি হবেনা এটা আমি ১০০% শিউর।

 

সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

 

Munna NeeL

 

Level 2

আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I PHONE এর জন্য কোন VPN ভালো হবে

    Sorry ভাইয়া। আমি আপনার জন্য এই মুহূর্তে কোন কথা বলতে পারছিনা। কিন্তু এর পরে Iphone এর জন্য অবশ্যই টিউন করবো।
    ধন্যবাদ

বর্তমান কোন সিম দিয়ে এটা ফ্রি চলতাছে? প্লিজ রিপ্লে করেন

    আপনার Computer এ Net Connect থাকলেই হবে। কিন্তু Net speed টি বেশি থাকতে হবে। আপনি যে কোন সিম ব্যাবহার করতে পারেন।
    ধন্যবাদ।

ভাই CheatEngin651 তো ডাউনলোড হয় না।

    কেন ভাই। আমি Download দিলাম হইল তো। আর zippyshare এর থেকেও ভাল কোন Upload site আছে বলে তো আমার মনে হয় না। চেষ্টা করেন অবশ্যই হবে।
    ধন্যবাদ

Level 0

Thanks for sharing. দুটোই Setup দেয়ার সময় নেট কানেকটেড থাকতে হবে কি? ( জাষ্ট সেটাপের সময়)

    না ভাইয়া থাকতে হবে না। যে সময় আপনার IP Change করতে হবে সে সময় নেট দিয়ে করলেই হবে।
    ধন্যবাদ।

it works bro……

cheat engin ki always open rakbo……naki close kore dibo………?