আমরা অনেকেই দৈনিক প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করে থাকি। অনেকে কম আবার অনেকে বেশি পরিমান ইন্টারনেট ডাটা বা ব্যান্ডউইথ ব্যবহার করি। কাজের প্রয়োজনে একেকজনের চাহিদা একেকরকম। তবে যাদের এরিয়াতে বা এলাকায় ব্রডব্যান্ড আছে তারা স্বল্প দামে বেশি স্পীড ও ডাটার কোন লিমিট ছাড়াই অনয়াশেই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। কিন্তু যাদের ব্রডব্যান্ড কানেকশন নেই তারা জানেন যে ইন্টারনেট এর কি জ্বালা!
যাইহোকনা কেন দাম কম আর বেশি প্রয়োজনের তাগিদে দৈনন্দিন জীবনে আমাদের তথ্য ও প্রযোক্তির সাথে আপডেট থাকতে হলে কম বেশি ইন্টারেনট লাগবেই। তবে যারা বেশি পরিমান ডাটা ব্যবহার করেন যেমনঃ নাটক-সিনেমা ডাউনলোড কিংবা নিজের ওয়েব সাইট-এ ফাইল আপলোড করেন তাদের ১/২ জিবি প্যাকেজ কিনে আসলে পোষায় না!
দেশে শীর্ষ মোবাইল অপরেটর গ্রামীনফোন এর সব থেকে বড় মোবাইল ইন্টারনেট প্যাকেজ হলো পরিমাণ : ২০ জিবি, টাকা. 2436,মেয়াদ : 30 দিন, কার্যকর : প্রিপেইড, PostPaid। যা আসলে গ্রামীন ব্যাংক (এনজিও) এর চরা সুধের মত! গ্রাহকের নাগালের বাইরে।
আসুন এবার দেখে নেই রবি এর আকর্ষনীয় একটি বড় ৩ জি ইন্টারনেট প্যাকজেঃ-
মাত্র ১১০০ টাকায় (ভ্যাট সহ) ২৬ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন।। একটিভ করতে ডায়াল করুন *৮৪৪৪*০০৯# (ভ্যাট ব্যতিত মূল্য ৯৪৯ টাকা)
অথবা ইজিলোড কিংবা মোবাইল ব্যাংকিং (বিকাশ, ডিবিবিএল) এর মাধ্যমে ১১০০ টাকা রিচার্জ করলেও এটি অটো একটিভ হয়ে যাবে।
নোট:
ডাটা ভলিউম ২জি ও ৩জি উভয় নেটওয়ার্কের ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
গ্রাহকরা ৫০%, ৮০% এবং ১০০% লেভেলে ইন্টারনেট ব্যবহার করার ওয়ার্নিং পাবেন।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৮৪৪৪*৮৮#
সকল PostPaid গ্রাহক শুধুমাত্র ২৬ জিবি ডাটা প্যাক কিনতে পারবেন নির্ধারিত ইউ-এস-এস-ডি কোড ডায়াল করে।
প্রিপেইড গ্রাহক রিচার্জ ও ইউ-এস-এস-ডি কোড ডায়াল করে ২৬ জিবি ডাটা প্যাক কিনতে পারবেন।
সকল প্যাকের ক্ষেত্রে, বানডেল ভলিউম এর মেয়াদ শেষ হয়ে গেলে, আপনাকে পে-পার-ইউজ ব্যবহার হিসাবে ০.০১ টাকা/১০ কিলোবাইট চার্জ করা হবে।
২৬ জিবি প্যাক এ গ্রাহকরা পাবেন ১৬ জিবি (রেগুলার স্পীড) এবং পরবর্তী ১০ জিবি (২৫৬ কেবিপিএস) পাবেন।
আসুন এবার দেখে নেই টেলিটক এর আকর্ষনীয় একটি বড় ৩ জি ইন্টারনেট প্যাকজেঃ-
Regular 3G (512 Kbps)
25 GB ইন্টারনেট, মূল্য- Tk.1050 টাকা, মেয়াদ 30 দিন। প্যাকেজ কোড D17 অথবা R22 (PostPaid এর জন্য RP22)
একটিভ করার জন্যঃ-
উল্লেখিত তালিকা থেকে আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিতে তার কোডটি লিখে এসএমএস করুন 111 নম্বরে
ক্রয়কৃত প্যাকেজের কতোটুকু ব্যবহার করেছেন এবং অবশিষ্টাংশ ও তার মেয়াদ জানতে ডায়াল করুন *152# অথবা u লিখে এসএমএস করুন 111 নম্বরে
নির্ধারিত প্যাকেজশেষে ১৫কেবি/পয়সা হারে চার্জ কাটা হবে
যে কোন ডাটা প্যাক ব্যবহারের সময় সীমার মধ্যে পুনরায় একই প্যাকেজ সাবস্ক্রাইব করলে আগের অব্যবহৃত প্যাকেজ ভলিউম নতুন ক্রয়কৃত প্যাকেজের সাথে যুক্ত হবে। উল্লেখ্য যে, নতুন ক্রয়কৃত ডাটা প্যাকেজ পূর্বের ন্যায় একই স্পিডের ও একই ভলিউমের হতে হবে।
সকল চার্জের সঙ্গে ১৫% ভ্যাট যোগ হবে
এসএমএস চার্জ ফ্রি।
Classic 3G (1 Mbps)
30 GB ইন্টারনেট, মূল্য- 1500 টাকা, মেয়াদ 30 days, প্যাকেজ কোড D32 অথবা C29 (PostPaid এর জন্য CP29)
একটিভ করার জন্যঃ-
উল্লেখিত তালিকা থেকে আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিতে তার কোডটি লিখে এসএমএস করুন 111 নম্বরে
ক্রয়কৃত প্যাকেজের কতোটুকু ব্যবহার করেছেন এবং অবশিষ্টাংশ ও তার মেয়াদ জানতে ডায়াল করুন *152# অথবা u লিখে এসএমএস করুন 111 নম্বরে
নির্ধারিত প্যাকেজশেষে ১৫কেবি/পয়সা হারে চার্জ কাটা হবে
যে কোন ডাটা প্যাক ব্যবহারের সময় সীমার মধ্যে পুনরায় একই প্যাকেজ সাবস্ক্রাইব করলে আগের অব্যবহৃত প্যাকেজ ভলিউম নতুন ক্রয়কৃত প্যাকেজের সাথে যুক্ত হবে। উল্লেখ্য যে, নতুন ক্রয়কৃত ডাটা প্যাকেজ পূর্বের ন্যায় একই স্পিডের ও একই ভলিউমের হতে হবে।
ডাটা প্যাকেজ অ্যাক্টিভেশনে এসএমএস চার্জ ফ্রি
সকল চার্জের সঙ্গে ১৫% ভ্যাট, ৩% এসডি ও ১% সারচার্জ যোগ হবে
সকল মোবাইল সেবা মুল্যের উপর ৫% সুদ , সুদ সহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট এবং মূল সেবা মুল্যের উপর ১% ঘুষ প্রযোজ্য।
আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আনলিমিটেড না হইলে এত টাকা দিয়া এই সব প্যাক কোন কাজের না। দুই জিবি দিয়াই চলা ভাল। আর ডাউনলোড দিলে ২০-২৫ জিবি ২-৩ দিনের ব্যাপার। পোস্টের টাইটেল যুক্তিযুক্ত না – আপাদত কোন মোবাইল অপারেটর আনলিমিটেড দিচ্ছে না
আনলিমিটেড না হইলে এত টাকা দিয়া এই সব প্যাক কোন কাজের না। দুই জিবি দিয়াই চলা ভাল। আর ডাউনলোড দিলে ২০-২৫ জিবি ২-৩ দিনের ব্যাপার। পোস্টের টাইটেল যুক্তিযুক্ত না
– আপাদত কোন মোবাইল অপারেটর আনলিমিটেড দিচ্ছে না