টেক্টিউন্স মোবাইল অ্যাপ / মোবাইল সাইট (Update)

হ্যালো টেকটিউনস টিউনারস...

দুঃখিত যে আমি ভাল টিউন লিখতে পারি না। কিন্তু আমি আজকে কিছু জানার জন্য টিউন করছি...

টেকটিউনস এত বড় একটা কমিউনিটি, কিন্তু টেকটিউনস এর কোন মোবাইল সাইট বা অ্যাপ নেই কেন???

আমি এই মুহুর্তে মোবাইল দিয়ে টিউন টি লিখছি। মোবাইল ব্যবহার করে পড়তে গেলে অনেক সমস্যা হয়। আর টিউন করা তো বাদ দিলাম 🙁

মোবাইলে দেখতে গেলে প্রতি পেজে ১mb এর বেশি ডেটা খরচ হয়। (UC Browser এ দেখে নিবেন) আর মোবাইল ইউজারদের ডাটা লিমিটেড।  (সাধারণত ৫মেগাবাইট থেকে ৫০০মেগাবাইট)

আর টেক্টিউন্স এ অ্যাড এর জন্যে খুব বিরক্ত লাগে। এগুলো অনেক ডাটা খরচ করে।

#############

টেকটিউনস এর কি কোন মোবাইল সাইট/অ্যাপ আসবে?

############

যদি

যদি না আসে তাহলে আমি একটা কাজ করতে চাই। টিটির জন্য একটা মোবাইল কনভার্টার বানাবো। যেটা টেক্টিউনের এই টিউন গুলাকে মোবাইল কম্পিটাবেল ভিউ এ কনভার্ট করবে। Eg.. https://www.techtunes.io/internet/tune-id/460765 এই লিনক হল এই টিউনের।  আর এইখানে http://converterdomain.com/internet/tune-id/460765 দিলে সেটা মুল টিউনকে স্কান করে মোবাইল উপোযগি লেআউট এ রেন্ডার করবে

Update

তো আমি কনভার্টার বানানোর কাজ সুরু করেছি 🙂 কিন্তু সমস্যা হচ্ছে টেকটিউনসের পিকচার গুলা নিয়ে :(:(টেকটিউনস ইমেজ হটলিনক প্রটেক্টেড হওয়ায় সেগুলো দেখা সম্ভব হচ্ছে না কনভার্টার দিয়ে :(কনভার্টার লাইভ ডেমো  Live Example (Working but No image)

---

টেকটিউনসের কাছে অনুরোধ থাকল যদি তারা ডোমেইন টিকে সাদা তালিকায় অন্তর্ভুক্ত করে তাহলে অনেক ভাল হয়। (নাইলে বাঙালী উল্টা রাস্তায় হাটবে :p)

ধন্যবাদ;)

 

আমি মাইক্রো প্রসেসর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস