.bd (.বিডি) বাংলাদেশের জন্য ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত এবং ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) ".bd"-র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে। বিটিসিএল সরাসরি ".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে। যেমন আপনি সরাসরি abc.bd নিবন্ধন করতে পারবেন না। এজন্য আপনার ডোমেইন হবে abc.com.bd কিংবা abc.net.bd
প্রস্তাবিত হয়েছেঃ ১৯৯৯ সালে
টিএলডি ধরণঃ কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
রেজিস্ট্রিঃ বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড
প্রস্তাবের উত্থাপকঃ ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়
উদ্দেশ্যঃ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কযুক্ত
বর্তমান ব্যবহারঃ শুধুমাত্র বাংলাদেশে ব্যবহৃত
নিবন্ধনের সীমাবদ্ধতাঃ কিছু সাবডোমেইন (যেমন .gov.bd এবং .mil.bd) সীমিত; অন্যান্য খোলা, কিন্তু কিছু জেনেরিক নাম নিবন্ধন করা থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়।
ধরণ | নিবন্ধন যোগ্যতার | |
---|---|---|
.com.bd | ব্যবসায়িক | সংস্থার বা ব্যক্তিদের |
.edu.bd | শিক্ষাপ্রতিষ্ঠান | শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ |
.ac.bd | বিশ্ববিদ্যালয় | বিশ্ববিদ্যালয়সমূহ |
.net.bd | নেটওয়ার্ক | আন্তর্জাল সংযোগ সংস্থা |
.gov.bd | সরকার | কেবলমাত্র প্রশাসন, আইন, বিচার ও অন্যান্য সরকারি সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ |
.org.bd | সংস্থা | সংস্থাসমূহ |
.mil.bd | সামরিক বাহিনী | কেবলমাত্র সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ |
.বাংলা | যে কোনো | (ব্যবহারে নেই এখনো) |
".bd"-র অধীন কোন ডোমেইন নিবন্ধন করতে হলে বিটিসিএল বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হয়। আবেদন ফরম, ফির অঙ্ক ও অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যায়। এই মুহূর্তেবিটিসিএল অন্য কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে দেয় না।
নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে।
আমি মোহাম্মদ মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks a lot…