নিয়ে নিন Full version IDM + Supported Mozilla firfox ব্রাউজার একসাথে একদম ফ্রি।

আসসালামু আলাইকুম

হ্যালো আমার প্রান প্রিয় বন্ধুরা আপ্নারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যদি নাও থাকেন তাহলে এই খবর শুনে অবশ্যই ভালো হয়ে যাবেন।

আমরা আজকের টিউনে দেখবো যে কিভাবে Mozilla Firefox  এর সাথে IDM যোগ করে যেকোনো কিছু IDM এর সাহায্যে Download করা যায়। এখন সেটা ভিডিওই আর সফটওয়্যারই হোক।

তাহলে চলুন শুরু করা যাকঃ

আমরা সবাইতো কম বেশি Internet চালাই। Download করি। আরো অনেক কিছু। কিন্তু আমরা নেট চালাতে অনেকেই অনেক প্রকার ব্রাউজার ব্যবহার করে থাকি। যেমন কেউ Google Chrome, আবার কেউ Mozilla  Firefoxe, কেউ আবার Opera আরো অনেক কিছু। এখন এদের সবার মাঝে একটি ব্রাউজার সবচাইতে বেশি ব্যবহার হয়। এবং এটাকে সবাই চেনে সেই ব্রাউজারের নাম Mozilla Firefox.

 

এখন আসল কথায় আসা যাক। এই কাজটি সম্পূর্ণ করতে ৩টি সমস্যা।

১, সাধারণত IDM এর Full Version পাওয়া যায়না। গেলেও তা কয়েকদিন পর প্রবলেম করে Key চায়।

২, Mozilla Firefox এ Support নেয়না।

৩, আপনার Android Smart Phone এর Apps গুলো Download হয় না।(IDM থেকে)

 

আমি তো এতক্ষন আপনাদের শুধু সমস্যার কথা বল্লাম। এখন বলছি কিভাবে এই সমস্যার সমাধান করবেন।

প্রথমে আমার Upload করা Mozilla firefox এবং IDM টি Download করে নিন।

                                    Download        Download

এরপর আপনার Install করা Mozilla firefox এবং IDM টি Uninstall করে দিন। তারপর আমার দেয়া ফাইল গুলো Install করে নিন। বাস আপনার প্রবলেম সল্ভ।

 

১, আর একটি প্রবলেম হতে পারে তা হল আপনি IDM কে Full Version করবেন কিভাবে?

১। প্রথমে RAR ফাইল টা ওপেন করুন।

২। idman625build12.exe লেখা ফাইলটাতে ডাবল ক্লিক করুন।

৩। সাধারন ভাবে Install করুন।

৪। taskbar থেকে IDM কে exit করে দিন।

৫। Activator এ প্রবেশ করুন।

৬। Activator.exe নামের ফাইলে ডাবল ক্লিক করুন।

৭। সাধারন ভাবে Install করুন।

 

২, বাস আপনার কাজ শেষ। আপনার IDM একেবারে Full Version হয়ে গেছে। আর কোন দিন আপনার কাছে Key চাবেনা। এখন আপনার কম্পিউটার রিস্টার্ট দিন। আপনার ব্রাউজার ওপেন করুন। এখানে আপনাকে IDM এর Adons এড করতে বলবে। শুধু একটা জিনিষঃ কখন এই IDM কে Update করবেন না।

৩,  এখন আপনি IDM দিয়ে APK Apps কিভাবে Download দিবেন?

১। প্রথমে আপনার IDM ওপেন করুন।

২। Downloads এ ক্লিক করুন।

৩। Options এ ক্লিক করুন।

৪। File types  এ ক্লিক করুন।

৫। সবার শেষে একটি Space দিয়ে APK লিখুন।

৬। এবার OK দিয়ে বের হয়ে আসুন।

বাস কাজ শেষ। এখন আপনি যখনি কোন Apps Download দিবেন তখন সেই Download টি IDM দিয়ে শুরু হবে।

(শুধু Mozilla firefox এর সাথে নয় প্রায় সব ব্রাউজারের সাথে Supported এই IDm)

 

 

আমার টিউনে আপনাদের কতটুকু উপকার হবে জানিনা। But ক্ষতি যে হবেনা এটা আমি ১০০% শিউর।

সবাইকে ধন্যবাদ।

Level 2

আমি Munna NeeL। Administrator, TechLines, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস