“প্রাথমিক ইন্টারনেট ব্রাউজ” (-১৮ দের জন্য)

আসলামু আলাইকুম,
আমার আজকের এই পোষ্টটি নেট বিষয়ে জ্ঞানধারী ভাইয়াদের কাজে লাগবেনা। তাই আপনাদের আগেই রিকুয়েস্ট করছি। সময় নষ্ট না করে আপনার অন্যান্য কাজ করুন।
তবে যারা আমার মতো অল্প নলেজ সমৃদ্ধ ,তারা আসুন এবং জড়সড়ো হয়ে বসুন। দেখুন আপনাদের জন্য কি এনেছি। 🙂

এখন যে ব্রাউজার এপ্লিকেশন সম্পর্কে আলোচনা করবো তার নাম: "E-xplore" এইটা বাজারে আট-দশটা ব্রাউজার এর মতো নয়। এবং ইনষ্টল দেয়ার দরকারও হয়না। ইচ্ছা করলে portable হিসেবেও Use করা যাবে। মাত্র এক ক্লিকেই যুক্ত হতে পারবেন তথ্যপ্রযুতক্তর বিশাল জ্ঞানভান্ডারে। আর কথা না বারিয়ে কাজের কথাই আসা যাক।

 

 

 

 

যারা নতুন কম্পিউটার-ইন্টারনেট Use করছেন অথবা আগে থেকেই Use করেণ কিন্তু খুব একটা ভালো বোঝেন না।তাদের জন্য এই এপ্লিকেশন টা বেশ কাজে দিবে বলে আশা রাখি।

E-xplore এর Home Page হিসাবে বিশ্ব বিক্ষাত সার্চইন্জিন Google কে Use করা হয়েছে,যে কারনে Net Connect সমৃদ্ধ Computarএ লাগানো মাত্রই Googleএ প্রবেশ করবে।

ব্যবহার কারীর সুবিধার্থে সফ্টওয়ার টির নিচে ৬টি বাটন রয়েছে।
__________________________________________________________________________________________
যথাক্রমে: 1.All anti Virus Updet, 2.PC- Software, 3.Mobile Soft1, 4.Mobile Soft2, 5.Yahoo, 6.Google,

 

 

 

 

১.All anti Virus Updet: এই বাটন টিতে ক্লিক করে আপনার ব্যবহৃত যে কোন Antivirus এর Updet নামাতে পারবেন।
২.PC- Software: এখানে ক্লিক করে 'সফ্টপিডিয়ে'সাই‌টি থেকে Computer এর জন্য প্রয়োজনীয় বেশ কিছু সফ্টওয়ার নামাতে পারবেন।
৩.Mobile Soft1: এটাতে ক্লিক করে 'ফানমাজা' থেকে আপনার মোবাইলটির জন্য Theme,Ringtons,Video...etc Download দিতে পারবেন।
৪.Mobile Soft2: এই বাটনে ক্লিক করে "মোবাইল9" পেজে যাওয়া যাবে।
৫.Yahoo: এইখানে যথারীতি জনপ্রীয় মেইল সাইট ইয়াহু এর লিংক দেয়া আছে।
৬.Google:এবং পুনরাই গোগুলে ফিরে আশতে চাইলে এই বাটনটিতে একটি ক্লিক করলেই চলবে।

মোটামুটি দোক্ষ ভাইয়াদের হতাশ হওয়ার কিছু নেই,প্রোগ্রাম টির ওপরে Address বার রয়েছে যেখানে আপনার কাঙ্খিত ওয়েব-এড্রেস লিখলেও কাজ করবে।

 

 

 

 

/"ডাউনলোড দিন"

 

 

 

 

তবে আর দেরি কেন? এখনই নামিয়ে নিন মাত্র 2.28MB "E-xplore" সফ্টওয়ারটি এবং আপনার বাসার ছোট্ট মেম্বার টিকেও পরিচিত করিয়েদিন Net প্রযুক্তির সাথে।

এটি ২০০৯তে Creat করা তাই টেকটিউন্স এর জন্য লিংক দেয়া নেই।

Level 0

আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড দিলাম। ইন্টারফেসটা পছন্দ হলো।

    আমার কল্পনায় ছিলোনা এটি কারও পছন্দ হবে। আপনাকে ধন্যবাদ আরিফ ভাইয়া।

ভালই ত …………………….

আমার আজকের এই পোষ্টটি নেট বিষয়ে জ্ঞানধারী ভাইয়াদের কাজে লাগবেনা। তাই আপনাদের আগেই রিকুয়েস্ট করছি। সময় নষ্ট না করে আপনার অন্যান্য কাজ করুন।

এই ধরণের কথা না লিখলেই মনে হয় ভালো হয়…

    Sorry ভাইয়া, নেক্স টাইম না বলার চেষ্টা করবো।
    উপদেশ মূলক কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবান।

নেওয়াজ ভাইয়ের সাথে সহমত।

    নেওয়াজ ভাইয়ার রিপ্লে কমান্ডটিই আপনার জন্য।
    ধন্যবাদ ভালো থাকবেন।