জিপিতে নিয়ে নিন ২ জিবি ৩২ টাকায়, ২ জিবি ১২২ টাকায়, ১ জিবি ৭৪ টাকায় এবং ৩ জিবি মাত্র ১৮০ টাকায়।

প্রিয় টিটির ভাইয়েরা, কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজ টিটিতে লিখতে বসলাম। যাই হোক বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।
শিরোনাম দেখে নিশচয় বুঝে ফেলেছেন যে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি।
হ্যা উপরের সবকটি অফার ই গ্রামীনফোনের এবং সকল জিপি গ্রাহকরাই এই অফার উপভোগ করতে পারবেন।
তবে এই অফার উপভোগ করার জন্য আপনাকে কিছু দিক নির্দেশনা মেনে চলতে হবে।
আসুন তাহলে দেখে নিই কি কি লাগবে এই অফার উপভোগ করার জন্য।
এই অফারটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে ওয়াও বক্স নামের সফটওয়্যারটি ফোনে ইন্সটল করে নিতে হবে।
এবার আপনি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই সম্পন্ন করা শেষ হলে ওয়াও বক্সের ভিতর প্রবেশ করলেই বুঝতে পারবেন সব কিছু।
১। ২ জিবি ৩২ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ৩৮ টাকা। এটি ব্যবহার করা যাবে রাত ১২--সকাল১০ টা পর্যন্ত এবং মেয়াদ ৭ দিন।
২। ২ জিবি ১২২ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ১৪৯ টাকা। এটি ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা এবং  মেয়াদ ৭ দিন।
৩। ১ জিবি ৭৪ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ৮৯ টাকা। এটি ব্যবহার করা ২৪ ঘন্টা এবং মেয়াদ ৭ দিন।
৪। ৩ জিবি ১৮০ টাকার অফারটি উপভোগ করার জন্য আপনার ভ্যাটসহ ব্যালেন্স থাকতে হবে ২১৯ টাকা। এটি ব্যবহার করা যাবে ২৪ ঘন্টা এবং মেয়াদ ১৪  দিন।
সবগুলো এমবির মেয়াদ চেক করার জন্য *১২১*১*৪#
এছাড়াও ওয়াওবক্সের আরো অনেক নতুন কিছু ফিচার আছে যেগুলো আপনার প্রতিদিনের নেট ব্যবহার কে করে তুলবে আনন্দময়।
যেমন, প্রতি সপ্তাহে আপনি ২০ এমবি ফ্রি নিতে পারবেন। ৩ দিন পর পর ৫০ টোকেন নিতে পারবেন।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই টোকেন দিয়ে আপনি কি করবেন,?
ওয়াও বক্সের এই টোকেন দিয়েও আপনি মেগাবাইট, ম্যাসেজ, ফেসবুক সহ অনেক সেবা নিতে পারবেন।
তো আজ এই পর্যনতই, আগামী টীউন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর কোন ধরনের প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না।
যে কোন সাহায্যের জন্য আমাকে ফেসবুক ও নক দিতে পারেন।

Level 1

আমি আবু সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আবু সালেহ। টেকটিউনস এর সাথে আছে শুরু থেকেই। প্রথম দিকে শুধু টিউন পড়তাম এবং পরবর্তীতে লিখা শুরু করলাম ২০১৫ থেকে। আমি কম্পিউটার এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছি এবং বর্তমানে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করছি। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করছি ২০১৫ থেকে। টেকনোলজি সম্পর্কে জানতা এবং অন্যকে জানাতে ভালো লাগে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

airtel ই ভালো। ৫১ টাকা ১ জিবি। ৭ দিন

ছোট ভাই তোমার টিউনটা ভাল্লাগছে তয় এই প্যাকেজের মেয়াদ বাড়ানোর তরিকা বাতাইয়া দিলে আরো ভালো হইতো। ভালা থাইক্কো!

    ধন্যবাদ বড় ভাই।
    এই প্যাকেজের মেয়াদ বাড়ানোর কোন পথ নাই তবে আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পুর্বেই এই প্যাকটি আবার কিনেন তাহলে আপনার অব্যবহৃত এমবি নতুন এমবির সাথে যোগ হয়ে যাবে।

আমি এই মনে করে মেয়াদ শেষ হওয়ার আগেই আবার ওই প্যাক নেই কিন্তু বাকী MB গুলো যোগ হয় না ।

    কেনো যোগ হবে না ? আমি তো কাল ও নিলাম আবার এমবি ও যোগ হল।