নিজেদের তৈরিকৃত ফাইল,সফ্টওয়ার, পিকচার,ভিডিও,মিউজিক
ইন্টারনেটে সেয়ার করতে কে না পছন্দ করে। ফ্রি আপলোড করার জন্য বেশ কিছু ওয়েব সাইট রয়েছে। এদের বেশিরভাগ ওয়েবসাইট গুলোরই নিয়ম-কানুন সহ বিভিন্ন জটিলতা বিদ্যমান। তাছাড়া ষ্টোরেজ ক্যাপাসিটি প্রবলেম তো রয়েছেই। তবে (এখানে ক্লিক করুন)
এই সাইটটিতে সহজেই একাউন্ট খুলে ডকুমেন্ট আপলোড, একসেস, সেয়ার করা যায়। এই সাইটটিতে একাউন্ট খুলেই ১০গিগাবাইট ফ্রি ষ্টোরেজ ইউজ করার সুযোগ পাওয়া যায়।
এতে music, video, photos, software সহজেই Upload এবং access করতে পারেন। এবং আপনার Uploadকৃত ফাইলটি Linksকরে Facebook,Twtter এবং Blogs এর friendsদের মাঝে share করতে পারেণ। আপনার প্রয়োজণীয় ডকুমেন্ট সমূহ backup হিসেবেও রাখতে পারেণ। এছাড়াও আপনার Needed Software এইখানে Search দিয়ে ফ্রেন্ডসদের একাউন্ট থেকে sharing করতে পারেণ। এই সাইটিটর একটি শক্তিশালী সার্স ইন্জিন রয়েছে। এতে Premium Account খুলে 100 GB ব্যবহার করার সুযোগ আছে।
আপলোড-একসেস করতে জটিলতা নেই বল্লেই চলে।
এই সাইটটি ব্যবহার করে উপকৃত হবেন বলে আশা করি।।।
পোষ্টটি আগে যেখানে প্রকাশ করেছি....
(এখানে ক্লিক করুন)
আমি আর,কে রকি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অতিশয় এক সাধারণ মানুষ। কম্পিউটার & নিউ প্রযুক্তি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি। বন্ধুদের হেল্প করতে পারলে ভালো লাগে। আমার সীমিত সঞ্চিত জ্ঞান বন্ধুনের সাথে সেয়ার করতে পছন্দ করি। দক্ষ ভিডিও এডিটর হতে চাই,নিজস্ব এ্যাডফার্ম স্থাপনের স্বপ্ন দেখি। বর্তমানে তৃ-মাত্রিক মিডিয়া নামক নিজস্য প্রতিষ্ঠানে কাজ করছি। দেশ & মাতৃভাষাকে...
ধন্যবাদ…… অফটপিকঃ ইন্টারনেটে রিয়েল টাইম ভয়েস চেঞ্জার হিসেবে কোন সফটওয়ার ভালো? যার মাধ্যমে male to female, female to male, kids, old etc ভয়েস চেঞ্জ করা যায়। এর ব্যবহার যদি কেউ করে থাকেন তাহলে প্লিজ এর টিউটরিয়াল সহ একটা টিউন করবেন। আর এর আগে যদি এই ব্যপারে টিউন কেউ করে থাকে তাহলে তার লিঙ্কটা প্লিজ কেউ দিবেন? আমি অনেক খোজাখুজি করেও এরকম কিছু পেলাম না, জানাবেন কি?