উইকিলিক্সে এত তথ্য ! রাখে কোথায় ?

বিসমিল্লাহির রাহমানির রাহীম

বেশকিছু দিন সারা বিশ্বেই যে নামটি সবচেয়ে বেশী উঠেএসেছে তা হলো জুলিয়ান অ্যাসেঞ্জ ও উইকিলিক্স । এবং এর যথাযুক্ত কারণও আছে, কেনোনা তার যুক্তরাস্ট্র সহ বেশ দেশের গোপন নথী পত্র ফাস করেছে তারা ।যার সংক্ষা এ পর্যন্ত  প্রায় ২৫০০০০হাজার এর কাছাকাছি । যা বিভিন্ন দেশকে বিব্রতকর অবস্থায় ফেলেছে । যাই হোক এগুলো সম্পর্কে আমরা সবাই অবগত । কিন্তু এই বিষয়টিকি কখনো লক্ষ করেছেন যে যে তথ্যগুলো উইকিলিক্স ফাস করছে সেগুলো রাখা আছে কোথায় ? জাইগাটা দেখতেইবা কেমন ?

আসলে এ সকল তথ্যগুলো রাখা আছে একটি সুইডেনের একটি নিউক্লিয়ার বাঙ্কারে, যা দেখতে অনেকটা জেমস বন্ডের সিনেমার মত । এটির নাম পাইওনিন ডেটা সেন্টার । এটি একটি বাঙ্কার । এই বাঙ্কারটিকে তথ্যকেন্দ্র হিসেবে রূপান্তর করা হয় ২০০৮ সালে । এবং এটি করেন আল্বার্ট ফ্রান্স ল্যানর্ড নামক একজন সুইডিশ আর্কিটেকচার । যার ইচ্ছে ছিলো যে এই বাঙ্কারটিকে তিনি জেমস বন্ডের সেটের মত রূপ দেবেন ।

তাহলে চলুন দেখি পাইওনেন ডেটা সেন্টারের কিছু ছবি ।

এটিকে বলাযেতে পারে নার্ভ সেন্টার যেখানে উইকিলিক্স সহ বিভিন্ন কোম্পানীর তথ্য সংরক্ষন কারা আছে ।

অভ্যর্থনাকেন্দ্র এবং এই কেন্দ্রটি পারোমানবিক আক্রমন প্রতিরোধক ।

এই অফিসটিতে রয়েছে ভাসমান সভা কক্ষ, এবং পূরো কক্ষটিই দেখতে অনেকটা চাঁদের মত ।

সুডেনের আইন অনুযায়ী জুলিয়ান অ্যাসেঞ্জকে গোপোন তথ্য ফাসের অভিযোগে অভিযুক্ত করা যাবে না ।

পাইওনিয়ান তথ্য কেন্দ্রের প্রবেশ পথ ।

এত কিছু দেখলাম কিন্তু যাকে নিয়ে এত কথা তাকে না দেখলে হয়,

দ্যা মোস্ট ওয়ান্টেডঃ জুলিয়ান অ্যাসেঞ্জ

আশা করি সবার ভালো লাগবে ।

সকলকে ধন্যবাদ ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এহসান ভাই,জানানুর জন্্য thanks

    আপনাকেউ ধন্যবাদ ।

    শুভ রাত্রি ।

এগুলা কি দেখাইলেন ভাই!!!
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। নতুন কোন বিষয়ে জানার মজাই আলাদা।
ছবিগুলো দেখে সাইন্স ফিকশন মুভির সেট বলে মনে হচ্ছে।

    জ্বী ভাই, এটিকে জেমস বন্ডের সেটের মত রূপ দেয়া হয়েছে ।

    ধন্যবাদ।

অনেক ধন্যবাদ।

আমি হতে চাই জুলিয়ানের মত। কী ভাই হতে পারব না..!

ভাই বলেন কি ?

পারবেননা কেনো । ওর চেয়ে একটু বেশীই পারবেন ।

কিন্তু ভাই একাটা কথা ওর মত হলে আমাদের (টেকটিউন্সবাসীকে) ভুলে যেয়েননা ।

ধন্যবাদ ।

অসাধারণ! লোভ হচ্ছে খুব।

    অসাধারনত বটে, কিন্তু লোভ কিসের ভাই ?

অনেক ধন্যবাদ নতুন তথ্যের জন্য।
আচ্ছা এ সবের অর্থের উৎসটা কি আপনার জানা আছে।

    আপনাকে ধন্যবাদ ভাইয়া ।

    ভাই অর্থের উৎসটা পড়েছিলাম, কিন্তু ঠিক মনে পড়ছেনা ।

    আশা করছি পরে জানাতে পারবো ।

আপনি জুলিয়ান অ্যাসেঞ্জ থেকে কম কিসে,
জুলিয়ান অ্যাসেঞ্জ তথ্য প্রকাশ করেছে এমেরিকা সহ অনেক দেশের,
আর আপনি দেখি উনাদের তথ্য ভান্ডারের তথ্য প্রকাশ করে দিলেন।
সুন্দর টিউন ধন্যবাদ শেয়ার করার জন্য।

    ভাই আপনি মন্তব্য করলেত আমি এমনিতেই ফুলে যায় ।

    তারপরে আবার যা লিখেছেন তাতেতো !!!!!!!!!!!!!!!!!!!!!!

    ধন্যবাদ আপনাকউ ।

wow joss

    মন্তব্যের জন্য ধন্যবাদ ।
    ভালো থাকবেন ।

Thanks a lot

Level 0

thanks

Level New

I like him