“এপ্রিল ফুল ভাইরাস”আমার জানা মতে আগামী কাল আনেকেই এই ভাইরাস এ আক্রান্ত হয়েছে এবং সমাধানও পেয়েছে। এপ্রিল ফুল নামের এই ভাইরাস টি আপনার আপনার কম্পিউটারে লেগেছে কিনা আর যদি লেগে থাকে তা হলে স্ক্যান করে নিন FixDwndp নামের এই টুলস টি দিয়ে।এখানে আরও বেশ কিছু টুলস আচ্ছে ডাউনলোড করুন এই লিংক থেকে। (http://www.filecub.com/) ...একটু ছোট করে লিখলাম। আরও বেশ কিছু জিনিস সম্পর্কে লেখার ইচ্ছা ছিল কিন্তু সময়ের আভাবে পারলমনা।তবে আগামীতে দেখা যাবে।আর একটি কথা আপনার এ্যান্টি ভাইরাস টা কিন্তু আপডেট করে নিবেন।হলে এসব ভাইরাসের আক্রমনের হাত থেকেও রক্ষা পওয়া যাবে।যাই হোক এটা আমার প্রথম টিউন তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সময় পেলে পর্বর্তিতে আরও ভালো কিছু পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।
আমি Saifur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন এন্টিভাইরাস আগে সেটআপ করা থাকলেও কি এই টুল সেটআপ করা যিবে নাকি এন্টিভাইরাস আন-ইন করে নিতে হবে
হ্যা সাইফুর রহমান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কারন আমি জানতাম না যে আমার কম্পিউটারে আগে থেকেই একটি ভাইরাস ঢুকে ছিল। যা কিনা আমার পুরাতন এ্যান্টি ভাইরাস ও ধরতে পারিনি। তবে আপনার দেওয়া টুলস ব্যবহার করে স্ক্যান করতে পেরেছি।