উইন্ডোস এক্সপি,ভিসতা এর পর মাইক্রোসোফ্ট এবার বের করেছে উইন্ডোস সেভেন।যথারীতি আরো অনেক বেশি উন্নত।গ্রাফিক্স আরো অনেক ভালো।অনলাইনে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে উইন্ডোস সেভেন।যাইহোক আজ আমি আপনাদেরকে Windows 7 Ultimate ভার্সন ক্রাক এর সাহায্যে এক্টিভেট করার সহজ উপায় বলছি:
প্রথমে এখান থেকে Crack টি ডাওনলোড করে নিন।
এবার ওপেন করুন।ওপেন করার পর নিচের মত উইন্ডো আসবে:
নির্দেশনা অনুযায়ী যেকোনো একটি কি চাপুন (ধরুন:এন্টার)
তারপর নির্দেশনা অনুযায়ী আপনার পিসি রি-ইস্টার্ট করুন।ব্যাস হয়ে গিয়েছে আপনার Windows 7 Ultimate এক্টিভেট!
Windows 7 Ultimate এক্টিভেট হয়েছে কিনা যেভাবে বুঝবেন:
প্রথমে স্টার্ট মেনু থেকে My Computer এ মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটন এ প্রেস করুন।Properties এর ক্লিক করুন।যদি Windows 7
Ultimate এক্টিভেট হয় তাহলে নিচের দিকে 'Product key: Not available' আসবে।নিচের স্ক্রিনশট টির মত:
অনেক ভালো ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।তাও যদি কেউ না বুঝে বা না পারেন তাহলে জানাবেন প্লিজ
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রাফসান ভাই, ধন্যবাদ টিউন টির জন্য । কিন্তু Windows 7 Release (22 Oct 2009 ) হওয়ার মাস খানিক পর থেকে বাজারে ৫০ টাকার Windows 7 এর DVD পাওয়া যাচ্ছে যার আগে থেকেই Cd key Pre-activate করা । আমি গত বছর থেকে এখন পর্যন্ত ব্যবহার করছি তা পুরোটাই Genuine । আর সকল Update Install করেও চলছে নির্দ্বিধায় । তাই আলাদা করে Crack করে লাভ কি ? আর Windows 7 এর এই DVD পুরো বাংলাদেশ এ বোধহয় Available..শুধু একটা Update Install করা থেকে বিরত থাকলে এটার Genuine হারাবে না ।