সহজেই Windows 7 Ultimate ভার্সন এক্টিভেট করুন (স্ক্রিনশট সহ বিস্তারিত)

উইন্ডোস এক্সপি,ভিসতা এর পর মাইক্রোসোফ্ট এবার বের করেছে উইন্ডোস সেভেন।যথারীতি আরো অনেক বেশি উন্নত।গ্রাফিক্স আরো অনেক ভালো।অনলাইনে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে উইন্ডোস সেভেন।যাইহোক আজ আমি আপনাদেরকে Windows 7 Ultimate ভার্সন ক্রাক এর সাহায্যে এক্টিভেট করার সহজ উপায় বলছি:

প্রথমে এখান থেকে Crack টি ডাওনলোড করে নিন।

এবার ওপেন করুন।ওপেন করার পর নিচের মত উইন্ডো আসবে:

dd

নির্দেশনা অনুযায়ী যেকোনো একটি কি চাপুন (ধরুন:এন্টার)

তারপর নির্দেশনা অনুযায়ী আপনার পিসি রি-ইস্টার্ট করুন।ব্যাস হয়ে গিয়েছে আপনার Windows 7 Ultimate এক্টিভেট!

Windows 7 Ultimate এক্টিভেট হয়েছে কিনা যেভাবে বুঝবেন:

প্রথমে স্টার্ট মেনু থেকে My Computer এ মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটন এ প্রেস করুন।Properties এর ক্লিক করুন।যদি Windows 7

Ultimate এক্টিভেট হয় তাহলে নিচের দিকে 'Product key: Not available' আসবে।নিচের স্ক্রিনশট টির মত:

dd

অনেক ভালো ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি।তাও যদি কেউ না বুঝে বা না পারেন তাহলে জানাবেন প্লিজ

ধন্যবাদ


CO.CC:Free Domain

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রাফসান ভাই, ধন্যবাদ টিউন টির জন্য । কিন্তু Windows 7 Release (22 Oct 2009 ) হওয়ার মাস খানিক পর থেকে বাজারে ৫০ টাকার Windows 7 এর DVD পাওয়া যাচ্ছে যার আগে থেকেই Cd key Pre-activate করা । আমি গত বছর থেকে এখন পর্যন্ত ব্যবহার করছি তা পুরোটাই Genuine । আর সকল Update Install করেও চলছে নির্দ্বিধায় । তাই আলাদা করে Crack করে লাভ কি ? আর Windows 7 এর এই DVD পুরো বাংলাদেশ এ বোধহয় Available..শুধু একটা Update Install করা থেকে বিরত থাকলে এটার Genuine হারাবে না ।

Level 0

টিউনটার জন্য ধন্যবাদ। তবে আপনার টিউন টি loader activated file নিয়ে লিখা হয়নি, আপনি লিখেছেন activation disable করার software. আমার একটা Software আছে যেটা দিয়ে আপনি সহজে Windows 7 এর সবগুলো ভার্সন Activate করতে পারবেন। আমার ব্লগ সাইট থেকে ডাউনলোড করে নিন। http://www.makeyourlife.tk

    Level 2

    Vai, Ki dilen bujhlam na……

Level 0

ভাই, একটা বিপদে পরেছি! এটা আমি ইন্সটল করেছি, কিন্তু আমি এটা আনিন্সটল করতে চাচ্ছি। কিভাবে করব দয়া করে অবশ্যই জানাবেন।

Level 0

bhai link ta update kore ektu pathan