এই পোস্টটি শুধুমাত্র নবীনদের জন্য , যারা ইন্টারনেট থেকে টুকটাক আয় করতে চান, অনেকদিন থেকে ভাবছিলাম যে microworkers.com একটা অপারেশন করা দরকার যাদের অনেক আগ্রহ আছে কিন্তু থমকে যাচ্ছেন ,তাই মিশনে নামলাম,আপনারা বললে এখানেই থেমে যাব।আমার হিসেব মতে ৩০% অপারেশন সর্ম্পুন হয়েছে। বাকীটা আপনাদের কে নিয়ে করতে চাই। অপারেশন যাচাই করার জন্যে একটু কষ্ট করে আমার ব্লগ টাতে যাবেন আশা করি। earnerblogs
আর না যেতে চাইলে অনেক ধন্যবাদ কষ্ট করে এই পোস্টটি পড়ার জন্য। ভাল লাগলে কিছু বলার দরকার নাই, কিন্তু খরাপ লাগলে একটু আচ্ছামত পালিশ করবেন কিসু মনে করবো না।
আমি micro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মানুষের জন্য কাজ করতে চাই
নতুন ওয়েব সাইট খুলেছেন মনে হচ্ছে !!!