Android মোবাইলে আপনার ইন্টারনেট ডাটা ব্যবহার সাশ্রয়ী এবং নিয়ন্ত্রণ করুন খুব সহজেই

                                             টেকটিউন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের টিউনটি শুরু করছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আজ অনেক দিন পর টেকটিউনে এসেছি, অনেক দিন টিউন করা হয়না তাই কিছু সময় নিয়ে আজকের এই ছোট্ট টিউন।

আমারা ইন্টারনেট বেশিরভাগ  Android মোবাইলেই চালিয়ে থাকি, আমারা যারা মোবাইলে  ডাটা দিয়ে নেট চালাই তারা লিমিটেড নেট নিয়ে চালিয়ে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে যখন ডাটা শেষ হয়ে যায় আমাদের খেয়াল থাকে না মূল ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেয় তখন কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না।

ধরুন আপনার ফোনের মেইন ব্যালেন্সে ৫০ টাকা আছে, আপনি সেই সময় একটি নেট কার্ড রিচার্য করে নেট চালানো শুরু করলেন, নেট কার্ডের ব্যালেন্স আপনাকে ৫০ এম বি দিয়েছে। ধরুন আপনি নেট চালাতে চালাতে ভুলেই গেলেন সেই ৫০ এম বি র কথা, এক সময় সেই ৫০ এম বি শেষ হয়ে গিয়ে আপনার মেইন ব্যালেন্স থেকেও টাকা কাটা আরম্ভ করে দিল। এমন সময় যখন আপনার ফোনের ৫০ টাকা কাটা হয়ে গেল তখন আর নেট খুলছে না। একটা বিলের মেসেজ এল আর আপনি মাথায় হাত, আপনার একাউন্টে এখন আর শূন্য টাকা আছে মানে আর কিছুই নাই। তখন কার না খারাপ লাগবে বলেন তো, তাই এটা যাতে না হয় তার জন্য আপনি আপনার ফোনে ডেটা ব্যবহারের লিমিট সেট করে নিতে পারেন, সেই লিমিট পার হলেই আপনার ফোন আপনাকে নোটিফিকেশন দেখাবে যে আপনার সেট করা ডেটার পরিমান শেষ। তাই এটা যাতে না হয় তার জন্য আপনি আপনার ফোনে ডেটা ব্যবহারের লিমিট সেট করে নিতে পারেন, সেই লিমিট পার হলেই আপনার ফোন আপনাকে নোটিফিকেশন দেখাবে যে আপনার সেট করা ডেটার পরিমান শেষ।

এটা চালু করতে প্রথমে ডাটা অন করে setting এ যান তারপর data usage এ যান সেখানে আপনি যে সিম দিয়ে নেট ব্যবহার করছেন সেখানে একটি গ্রাফ দেখতে পাবেন

1s

তারপর উপরের ছবির মত চেপে ধরে যতোটুকু পরিমান নেট ব্যবহার করতে চান ততোটুকু সেট করে দিন।

অথবা, আরেক ভাবে করতে পারেন, নিচের ছবির মত যেখানে এমবি লেখা আছে সেখানে ক্লিক করলে একটি অপশন আসবে আপনি কতটুকু নেট ব্যবহার করবেন সেটা নির্ধারণ করে দিন।

2

3

আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভাল থাকুন সুস্থ থাকুন টেকটিউনের সাথেই থাকুন।

 

Level 0

আমি Akibul Haque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস