রেজাল্ট মোটামুটি যারা নেট চালান তারা সবাই দেখতে চাই। আর সবাই চাই সে যেন সবার আগে তাদের কাছের মানুষদের রেজাল্ট জানাতে পারে। কিন্তু রেজাল্ট প্রকাশ হওয়ার দিনই বাধে যাবতীয় ঝামেলা। দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে যাচ্ছি কিন্তু এডুকেশন বোর্ড এর ওয়েব সাইটেই ঢুকতে পারি না। তাই দেখা যায় প্রচন্ড ইচ্ছা এবং সামথ্য থাকতেও আমরা অনেকেই রেজাল্ট দেখার আশা ছেড়ে দিয়ে বসে আছি। আমি কিন্তু বসে নাই। আমি কিন্তু ঠিকই বিকল্প রাস্তা খুজে পেয়েছি। কিভাবে পেলাম সেইটা আগে বলি। আমি ছিলাম ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থী। আমি নিজেই আপনাদের মতো নিজের রেজাল্ট নিজে দেখতে চাইলাম কিন্তু পারলাম না। তারপর চিন্তা করলাম এর কোনো বিকল্প রাস্তা তো নিশ্চয় থাকবে। অনেক ঘাটাঘাটির পর অবশেষে পেলাম। সাইটে ১০০ % কাজ করার নিশ্চয়তা আছে। আগামী কাল ও করবে যা পরীক্ষিত। আপনারা চাইলে আজকে ট্রায়াল দিয়ে দেখতে পারেন। ওকে বন্ধুরা সাইটের ঠিকানাটি হচ্ছে- Click Here
তবে হ্যা একটি কথা - আপনি রেজাল্টটি পাবেন একদম স্কুল ওয়াইজ অর্থাৎ একেবারে সবার রেজাল্ট একসাথে। আপনাকে বারবার কষ্ট করে নেট এ ঢুকতে হবে না। এজন্য আপনাকে আপনার স্কুলের EIIN এই নম্বরটি জানতে হবে। ভাবছেন কোথায় খুজে পাবেন তাইতো? সমস্যা নাই। আমি আছি না? সমস্যা যখন বলেছি সমাধান তো দিবোই। Download All School EIIN Number Here
তো বন্ধুরা আমার টিউনটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন এবং অবশ্যই ভালো থাকবেন।
আমি মামুন জোয়াদ্দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মো: মামুন জোয়াদ্দার আপনাদের নিজে যা জানি তা জানাতে চাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর একটা মনে রাখবেন "বিজ্ঞান আমাদের দিয়েছে আরাম আয়েশ কিন্তু কেড়ে নিয়েছে আমাদের আবেগ।"
ভাই জিবনে এই প্রথম বার পড়া লেখা নিয়ে কেদেছি।।।পরিক্ষা এত খারাপ হয়েছে কি করব।। বুঝাতে পারবো না পরিবারের কেউকে। না পারছি নিজেকে ।।না পারছি friends দের।।। প্রতিটি মিনিট ভেবে যাচ্ছি।।। please কেউ যদি পারেন। কোনো help করতে।।।।।