আসসালামু আলাইকুম।প্রিয় টেকটিউনস, এডমিন,টিউনার, ও visitor, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন।
শুরু করছি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া ৩য় টিউন মোবাইল নম্বর ছাড়া কিভাবে Unlimited Gmail খুলবেন।
আমরা কয়েকজন online কাজ করতাম।IP কিনে নিয়ে backling,facebook সহ অনেক কাজ করতাম। কিন্তু backlink সব ইমেইল দিয়ে হত না। খালিদ ভাই বললেন যে তোমরা yahoo/gmail আইডি ব্যবহার করে কর। তাহলে live hobe। তো আমরা চিন্তায় পরে গেলাম। আমরা outlook আর hotmail খুলে microsoft exel ভর্তি করেদিয়েছি কিন্তু এসব mail দিয়ে কাজ হছে না।
পরে মুন্না ভাই বলল একটা পিসি রেসেট দিলে ১ টা জিমেইল খুলা যায়।
পরে আমি বাসায় আসি।এবং চিন্তা করি, পিসি রিসেট দিয়ে যদি ১টা খুলা যাই তাহলে তো মোবাইল দিয়েও খুলা যাবে। যেই চিন্তা সেই কাজ। মোবাইল factory data reset দিলাম। তার পর নিচের ভিডিওটিরLink মত করে কাজ করলাম। হচ্ছে..
১টা না, ২টা না, ৪টা Gmail খুললাম।কোন নাম্বর ছাড়াই।
oh হ্যাঁ ৪ টার পরে আবার রিসেট দিতে হবে।
বিঃদ্রঃ-আপনার যা যা লাগবে..
১/ পিসি/লাপটp
2/microsoft exel
৩/fackname generator browger page1
4/ gmail, browger page2
5/ gmail, browger page3
3/ android mobaile
এবং Valid master mail।
Valid master mail কি?
আমরা জানি যে মোবাইল নাম্বার ছাড়া gmail খোলা যাই না। তাই আপনার সেই নম্বর ছাড়া১০ টা gmail এর master mail হবে ১টা যেটা মোবাইল নম্বার দিয়ে খোলা। আশা করি বুঝতে পেরেছেন।
প্রথমে আমরা পিসি অন করে ব্রাউজার ওপেন করিএবং উপরের মত page সাজাই।১ম page এ facknamegenerator, তারপর 2য় page এ gmail (valid) login করতে হবে।
তারপর ৩য় পেজ এ gmail(যেটা আপনি মোবাইলের মাধ্যমে খুললেন) সেটা লগিন করে ১০০% করেন। এবং সাথে সাথে settings করে। নিতে হবে। forwarding mail হিসাবে ১টা Valid Gmail বসান।(যেটা ২য় page এ login দিসেন) varify করে কাজ শেষ। save করে singout করুন(new gmail)। আপনার সব মেইল এখন mustermail এ আস বে। এখানে যে mastermail ব্যবহার করলেন, এটা দিয়ে ১০ new gmail এ forwarding mail হিসাবে ব্যবহার করতে পারবেন। ১০ টার বেশি হলে id ব্লক হয়ে যেতে পারে। তাই সাবধান।
microsoft exel এ প্রথমে mastermail বাসাবেন।২য় কলামে password।নিচে এই mastermail যে সব new gmail এর forwarding ও recovary mail সবগুলো নিচে পর্যায়ক্রমে বসান।
আর হ্যাঁ, recovary mail হিসাবে এই master mail ব্যবহার করবেন। আর যদি আপনি ১০০ new create করেন তাহলে আপনাকে ১০ valid gmail আগে করে রাখতে হবে। ১টা সিম কার্ড দিয়ে ৪টা gmail খুলতে পারবেন। ধন্যবাদ
ফেসবুকে আমাকে পাবেন facebook
আমার ব্লগে একটু ঢু মারতে ভুলবেন নাblog
আমি আপেল মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
student
thanks