সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আজকে আপনাদেরকে একটা সহজ টিপস দিব , কি করে সার্চ ইন্জিনের পাশে আপনার পিকচার যায় ।যারা এডসিন্স ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই সার্চ ইন্জিন ব্যবহার করে কিন্তু অনেকে এই কাজটি জানে আবার কেউ জানেনা ।চলুর বিস্তারিত শিখি....
এই কাজটি করতে হলে আপানকে প্রথমে এডসিন্স একাউন্টে লগিন করতে হবে তারপর এডসিন্স ফর সার্চ এ ক্লিক দিয়ে সর্বশেষ এই পেইজে যখন আসবেন তারপর আপনি যে ছবিটি কে সেট আপ করবেন তা কোন সাইটে আপলোড করুন বা ইমেজশেক .ইউএস এ আপলোড করে লিংকটি নিচে লোগো ইউআর্এল এর ঘরে পেষ্ট করে দিন (প্রথম চিহ্নিত স্থানে) । তারপর নিচে আপনার সাইটের ইউআর এল দিন ।তারপর কন্টিনিউ তে ক্লিক করুন ।সব শেষে আপনি যে কোড টি পাবেন তা আপনার সাইটে সেভ করুন ।এখন সার্চ ইন্জিনে আপনি কিছু লিখে সার্চ করে দেখুন তো আপনার ইমেজটি ডান পাশে প্রথম পেইজে শো করছে ।সবাই ভালো থাকবেন ।আপনার সময় পেলে আমার সাইটি ও দেখতে পারেন ।
বা আপনারা এই কাজটি করতে না পারলে আমার সাইটে গিয়ে সার্চ করে দেখতে পারেন ।
কারো এডসিন্স নিয়ে সমস্যা থাকলে আমাকে বলতে পারেন চেষ্টা করে দেখবো একাউন্ট করে দিব মাত্র ২ ঘন্টায়
আমি Alamger। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক একটি সাইট তৈরি করেছি আপনাদের সবাইকে আমন্ত্রন ।এই সাইটে লেকা জমা দিন www.ojanabd.com
canon ip 1300 মডেল প্রিন্টার ফিলাশ software আমি টিউনস থেকে ডাউনলোড করেছিলাম কিন্তু সেটা মুছে গেছে । যদি কোন ব্যাক্তির কাছে থেকে থাকে তাহলে,দয়া করে আমাকে লিঙ্কটা দেবেন । খুব খুব দরকার । খুব খুব দরকার ।
[email protected]