আইডিএম নিয়ে সমস্যা? নিয়ে নিন এফডিএম!

আসসালামু আলাইকুম।

Image result for IDM
বর্তমানে উইন্ডোজের জন্য সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার হল আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটির ৩০ দিনের ট্রায়াল ভার্সনই কেবল অফিসিয়ালি ফ্রি। আর ১ বছরের লাইসেন্সের মূল্য প্রায় ১০০০ টাকা এবং সারা জীবনের জন্য প্রায় ২০০০ টাকা। আর অনেকেই পাইরেসির মাধ্যমে ব্যবহার করে। কিন্তু অনেকেই সমস্যায় পড়ে এক মাস শেষে। আমি অবশ্য কখনো আইডিএম ব্যবহার করিনি।

Image result for free download manager logoতবে আমি এফডিএম নামক একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার নিয়ে বেশ সুখেই আছি। তাই সবার সাথে শেয়ার করছি। এটাতে আইডিএমের মতই সুবিধা পাবেন। তবে হয়ত পেইড হিসেবে আইডিএমে অতিরিক্ত কিছু থাকতেও পারে, আমি জানিনা। কিন্তু মনে হয় না। কারণ এতে আমার প্রয়োজনীয় সবই পেয়েছি।

Image result for free download manager

‌এটার লেটেস্ট ভার্সনটা দেখতে উপরের ছবির মত। আধুনিক ফ্ল্যাট ডিজাইন। সুন্দর নয় কি? আর পুরনো ভার্সনটা এরকম-

Image result for free download manager
এর দ্বারা সব ধরণের ফাইল, টরেন্ট ডাউনলোড করা যাবে। তাই আইডিএমের পরিবর্তে এটা ব্যবহার করে দেখতে পারেন। অথবা যারা কোন ম্যানেজারই ব্যবহার করেননি, তারাও ব্যবহার করে দেখুন। সুবিধা পাবেন। এটি নিজেই ইন্সটলের পর ব্রাউজারে এড অন ইন্সটল করতে চাইবে। ধাপগুলো অনুসরণ করে এড অন ইন্সটল করে নিলে জাস্ট ডাউনলোড লিংকে মাউসের বাম ক্লিক করলেই এফডিএম দিয়ে ডাউনলোডের অপশন পাবেন।

ডাউনলোড লিংক

এখানে গিয়ে আপনার চাহিদামত পছন্দের ভার্সন ডাউনলোড করে নিন।
আশা করি অন্তত একজনের হলেও কাজে লাগবে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আইডিএম নিয়ে কোন ঝামেলা নাই ,নতুন ভার্সন ইনষ্টল করুন আর এই প্যাচ ব্যবহার করুন আমি কথা দিলাম ১০০০% কাজ করবে, নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন। https://www.mediafire.com/?cvtb437m8h8ag92

    আইডিএমের উপর বিশ্বের এক নম্বর ডাউনলোড ম্যানেজার এখান থেকে নতুন ভার্সন ডাউনলোড করুন https://www.internetdownloadmanager.com/
    আর মিডিয়া ফাায়ার থেকে ক্রাক ডাউনলোড করুন এই ক্রাকে কোন ফেইক মেসেজ শো করবে না। ব্যবহার করে দেখুন http://www.mediafire.com/file/cvtb437m8h8ag92/IDM+patch+100%25+working.rar

      কিন্তু এটা ক্র্যাক করা। অন্য ভাষায় চুরি করা। আমি ক্র্যাকমুক্ত তো ততদিন হতে পারছি না, যতদিন না আমি লাখপতি হব। কিন্তু যতটুকু সম্ভব ততটুকু তো ক্র্যাক পরিহার করা উচিৎ। নয় কি?