আসসালামু আলাইকুম।
বর্তমানে উইন্ডোজের জন্য সবচেয়ে জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার হল আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটির ৩০ দিনের ট্রায়াল ভার্সনই কেবল অফিসিয়ালি ফ্রি। আর ১ বছরের লাইসেন্সের মূল্য প্রায় ১০০০ টাকা এবং সারা জীবনের জন্য প্রায় ২০০০ টাকা। আর অনেকেই পাইরেসির মাধ্যমে ব্যবহার করে। কিন্তু অনেকেই সমস্যায় পড়ে এক মাস শেষে। আমি অবশ্য কখনো আইডিএম ব্যবহার করিনি।
তবে আমি এফডিএম নামক একটি ফ্রি ডাউনলোড ম্যানেজার নিয়ে বেশ সুখেই আছি। তাই সবার সাথে শেয়ার করছি। এটাতে আইডিএমের মতই সুবিধা পাবেন। তবে হয়ত পেইড হিসেবে আইডিএমে অতিরিক্ত কিছু থাকতেও পারে, আমি জানিনা। কিন্তু মনে হয় না। কারণ এতে আমার প্রয়োজনীয় সবই পেয়েছি।
এটার লেটেস্ট ভার্সনটা দেখতে উপরের ছবির মত। আধুনিক ফ্ল্যাট ডিজাইন। সুন্দর নয় কি? আর পুরনো ভার্সনটা এরকম-
সৌজন্যে: গ্রিন রেঞ্জারস+
আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আইডিএম নিয়ে কোন ঝামেলা নাই ,নতুন ভার্সন ইনষ্টল করুন আর এই প্যাচ ব্যবহার করুন আমি কথা দিলাম ১০০০% কাজ করবে, নিচের লিঙ্ক থেকে নামিয়ে নিন। https://www.mediafire.com/?cvtb437m8h8ag92