আমি গ্রামীনফোন পোস্টপেইড সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। স্পিড ভালই পাই,( ১৫-২৫,২৭)। আনলিমিটেড ইউস করতাম ১০০০ টাকা দিয়ে। এখন আগের মত আনলিমিটেড নেই। ৫ জিবি শেষ হয়ে গেলে স্পিড কমিয়ে ১-৩kpbs করে দেয়। যা দিয়ে মেইলও চেক করা যায় না। গ্রামীনফোন বলে Fair Usages policy এর কথা। এটা সরকারী নতুন নিয়ম। ৫ জিবি শেষ হয়ে গেলে আপনি আবার ১জিবি অথবা ৩জিবি ইউস করতে পারবেন। কিন্তু আবার আনলিমিটেড ইউস করতে পারবেন না।এমন কি কেনসেল করতেও দিতে চায় না।
আনলিমিটেড প্যাকেজ এ ডে বাই ডে টাকা কাটে। প্রতিদিন ৩৩ টাকা। যার কারনে আপনার যদি ১০ দিনে ৫জিবি শেষ হয়ে যায় তাহলে আপনার খরচ হচ্ছে ৩৩*১০=৩৩০ টাকা। তবে আপনি যদি তা বন্ধ করতে না পারেন তাহলে প্রতিদিন ৩৩ টাকা করে কাটতে থাকবে। তাই যারা আনলিমিটেড ইউস করতে চান তারা ৫জিবি শেষ হওয়ার পর ১২১ এ ফোন করে তা বন্ধ করতে বলবেন। তারা বন্ধ করতে রাজি হবেনা। তারা বলবে ১জিবি অথবা ৩জিবি ইউস করতে। কিন্তু আপনার যেভাবেই হোক বন্ধ করতে হবে। ইন্টারনেট ব্যবহার করবনা বলে ভাল করে অনুরোধ করলে বন্ধ করবে। অথবা cancel লিখে ৫০০০ এ পাঠিয়ে দেখতে পারেন। বন্ধ হয় কিনা।
বন্ধ হলেই কাজ শেষ। এখন আবার p2 লিখে 5000 সেন্ড করলেই আবার ইউস করতে পারবেন ৫জিবি। এভাবে যতবার দরকার হয় ইউস করতে থাকেন।
গাজীপুরে থাকি তাই এখনও wimax পাই নাই। তাই এখন এভাবেই গ্রামীনফোনকে .......।
আমি সাইবার ডন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 125 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর ট্রিক্স তবে ভাই টাইটেলটা চেন্জ করে দেন। বর্তমান টাইটেল দেখে মনে হচ্ছে আপনি সাহায্য চাচ্ছেন। এ রকম দিতে পারেন- গ্রামীনফোনের আনলিমিটেডে ৫ গিগা শেষ হলেও নেট চালান ফুল স্পিডে…