ঘরে বসেই করে ফেলুন University র কোর্স

ঘরে বসে বিশ্বের সেরা University'র কোর্স

একাডেমিক পড়াশোনা নিয়ে অনেকের মাঝেই হতাশা কাজ করে। হয়ত ইচ্ছা ছিল ফিল্মমেকার হবেন কিন্তু পড়ছেন গণিত। আপনি হয়ত স্টিফেন হকিং এর মত পদার্থবিজ্ঞানী হতে চেয়েছিলেন, কিন্তু বাপের চাপে এখন আর্কিটেকচারে পড়ছেন। আর বাংলাদেশের জনপ্রিয় “DELL theory” তো আছেই। “আর্টসের সাবজেক্টে পড়ে, ও তো খারাপ ছাত্র”- কথাটায় সত্যতা আছে এবং এই মানসিকতা আমরা তৈরি করেছি। অষ্টম শ্রেনীতে ভাল ফল করার পরে তাকে নবম শ্রেণীতে সায়েন্স নিয়ে পড়তে বাধ্য করা হচ্ছে। যারা এরপরও পছন্দের সাবজেক্টে পড়ছে তাদেরকেও *** দের ওই কথা শুনতে হচ্ছে।

ধার করা হলেও ধার আছে

এই থিওরির ব্যপারটা অবশ্য ধার করা। আমাদের দেশের জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুবের টেলিভিশন শোতে শোনা। ব্যাখ্যায় যাই, D=Doctor E=Engineer L=Lawyer L=Loser. যারা প্রথম তিনটা হতে পারছে না আমাদের দেশে তারা সবাই হারু পার্টির লোক(একটা রাজনৈতিক দল বানালে ভালই হত, কি বলেন?), আমার যেটা মনে হয় নাভিদ মাহবুব সাহেব নিজেও ঐ থিওরিতে বিশ্বাসী, কারণ সুযোগ পেলেই বলেন আমি বুয়েটে পড়েছি। ঐ থিওরিতে বিশ্বাসী না হলে নিজের কমেডি শোতে বার বার রিমাইন্ডার দিতেন না বলেই আমার মনে হয়।

রেকমেন্ড করার মত কয়েকটা

Edx, Alison, Futurelearn, Coursera- আমি এই চারটি সাইটের কথা জানি যেখানে অসংখ্য বিষয়ে অনলাইনে ফ্রী কোর্স করান হয়। সার্টিফিকেটও দেয়া হয়, সেক্ষেত্রে টাকা লাগে। শুধু শেখার জন্য ওরা কোন টাকা নেয় না। আর, আমি লিংক দেইনি কারণ সহজেই সাইটগুলো খুঁজে পাবেন।

এর ভিতরে edx কে আমার কাছে সেরা মনে হয়। কারণ এখানে অনেক বিশ্বখ্যাত ইউনিভার্সিটির কোর্স তো আছেই সাথে আবার এমন কিছু কোর্স আছে সেগুলো একাডেমিক কোর্সের মত ক্রেডিট যোগ করবে। পছন্দের বিষয়ে পড়াশোনা করা ২০১৬ সালে কোন ব্যপার না। ভাল স্পিডের ইন্টারনেট কানেকশন থাকলে শুরু করছেন না কেন?

গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর পাশাপাশি নিজের আগ্রহের বিষয় নিয়ে ভাবা বা, পড়াশোনা করা আপনাকে আত্মিক প্রশান্তি দেবে যা, ইঞ্জিনিয়ারিং এর চাকরি বা, ডাক্তারের রোগী দেখা টাকায় নাও পেতে পারেন। আগের কথাটা কোন পেশাকে অবজ্ঞা করার উদ্দেশ্যে বলিনি আমাদের দেশের মানুষের হুজুগেপনাকে তাচ্ছিল্য করে বলেছি।

পূর্বে প্রকাশিতঃ অনলাইনে পড়াশোনা এখন খুবই সহজ, যান আর শুরু করুন

Level 1

আমি Tutorialsbangla। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 27 টিউনারকে ফলো করি।

আমার ওয়েবসাইট চাইলে দেখতে পারেন- http://www.tutorialsbangla.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো