এখন আমাদের সকলেরই প্রায় ইউআরএল ছোটো করার প্রয়োজন হয় । এটি যেমন দেখতে ভালো লাগে, তেমনি বড় বড় ইউআরএল কে সহজেই ছোটো করে দেয় । কিন্তু সমস্যাও অনেক । অনেক সর্ট ইউ আর এল সার্ভিস আছে যেগুলো আপনাকে মালওয়্যার সাইট বা ট্র্যাকিং ইউজার্সের কাছে নিয়ে যায় । যেটি অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় ।
তাহলে উপায় ?
জী হ্যাঁ উপায়ও আছে । বিশ্বস্ত উপায়ই আছে ।
চলুন দেখি তাহলে কি করে কি করা যায় ।
উপরের সমস্যা গুলোর কথা ভেবেই ম্যাকাফির এই উদ্যোগ । Mcaf.ee হচ্ছে একটি নতুন ও নিরাপদ সর্ট ইউআরএল সর্টেনার সার্ভিস । এবং এই সার্ভিসটি প্রদান করছে জনপ্রিয় অ্যান্টি ভাইরাস কোম্পানী Mcafee ।
ম্যাকাফির এই সাইটটি তৈরী করা হয়েছে McAfee Global Threat Intelligence এর তত্বাবধানে । আর সে কারনেই আপনি যে ইউ আর এল টি সর্ট করবেন তা সাথে সাথে ম্যাকাফি তার ডেটাবেজ থেকে চেক করে নেবে । এবং যে কোনো স্প্যাম, মালওয়্যার হোস্টিং ইত্যাদি দেখবে ।
আশা করি কাজে আসবে ।
ধন্যবাদ সবাইকে ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকেউ ধন্যবাদ ।