এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল শেয়ার করুন ১ জিবি পার সেকেন্ডে !! সত্যিই মাথা নষ্ট স্পীড। [ভিডিও টিউন]

আচ্ছালামু আলাইকুম।

সুপ্রীয় টেকটিউনসবাসী, শুরুতেই সকলের জন্য রইলো শুভেচ্ছা।

আজকে আপনাদের সাথে খবুই গুরুত্বপুর্ন একটা ফাইল শেয়ারিং পদ্ধতি শেয়ার করবো যার মাধ্যমে এক পিসি থেকে আরেক পিসিতে রকেট স্পীডে যেকোনো ফাইল শেয়ার করতে পারবেন এমনকি এক পিসিতে ইনিস্টল করা সফটওয়ার বা গেমস আরেক পিসিতে বসে রান করতে পারবেন। এর জন্য দরকার হবে না কোনো ইনটারনেট বা ইউএসবি ড্রাইভের। যা লাগবে তাহলো শুধুমাত্র একটি ল্যান ক্যাবল। আর এই ল্যান ক্যবল আপনি যেকোনো কম্পিউটারের দোকানে কিনতে পাবেন। যদি রেডিমেট ক্যাবল না পান তাহলে কম্পিঊটারের দোকান থেকে এটি যেকোনো দৈর্ঘের কিনতে  পারেন  যার মুল্য প্রতি মিটার মাত্র ১২ টাকা।

ল্যান ক্যবলের উভয় প্রান্তে দুটি RJ45 কানেক্টর লাগিয়ে নিতে হবে, দুটি কানেক্টরের মুল্য মাত্র ১০ টাকা। ১ মিটারের একটা ক্যবল তৈরি করতে আপনার খরচ হবে মাত্র ২২ টাকা।

আমি মনে করি রেডি ক্যাবল কেনার চেয়ে তৈরি করে নিলেই ভালো হয় কারন খরচও কম আর যেকোনো দুরত্বে লাগানো যায়।

 

 

ক্যাবল তৈরি হয়ে গেলে এটি উভয় পিসির ল্যান পোর্টে কানেক্ট করুন। কানেক্ট করার পরে যদি আপনার পিসির ইন্টারনেট আইকনে হলুদ চিনহ দেখায় তাহলে সব ঠিক আছে আর যদি কোনো হলুদ চিনহ না দেখায় তাহলে সঠিক ভাবে আবার ক্যাবল কানেক্ট করুন অথবা ইথারনেট ড্রাইভার আপডেট করুন।

এরপর উভয় পিসি নিচের ভিডিও দেখে কনফিগার করে নিন। আর অবিশ্বাস্য গতিতে ফাইল শেয়ার করুন।

ভিডিও লিংক:       https://www.youtube.com/watch?v=s1dWss7LyiQ

কোথাও বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানাবেন সমাধান করার চেষ্টা করবো।

এই বিষয় রিসেন্টলি কোনো টিউন হয়ে থাকলে অথবা কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

 

আপনার জন্য আরও টিউনঃ

আপনার পিসি চালু হবে মাত্র ১ সেকেন্ডে!! [ভিডিও টিউন] 

এক ক্লিকে তৈরি করুন একাধিক ফোল্ডার, পছন্দমতো নাম দিয়ে। 

যেকোনো এন্ড্রয়েড এপ্লিকেশন রান করুন পিসিতে তাও আবার শুধু মাত্র গুগল ক্রম ব্রাউজার দিয়ে।

Level 0

আমি সাঈদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই চাপা মারা হয়ে গেল না ! ইথারনেট কেবল দিয়ে ২০এমবিপিএস উপরে তো ফাইল ট্রান্সফার করতে পারবেন না।

    ইথারনেট ক্যাবলের স্পীড ১জিবি পিএস, সার্চ করে দেখুন।

Level 0

right . uni monehoy virtual e file share koreche tai eto speed. R na hoy onar pc er lan card gb port er