আপনার এন্ড্রয়েড ফোন ব্যবহার করে প্রতিদিন 3 গিগাবাইট ডাউনলোড করুন [আপডেটেড]

ট্রিক টির মাধ্যমে আপনি জিপি সিমে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন অনায়াসেই!তবে টিউন টি সম্পূর্ণ কয়েকবার পড়ে ক্লিয়ার ধারণা নিয়ে তারপর কাজে নামবেন প্লিজ,তাই ঝামেলা মনে হবেনা!অনেকদিন ধরে চালাচ্ছি তাই ভাবলুম সবাইকে নিয়েই ব্যবহার করি।জিপি বন্ধ করলে করুক।

এই পদ্ধতিতে আমরা ইউসি হ্যান্ডেলার ব্যবহার করে ফ্রী ইন্টারনেট চালাবো। আপনারা অনেকেই অপেরা হ্যান্ডেলার ব্যবহার করেছেন কিন্তু সবাই জানেন যে অপেরা হ্যান্ডেলার ব্যবহার করে বড় ফাইল ডাউনলোড করা যায়না। তাছাড়া অপেরা হ্যান্ডেলারে কোনো ডাউনলোড ম্যানেজার নেই কিন্তু ইউসি হ্যান্ডেলারে শক্তিশালী ডাউনলোড ম্যানেজার রয়েছে।

ফ্রী নেট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই অপেরা হ্যান্ডেলার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিঙ্কটি ব্যবহার করুনঃ

ডাউনলোড লিঙ্ক

[বি দ্রঃ আমি যে ওবেসাইট থেকে ট্রিকটি পেয়েছি সরাসরি সেই ওয়েবসাইটের ডাউনলোড লিঙ্ক দিলাম। এই ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করলে আপনাকে সরাসরি ডাউনলোড পাতায় নিয়ে যাওয়া হবে। আপনি সেখান থেকে এক ক্লিকে ইউসি হ্যান্ডেলার ডাউনলোড করতে পারবেন]

আমার এই ট্রিকটি ১০০ শতাংশ কার্যকরী। হ্যান্ডেলার ডাউনলোড করা শেষ হলে সেটি ইন্সটল করে রাখুন। এইবার আমাদেরকে একটি ইন্টারনেট সেটিংস তৈরী করতে হবে।  চলুন প্রথমেই একটি সেটিংস তৈরী করে নিইঃ

Name: GP Free (you can use anything else)
APN: gpinternet
Proxy: 10.103.45.08
Port: 8080

সেটিংস তৈরী করা শেষ হলে সেটিংসটি সেইভ করুন এবং সেটিংসটি একটিভ করুন। ব্যাস আপনার কাজ শেষ। ইউসি ব্রাউজারটিকে মডিফাই করা হয়েছে। তাই আরামসে যেকোনো ফাইল ডাউনলোড দিতে থাকুন। আর হ্যা আপনাকে অবশ্যই ছোট্ট একটি ইন্টারনেট প্যাক একটিভ করতে হবে।

Level 0

আমি নাদিয়া মেহজাবীন অনন্যা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি লাগাতার এই (spam) পোস্ট টা করেই চলেছেন, যদিও কেও উপকৃত হই নি।

ফাইজলামি করেন?

সাইটে আজকের জন্য কিছু ভিসিটরই পাবেন।

যদি মনে করেন মানুষে আপনার সাইট বুকমার্ক করে প্রতিদিন তিনবার ভিসিট করবে, ভুল ভাবছেন।

ভালো কিছু লিখে দিন, মানুষ এমনিতেই যাবে
চুরি চামারি দরকার নাই