অনলাইন নিউজ নিবন্ধন সময় প্রায় শেষ আপনি করেছেন ত ?

সালাম জানিয়ে শুরু করছি আশা করি আল্লাহতালার ইচ্ছাই ভালই আছেন। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হল অনলাইন নিউজ পোর্টাল রেজিষ্টেশন নিয়ে। এর আগে আমি অবস্য একটি টিউন করেছিলাম দেখেছেন কিনা এখানে আছে দেখতে পারেন -(আপনি কি আপনার এলাকায় জনপ্রিয় হতে চান? একটি বাস্তব উদ্দ্যেগ এর সাথে কিছু আয়)। আমি যতদুর জানি এটি করলে যদি আপনার পত্রিকাটি এপ্রোভ হয় তবে আপনি সরকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারবেন, এলজিডিসহ বিভিন্ন সরকারী প্রতিষ্টানের, হারিছে, ইত্যাদি অবস্থান ও জনবল বুঝে সাংবাদিকদের সরকারী ভাতা এক্রিডিটেশন প্রদান করবে। যাতে করে আপনি বিশেষ কিছু সুবিধাভোগ করতে পারবেন। এবার চলুন সরকারী নির্দেশনা দেখি ....

অনলাইন নিউজ নিবন্ধন ফরম ৩১ জানুয়ারি পর্যন্ত জমা দেয়া যাবে

ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :

অনলাইন নিউজ প্রকাশনার জন্য নিবন্ধন ফরম জমা দেয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। নিবন্ধন ফরম ৩১ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে জমা দেয়া যাবে।

অনলাইন নিউজ প্রকাশনার জন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র যথাযথভাবে পূরণ করে কুরিয়ার সার্ভিস, জিইপি ডাকযোগে অথবা সরাসরি তথ্য অধিদফতরে জমা দেয়া যাবে। তথ্য অধিদফতরের ঠিকানা : তথ্য অধিদফতর, ভবন নম্বর- ৯ (তৃতীয় তলা, কক্ষ নম্বর ২০১) বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

নিবন্ধনের জন্য কোনও প্রকার অর্থ জমা দেয়ার প্রয়োজন নেই। নিবন্ধন কার্যক্রম ঢাকাসহ দেশের সকল অনলাইন নিউজ প্রকাশনা, নিউজ এজেন্সি, নিউজ পোর্টাল, বাংলা ও ইংরেজি দৈনিকের অনলাইন নিউজ প্রকাশনা, অনলাইন রেডিও এবং অনলাইন টিভি’র ক্ষেত্রে প্রযোজ্য হবে। একজন প্রকাশক/সম্পাদক/সত্ত্বাধিকারী অনলাইন নিউজ প্রকাশনা, অনলাইন টিভি, রেডিওর সম্প্রচারের নিবন্ধন সংক্রান্ত আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর তথ্য অধিদফতর কর্তৃক রেজিস্ট্রেশন (তালিকাভুক্তি) বিষয়ে পত্র মারফত আবেদনকারীদের জানিয়ে দেয়া হবে। এ বিষয়ে অন্য কারো সাথে যোগাযোগের প্রয়োজন নেই।

নতুন অনলাইন নিউজ প্রকাশনার ক্ষেত্রে আবেদনকারীর জন্য আবেদনের কোনও সময়সীমা নেই। ইতোমধ্যে যারা অনলাইন নিউজ প্রকাশনা ও অনলাইন টিভি, রেডিও কার্যক্রম পরিচালনা করছেন তাদের আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত নিবন্ধন ফরম জমা দিতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য [email protected] অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যেতে পারে। নিবন্ধন ফরম, হলফনামা ও অঙ্গীকারপত্রের নমুনার জন্য তথ্য অধিদফতরের ওয়েবসাইট : http://www.pressinform.portal.gov.bd  হতে ডাউনলোড করা যেতে পারে।

এটি করতে কোন প্রকার পরামর্শ প্রয়োজন হলে আমি যতদূর জানি তা জানিয়ে সহযোগিতা করতে পারি আমাকে ফেইসবুকে পাবেন এখানে  ফেইসবুক

আমার পূর্বের টিউন দেখতে পারেন

Re – স্কুল/কলেজ এর ওয়েব সাইট ওয়ার্ডপ্রেস এ করেছেন? তাহলে কিছু প্রশ্ন ও পরামর্শ (Update)

একাত্তর স্কুল ম্যানেজম্যান্ট সিস্টেম প্রো ৩.৪ ইনষ্টল

Level 2

আমি প্রযুক্তি প্রেমী-রয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

ধন্যবাদ আপনার সুন্দর তথ্যের জন্য।

ফেবুতে রিকু দিয়েছি, অ্যাকসেপ্ট কইরেন

ভাই এডিট লিংক দিসেন ক্যান??

থন্যবাদ কমেন্ট এর জন্য। ঠিক করা হয়েছে।

Level 0

অনলাইন সাহিত্য ম্যাগাজিন গুলাকি এই লিস্টে আছে?