আপনার উইন্ডোজ XP’কে উইন্ডোজ সেভেনে রূপান্তর করে নিন।

বর্তমানে উইন্ডোজ সেভেন দারুন জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম। বাজারে এক্সপি আসার ৫ বছর পরে এসেছিল উইন্ডোজ ভিসতা কিন্তু তা তেমন একটা সাফল্য লাভ করতে পারেনি। ভিসতা চালানোর জন্য হাই রিকোয়ারমেন্টের পিসির প্রয়োজনীয়তা এবং সফটওয়্যার সাপোর্টের দুর্বলতা ছাড়াও আরো অনেক কারণ ছিলো যা ভিসতার সাফল্যের পথে বাধা ছিলো।
ভিসতার সব দুর্বলতা কাটিয়ে একে আরো হাল্কা, সুন্দর ও সাবলীল করে কমপিউটার ব্যবহারকারীদের হাতে পৌঁছে দেয়ার লক্ষ্যে মাইক্রোসফট একটি উদ্যোগ নেয় এবং তা হচ্ছে তাদের নতুন উইন্ডোজ, যার নাম উইন্ডোজ সেভেন। নতুন এই উইন্ডোজটিকে তারা ভিসতার সফল রূপ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিশ্বব্যাপী বেশিরভাগ কমপিউটার ব্যবহারকারীর পিসিতে যে অপারেটিং সিস্টেমটি পাওয়া যাবে তা হচ্ছে উইন্ডোজ। তাই বলে লিনাক্স নামের মুক্ত অপারেটিং সিস্টেম ও ম্যাক ওএস-এর চাহিদাও যে বাজারে কম তা বলা যাবে না। সাধারণ কমপিউটার ব্যবহারকারীদের বেশিরভাগেরই পছন্দের তালিকায় রয়েছে উইন্ডোজের নাম।
উইন্ডোজ সেভেন আসার পর অনেকেই এক্সপি, ভিসতা ছেড়ে সেভেনের দিকে ঝুকছে কারন এর আকর্ষনীয় গ্রাফিক্স সবাইকে মুগ্ধ করছে এমনকি।
ক্রমাগত উইন্ডোস সেভেনের প্রতি আগ্রহ বাড়ছে মানুষের। এখন এক্সপি ব্যবহারকারীরা উইন্ডোজ সেভেনের স্বাদ নিতে পারেন সহজেই। শুধু মাত্র একটি এ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেটি ইন্সটল করে নিন দেখবেন আপনার উইন্ডোজ এক্সপি হুবুহু উইন্ডোজ সেভেনের মত হয়ে গেছে। এ্যাপ্লিক্যাশন'টি আপনার কম্পিউটার স্ক্রীন, আইকন ইত্যাদি সব কিছু পালটে দেবে।

XP ডিফল্ট থিম, এ্যাপ্লিক্যাশন'টি ইন্সটল করার পূর্বে:

এ্যাপ্লিক্যাশন'টি ইন্সটল করার পর:

"এখান" থেকে ডাউনলোড করে Install করে নিন।

অথবা চাইলে ব্ল্যাক এডিশন'টি ডাউনলোড করতে পারেন:

ব্ল্যাক এডিশন'টি "এখান" থেকে ডাউনলোড করে Install করে নিন।

× পোষ্ট'টি 'নীলাঞ্চল' বাংলা ব্লগে প্রকাশিত।

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Install korar por chaila unistall kora jaba ?

    হ‌্যা ইচ্ছে করলে আপনি আনইন্সটল করতে পারবেন।

Level 0

ফাটাফাটী অস্তাদ । এখনি ডাওনলড দিতাসি

ধন্যবাদ নাবিল ভাই টিউনের জন্য।

নতুন Ram কিনেছি। এখন পুরাই 7 ব্যবহার করবো। 😀

    মিলাদ পড়াবেন না… না পড়ালে উইন্ডোজ সেভেন আপনার কথা শুনবে না কিন্তু 😉

ভাই বদদোয়া দেবোনা ।
কিন্তু মিলাদের সিন্নিটা পাঠায়েন ভাই !!!!!

ধন্যবাদ নাবিল ভাই, এত সুন্দর জিনিস শেয়ার করার জন্য ।
ভালো থাকবেন ।

    উনার জন্য বেশী বেশী দোয়া করেন… উনার নাকি কী নাই, কী নাকি ইচ্ছে করে 😉
    আপনিও ভালো থাকবেন সেই কামনা রইল।
    ধন্যবাদ 🙂

ভাই install দিলাম।কিন্তু কম্পিউটার চালু করার সময় value creation failed at 385 দেখায়।সমাধান কি?

    এটি আপনার কম্পিউটারের WINDOWS >System32> Shellstyle.dll ফাইলের সমস্যা সম্ভবত, আপনি আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখতে পারেন অথবা এখানে http://paste2.org/p/1114345 দেখতে পারেন।
    ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে চমৎকার একটি টিউন উপহার দেওয়ার জন্য।

নাবিল আমিন ভাইয়ের টিউন বরাবরই অনেক ভাল হয়।
আজকেরটাও অনেক ভাল হইছে,
আপনিযে একজন ভাল টিউনার তাই প্রমান আজকের টিউনটাও রেখে গেল।
অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    সহমত

    অনেক ধন্যবাদ আতাউর রহমান ভাই…
    আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু শেয়ার করতে। যদি আপনাদের ভালো লাগে তবেই স্বার্থক।
    আপনাকে অনেক দিন থেকে টেকটিউন্সে দেখছি এমন’কি নতুন / পুরাতন সব টিউনারের ভালো পোষ্টেই উৎসাহ দিয়ে যাচ্ছেন… 🙂
    টে.টি – তে দুটো মানুষকে খুব ভালো জানতাম এবং ভাবতাম নিঃস্বার্থ ভাবে কি করে এমন’টা করে… আপনাকে প্রথম থেকে একই দেখছি 🙂
    কিন্তু অন্যজন নিজেকে বিল গ্রেটস ভেবে বসে আছেন… 🙁 যাই হোক আল্লাহ সবার ভালো করুন।

আমার আগের সফটোয়ের গুলো কি থাকবে নাকি মুছে যাবে। সি ড্রাইভ খালি হয়ে যাবে নাকি?

টিউনের জন্য ধন্যবাদ।

    ভয়ের কিছু নেই ভাই, আগের সফটওয়্যারগুলো থাকবে

    এটা ইন্সটল করার পর শুধু আপনার কম্পিউটারের ডিজাইন’টা পরিবর্তন হবে।

এটা কি PC কে Slow করবে ? PC Slow করলেতো ঝামেলা।

আমার পিসিটা ২.২৪ গিগা সেলেরন প্রসেসর, ১ গিগা রেম। ১৬০ গিগা হার্ড ডিস্ক। ৭ ইন্সটল করলে পিসি কি স্লো হয়ে যাবে নাকি , বলতে পারেন?

ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ। চমৎকার টিউন। এখনোই ডাউনলোড দিলাম।

File Type .EXT
install hossa na. Ke koray install korbo?

Level 0

খুবই ভাল ট্রিক্স। ধন্যবাদ।