ওলো (ollo 4G LTE) নিয়ে বিস্তারিত

দেশের সবচেয়ে সুপার ফাস্ট ইন্টারনেট নিয়ে এলো ollo 4G LTE সুপারফাষ্ট ইন্টারনেট উনাদের সার্ভিস এখন বর্তমান ৪টি জেলায় বিশাল নেটওয়ার্ক নিয়ে বিস্তৃত। এই ইন্টারনেটে পাবেন 1 এমবি থেকে আপটু 20 এমবি।
সর্বপ্রথম ওলো এর ollo 4G LTE নিয়ে আসেন যশোর এ তারপর -গোপালগঞ্জ-সিলেট-ময়মনসিংহ এ নেটওয়ার্ক স্থাপন করা হয়।

প্যাকেজ এর মূল্য মাসিক আনলিমিটেড ফেয়ার ইউজেস পলিসি ছাড়া - ২০০০ টাকা আর লিমিটেড ২০ জিবি - ৫০০ টাকা।

OllO 4G LTE Supported Coverage Area

যশোর

গোপালগঞ্জ

সিলেট

ময়মনসিংহ

কভারেজ এরিয়া সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে এই লিংক থেকে http://ollo.com.bd/coverage.html

আমি যশোর এর একজন ইউজার নতুন ইন্টারনেট আবার 4G network তাদের ক্যামপেইন চলাকালীন তাদের একজন লোক এর সাথে কথা বললাম যে আপনাদের কি কি সুযোগ সুবিধা আছে তো তখন আমাকে তাদের প্যাকেজ সর্ম্পকে বলল আর মোবাইলে স্পিড মিটারে ২০এমবিপিএস শো করায় দেখায় দিল আর বলল নিজ চোখেয়তো দেখলেন একটা ১জিবি মুভি নামতে ৪ থেকে ৫ মিনিট লাগবে। আপনাদের ডিভাইস এর দাম কত আমাদের ডিভাইস এর দাম ৭০০০ টাকা আর শুধু সিম - ৯০০ টাকা। তারপর ১ মাস পরে আমি তাদের ডিভাইস কিনতে যাই ওলো এর অফিসে ৭০০০ টাকা জমা দিয়ে টেষ্ট করার জন্য একটা ডিভাইস নিয়ে আসি এবং আমার বাসায় টেষ্ট করলাম অবশ্য আমাদের যশোর এর কভারেজ মনিহার পর্যন্ত মনিহার থেকে ৩০০ গজ পিছনে আমার বাসা যাইহোক নেটওয়ার্ক টেষ্ট করলাম নেটওয়ার্ক পায় কিন্তু মাঝে মাঝে কম পায়। ওদের ডিভাইস ফেরত দিয়ে নতুন ডিভাইস নিলাম ১মাসের প্রথম ২৭ দিন খুব ভাল স্পিড পাইছি এর পর শুরু হল ঝামেলা। ফোন দিলাম কাস্টোমার কেয়ারে এবার শুরু হল কাহিনী স্যার আপনার সমস্যা কতদিন ধরে এই সমস্যা হচ্ছে আপনার ইউসিম নম্বর টা বলেন বললাম এখন বলে ব্রাউজার এর কুকি,হিস্টেরি,সব পরিস্কার করুন আমি বলাম করাই আছে। এবার বলে http://ollo.speedtest.net এ গিয়ে স্পিডটা টেষ্ট করেন আমি বললাম এই পেজই তো ওপেন হয় না তাহলে পিং টেষ্ট করেন করলাম এবার এভারেজ লস বলেল বললাম তখন প্রায় মোবাইলে ২২ মিনিট হয়ে গেছে প্রতিমিনিট কল চার্জ প্রায় ২ টাকার কাছাকাছি এবার বলে কোন সমস্যা না স্যার আপনার সমস্যাটি আমাদের কনসলট্যাট ডিপার্টমেন্ট এ পাঠিয়ে দিছি আপনার সাথে যোগাযোগ করা হবে ২দিন হয়ে গেল তারপর ২ দিন পর ঠিক হল।

২ দিন পর থেকে মোটামুটি ভালই স্পিড পাচ্ছিলাম কিন্তু ২ দিন চলার পর আবার শুরু হয়ে গেলো সমস্যা। কাস্টোমার কেয়ারে ফোন দিলে আপনার সমস্য কনসলট্যাট ডিপার্টমেন্ট এ পাঠিয়ে দিছি আপনার সাথে যোগাযোগ করা হবে। ওই দিন বিকালে আমার কাছে একজন ফোন দিল আপনার যে সমস্যা আমারা বুঝতে পেরেছি আপনিতো কভারেজ থেকে বাইরে সেই জন্য এই সমস্যা হচ্ছে তখন আমি বলরাম আমি যখন কভারেজ এর মধ্যে থাকি তখন ও একই সমস্যা আপনি পিসিটি রিস্টার্ট দিয়ে দেখেছেন ওলো ডিভাইসটি রিস্টার্ট দিয়ে চেক করেন আশাকরি ঠিক হয়ে যাবে। তারপর ঠিকতো হল না। এর পর আমি আবার ফোন দিলাম দিয়ে বললাম যশোরে যারা আছে তাদের একই সমস্যা আপনাদের ফেসবুক পেজ চেক করেন।


মানুষের প্রতিক্রিয়া জানতে ফেসবুক পেজ দেখতে পারেন এই লিংক এ https://web.facebook.com/OlloBangladesh/

এখন আসি আসল কথায় আমরা যারা থ্রিজি চালায় তাদের কিন্তু এমন সমস্যা হয় না। এখন কাষ্টোমার কালেক্ট করারা ভাল একটা উপায় বের করিছে প্রথমে একটা জেলায় যাবে প্রথম ২মাস খুব ভাল স্পিড দেবে তারপর এই সমস্যা ওই সমস্যা আসলে বাংলালায়ন আর ওলো এদের মধ্যে তেমন কোন পার্থক্য নাই। এরা কেনার সময় বলে 5 MBPS up to 20 Mbps এরকম স্পিড এর কথা শুনলে কাষ্টোমার হুমড়ি খেয়ে পড়ারই কথা আর ৭০০০ টাকা দিয়ে ডিভাইস কিনে যদি নূন্যতম স্পিড না থাকে তাহলে মানুষের সাথে এটা একটা প্রতারনা। এরা বলে 5 MBPS up to 20 Mbps ঠিকই কিন্তু লিগ্যাল স্পিড 2 Mbps করে পাই এর পর আস্তে আস্তে ৩০-৪০ কেবিপিএস ও নেমে আসে।

আস্তে আস্তে খাবেন না হলে গলায় বেধে যাবে।

এখন নতুন ইউজার যারা আছেন বা নতুন ইউজার হবেন তারা একটু সবধান আর যদি পূর্বে বাংলালাংয়ন চালানোর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো বুঝতে পারবেন 4G LTE নেটওয়ার্ক এর কি জ্বালা। তাই আমি বলব যারা এই ডিভাইস টি কেনেন নি বা কেনার চিন্তা ভাবনা করেছেন তারা ওই পর্যন্ত থেমে যান আমাদের দেশে এত সুন্দর সার্ভিস এর দরকার নাই। এই ফর্কিনিরা একটা একটা নতুন জেলায় ঢুকে কভারেজ দেবে সর্বচো ১০ কিলোমিটারের মধ্যে এরপর ভোগান্তির শেষ থাকবেনা। ১০ কিলোমিটারের মধ্যে কভরেজ দেবে আর বাকি লোকেরা কি মুড়ি খাবে নাকি। যারা কেনেন নি তাদের এইটা থেকে ১০০ হাত দূরে থাকাই ভাল। এদের একসময় অবস্থা হবে বাংলালায়নের মত ফালতু সার্ভিস।

Level 0

আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো পোস্ট

ধন্যবাদ শেয়ার করার জন্য । ami jessore এ broadband use করছি
global network
same problem
1st a jokon amar area te assilo
tokon seei সার্ভিস দিছে
এখন কনো পাত্তা নাই
৭ ধরে নেট নাই ফোন দিলে বলে সারভারে কাজ চলছে
কাল পাবেন -_-
আসলে আমাদের দেশে সবায় প্রতারক