QUBEE WiMAX MODEM ONLY 1,500 TAKA

আমাদের দেশে ইন্টারনেটের যা হাল। কয়েক MB ‘র ফাইল ডাউনলোড দিয়ে বসে থকতে হয়। আমাদের দুর্দশা দেখে QUBEE WiMAX নিয়ে এল এক দারুন অফার। মাত্র ১,৫০০ টাকায় Qubee UH235. WiMAX MODEM।

Qubee offers 5 GB, 10 GB and Sky solution for all three speeds.
Whether you use email, Skype, connect through social network, browse information, listen to internet radio, and download movies or songs: you can choose the volumes according to your need.
Monthly Usage Allowance*

Speed=256 Kbps
5GB=BDT 850
10GB=BDT 950
Sky **=BDT 1,250

Speed=512 Kbps
5GB=BDT 1,250
10GB=BDT 1,450
Sky **=BDT 2,250

Speed=1Mbps
5GB=BDT 2,250
10GB=BDT 2,750
Sky **=BDT 5,250

Sky means Unlimited

*Additional charge of BDT 0.15/MB beyond Usage Allowance is applicable in all packages except Sky. BDT figures in above table indicate monthly fee.

চট্টগ্রামের কেউ যদি কিনতে চান তবে যোগাযোগ করুন ০১৮-১৫৩৭৪১১৪ নম্বরে।

বিস্তরিত জানতে নিচের লিংকে যান
http://www.qubee.com.bd
এখান থেকে আপনি Coverage Area দেখতে পারবেন।

আপনি যদি নেটওয়ার্কের আওতায় পড়েন, তাহলে আজই সংযোগ নিন এবং উপভোগ করুন আসল ইন্টারনেটের মজা।

তো
কবে নিচ্ছেন????????????????

বিঃদ্রঃ এই সুবিধা শুধু মাত্র আমার কাছ থেকে পাবেন। তবে ২৫ অক্টোবর ২০১০ পর্যন্ত।

Level 0

আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ টুকু ভাই qubee তে কি ইউনিক আইপি নাকি ডাইনামিক আইপি একটু জানাবেন কি?

    ডাইনামিক আইপি। স্ট্যাটিক আইপি’র জন্য আলাদা চার্জ লাগবে।

    আলাদা চার্জ কত??

charge onek beshi, 300tk diya jode unlimited dito taile neyar chinta vabna kortam………….

    সিটিসেল জুম আল্ট্রাতে Ultra 5 নামে একটা প্যাকেজ আছে । রাত ১ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত আনলিমিটেড ডাউনলোড। মাসে ২৭৫ টাকা ভ্যাট ছাড়া।

Level 0

ধন্যবাদ আপনাকে।

ret basi.

Level 0

কিউবি ইদানিং একটু ঘার ত্যাড়া হয়ে হয়ে গেছে। আশা করি তাড়াতাড়ি সোজা হবে। শুরু থেকেই আমি কিউবি ইউস করি। যারা কিউবি ইউস করেন কেবল তারাই বুঝবেন কেন আমি এ কথা বললাম।
তার পারেও কিউবি ইজ দ্যা বেষ্ট।
সাথেই আছি।

    Level 0

    ভাই আমি নিজেও ব্রডব্যান্ডের পাশাপশি কিউব ইউজ করি, কিন্তু আপনার বলার কারন ঠিক কোনটা বুঝিয়েছেন বললে ক্লিয়ার বুঝতে পারতাম 🙂

    কয়েক দিন ধরে সমানে disconnect হচ্ছে। এক মিনিট পর পর। মোডেম এর ফার্মওয়ার আপগ্রেডের কারনে এই সমস্যা।
    তবে যাই বলেন কিউবি নিয়া বহুত শান্তিতে আছি। টাকা একটু বেশী নিলেও স্পিড সব সময় কন্সটেন্ট থাকে। তার উপর ডাইনামিক আইপি হওয়াতে আমার অনেক সুবিধা হইছে। মাইক্রোওয়ার্কিং সাইটে আরামে কাজ করা যায়। কিউবি আসলেই বেষ্ট।

    ঠিক বলছেন

    কিউবি ‘র চেয়ে বাংলা লায়ন অনেক ভালো, আমি দুইমাস ইউজ করার পর ছাড়তে বাধ্য হয়েছি। মডেম এর সামনে কেউ দাড়ালে মডেম ডিসকানেক্ট হয়ে যায়।

স্কাই ত দেখি আসলেই স্কাই ছোয়া দাম

Level 0

আজাইরা জিনিস……আমি জা ইউস করি সেটাই ভালো…..৩৮০ টাকা, ১৫৫-১৬৫ kbpsআনলিমিটেড dnld………..

gp post paid use kori. 12am-8am unlimited………. only 11.5/= per day…….. r speed o valo

Level 0

@ টিউনার,
কিছু মনে করবেননা, আমি কিউবির ইউজার প্লাস প্রোভাইডার,
আমার মনে হয় আপনি একটু দেরী করে ফেলেছেন
কারন কিউবির এই ১৫০০ টাকার প্যাকেজ ৩ দিনের জন্য ২ তারিখ পর্যন্ত ছিলো
তাই টিউন টাইটেল পরিবর্তনের জন্য অনুরোধ করছি

i’m using 10GB, but rate is too high. no extra facilities. it’s better if i use Banglalion unlimited at the same rate when the network/signal/CINR is available

    Level 0

    আইপি টেলিফোন এর নাম অনেকে শুনে থাকবেন
    কিউবিতে আইপি টেলিফোন অপশান আছে, তার মানে যখন এই সেবা চালু হবে আপনি এর মাধ্যেমেই ওই সুযোগ পাবেন

অফারটা কি এখনও আছে?? সিওর

    Level 0

    জিনা
    তবে কেউ চাইলে আমি দিতে পারবো একটু রেট বেশি যাবে
    [email protected]

    u can get it from me if u r in chittagong

স্ট্যটিক আইপির জন্য কত এক্সট্রা দিতে হয়???

বাংলা লায়নের সার্ভিস নিয়ে কেউ কিছু বলতে পারেন ? ৬০০ টাকায় ১২৮, আনলিমিটেড , ।
আমার জুম আলট্রা খারাপ সার্ভিস অবশ্য দিচ্ছে না । কিন্তু খরচ আর লিমিটের মাঝে বেলেন্স হচ্ছে না। বাংলালায়ন ১২৮ কেবিপিএস স্পিড রেগুলার রাখতে পারলে বাংলায়ন নিতাম। ব্রডব্যান্ডের ভাল ছিল, কিন্তু সেটা তো অফিসে নিয়ে যাওয়া যায় না।

    বাংলায়নের বহুত বদনাম শুনছি
    তাই Qubee নিলাম + Part time seal ও করতেছি।
    একটু আগেও একজন কে দিয়ে এলাম। সে বাংলালায়ন, জুম ব্যবহার করেছে এবং যথারীতি বদনাম করেছে।

কিউবি একটু ঘার ত্যাড়া । কবে সোজা হবে?

Level 0

Aami BANGLALION 256 kbps use kori.Daily 1.5 GB download korte pari.Download speed 30-32(good server like mediafire) thake.Jara WIMAX ip address nia problem a aachen,tader jonno 1 ta solution-WINDOWS 7 ar jonno……..

http://gallery.live.com/liveItemDetail.aspx?li=86656dc5-b0fe-489d-b115-44a76e050f63&bt=1&pl=1

1.Download & install.
2.See ur dextop
3.Click Refresh net.Then u will see a fixed ip and a external ip.A ta shob file hosting site a kaj kore.Kono kono bar time waiting dekhte paaben.Aar por theke normal.